যমুনা ফিউচার পার্কের সাপ্তাহিক বন্ধের দিন জেনে নিন

শপিং ও বিনোদন প্রেমীদের নিকট অতি পরিচিত একটি নাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে যারা শপিং করতে চান তাদের জন্য এই পার্ক সম্পর্কে কিছু সাধারণ ধারণা থাকতে হবে। যেমন- যমুনা ফিউচার পার্কের সাপ্তাহিক বন্ধের দিন, টিকেটের মূল্যসহ অন্যান্য বিষয় সম্পর্কে। আজকের আর্টিকেলে যমুনা ফিউচার পার্কের সাপ্তাহিক বন্ধের দিন ও এর আদ্যোপান্ত আপনাদের জানাবো। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম শপিংমল যমুনা ফিউচার পার্ক সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
যমুনা ফিউচার পার্কের সাপ্তাহিক বন্ধের দিন জেনে নিন
রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী কেনাকাটা, বিনোদন ও সৌন্দর্য উপভোগ করার জন্য যমুনা ফিউচার পার্কে আসে। রাজধানী ঢাকার এই বৃহৎ শপিংমলে নিত্য নতুন দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে কসমেটিক্স, ইলেকট্রনিক্স সামগ্রী, জুয়েলারি, খেলনা সামগ্রী সহ দেশি-বিদেশি খাবারের দোকান, বিভিন্ন বেসরকারি অফিস, বিনোদন জোন মুভি দেখার কমপ্লেক্স কি! নেই যমুনা ফিউচার পার্কে।

যমুনা ফিউচার পার্কের সংক্ষিপ্ত পরিচয়।

যমুনা ফিউচার পার্ক শপিংমলটি প্রায় ৪১,০০,০০০ বর্গফুট আয়তনের উপরে গড়ে উঠেছে। ২০০২ সালে যমুনা বিল্ডার্স লিমিটেড এর নির্মাণ কাজ শুরু করে এবং ২০১৩ সালে শেষ করে এবং ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর এই শপিং মলটির শুভ উদ্বোধন করা হয় এবং সব ধরনের মানুষের জন্য বা উন্মুক্ত করে দেওয়া হয়। 
৮ তলা ভবন বিশিষ্ট এই শপিংমলটির স্থাপনা করেছিলেন এ জে এম আলমগীর এবং এর মালিক ও তত্ত্বাবধায়ক হচ্ছে যমুনা গ্রুপ। এই মলের দোকান সংখ্যা ৫০০। কেনাকাটার পাশাপাশি যমুনা ফিউচার  পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, ব্লকবাস্টার সিনেমা হল, সুপেরিয়র কার পার্কিং,প্লেয়ারস জোন, সুইমিংপুল, বাচ্চা ও বড়দের জন্য চিত্ত বিনোদনের স্থান। 

অনেক মানুষ ঘোরাঘুরি করার জন্যও যমুনা ফিউচার পার্কে আসে। শপিংমলে প্রবেশের শুরুতে রয়েছে রোলার কোস্টার, পাইরেটশিপ, ফ্লাইং ডিস্কো, টাওয়ার চ্যালেঞ্জার এর মত মজার মজার সব রাইড।

যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধের দিন।

যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটের সূত্রমতে প্রতি সপ্তাহের বুধবার যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে। 

সপ্তাহের শুক্রবার শনিবার এবং অন্যান্য ছুটির দিনে পার্কে অনেক ভিড় থাকে। উৎসবের দিনগুলোতে এই ভিড় কয়েক গুণ বেড়ে যায়। যেমন- ঈদ, পূজা, পহেলা বৈশাখের মতো উৎসবে খুব ভিড় থাকে। 

আপনি যদি ভিড় এড়িয়ে শপিং করতে চান তাহলে শুক্রবার শনিবার ও অন্যান্য ছুটির দিন বাদে আসতে হবে।

যমুনা ফিউচার পার্কের টিকেটের মূল্য।

যমুনা ফিউচার পার্কে শুধুমাত্র কেনাকাটার জন্য মানুষ যায় এমনটা নয় কেনাকাটার পাশাপাশি বিনোদন উপভোগ করার জন্য মানুষ ভিড় জমায়। উৎসবের দিনগুলোতে অথবা ছুটির দিনে যমুনা ফিউচার পার্কে বিনোদনপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 
যমুনা ফিউচার পার্কের সব বয়সী মানুষের জন্য বিনোদনের বিভিন্ন আকর্ষণীয় মাধ্যম রয়েছে। যমুনা ফিউচার পার্কের আকর্ষণীয় এসব রাইডের টিকেটের মূল্য নিচে একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো যা আপনাদের অবশ্যই কাজে আসবে।

রাইড এর নাম

টিকেট মূল্য

রোলার কোস্টার

৩০০ টাকা

টাওয়ার চ্যালেঞ্জ

১৫০ টাকা

ম্যাজিক উইন্ড মিল

১৫০ টাকা

স্কাই ড্রপ

১৫০ টাকা

ফ্লাইং ডিসকো

১৫০ টাকা

  পাইরেট শিপ

১৫০ টাকা

মোট

১০৫০ 

যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ উৎসব কেন্দ্রিক টিকেটের মূল্যের উপর আকর্ষণীয় অফার দিয়ে থাকে সেই সময় টিকেটের মূল্য কম বেশি হয়ে থাকে।

যমুনা ফিউচার পার্ক খোলা ও বন্ধের সময়সূচী।

যমুনা ফিউচার পার্ক প্রতি সপ্তাহে একদিন পূর্ণদিবস ও একদিন অর্থ দিবস বন্ধ থাকে প্রিয় পাঠক সময় মেনে যমুনা ফিউচার পার্কে গেলে সময়ও অর্থ দুটোই হবে বলে আমি মনে করি তাই এবার যমুনা ফিউচার পার্কের সময়সূচী আপনাদের সামনে তুলে ধর
  • শপিং মল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত
  • ফুড শপ সকাল ১০টা থেকে রাত ১১ টা পর্যন্ত
  • বিনোদন পার্ক দুপুরে ১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত
  • সিনে কমপ্লেক্স কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী

যমুনা ফিউচার পার্ক এর ঠিকানা।

যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শপিংমল। মানুষ এখানে শপিং করার পাশাপাশি বিনোদন ও অন্যান্য প্রয়োজনে আসে। যমুনা ফিউচার পার্ক কোথায় অবস্থিত এবং এর সঠিক ঠিকানা না জানা থাকলে আপনি সহজেই যমুনা ফিউচার পার্কে আসতে পারবেন না।
যমুনা ফিউচার পার্ক এর ঠিকানা।
তাই যমুনা ফিউচার পার্কের সঠিক ঠিকানা জানা অত্যন্ত জরুরী। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অফিসিয়াল বিভিন্ন কাজে যমুনা ফিউচার পার্কে আসতে হয় এক্ষেত্রে অনেকেই জানেনা যমুনা ফিউচার পার্ক এর সঠিক ঠিকানা। তাই আলোচনার এই অংশে যমুনা ফিউচার পার্কের ঠিকানা তুলে ধরলাম।
ঠিকানাঃ ক- ২৪৪, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা, বাংলাদেশ।
Address: Ka-244, Kuril, Progoti shoroni, Baridhara, Dhaka, Bangladesh.
টেলিফোন নাম্বারঃ 8851528-9
ওয়েবসাইটঃ www.jamunafuturepark.com

যমুনা ফিউচার পার্ক কোথায় অবস্থিত।

বাংলাদেশের অন্যতম একটি আধুনিক শপিংমল হচ্ছে যমুনা ফিউচার পার্ক আপনারা অনেকেই জানতে চান যমুনা ফিউচার পার্ক ঢাকার কোথায় অবস্থিত আপনারা যারা প্রথমবার যমুনা ফিউচার পার্কে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন তাদেরকে শুরুতেই জানতে হবে যমুনা ফিউচার পার্ক ঢাকার কোথায় অবস্থিত।

রাজধানী ঢাকার অদূরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটু দূরে কুড়িল ফ্লাইওভারের কাছে দক্ষিণ বারিধারায় যমুনা ফিউচার পার্ক অবস্থিত। যমুনা গ্রুপ নিরাপদ ও বিলাসবহুল কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের শপিং মলটি তৈরি করেছে। 
এই শপিংমলটি ঢাকাসহ বাংলাদেশের সকল জেলার উচ্চ লেভেলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। মানুষের প্রয়োজনীয় সব ধরনের দেশি-বিদেশি এবংবিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়।

যমুনা ফিউচার পার্কে কেনাকাটার দোকান।

যারা শপিং করতে ও শপিং এর পাশাপাশি বিনোদন নিতে ভালোবাসেন তাদের জন্য যমুনা ফিউচার পার্ক হতে পারে শপিং ও বিনোদনের অন্যতম একটি জায়গা। যমুনা ফিউচার পার্কে কি কি পণ্য সামগ্রী কেনাকাটা করা যায় তার একটি নমুনা তুলে ধরা হলো-
  • দেশি-বিদেশি ব্র্যান্ডের পোশাকের দোকান
  • ইলেকট্রনিক্স সামগ্রী দোকান
  • গৃহস্থালি সামগ্রীর দোকান
  • ইলেকট্রিক্যাল পণ্যের দোকান
  • কসমেটিকস সামগ্রীর দোকান
  • বাচ্চাদের খেলনার দোকান
  • স্পোর্টস সামগ্রীর দোকান
  • জুয়েলারি পণ্যের দোকান
  • পাদুকা পণ্যের দোকান
  • বইয়ের দোকান
  • উপহার সামগ্রী দোকান
  • নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান
এছাড়াও রয়েছে দেশি-বিদেশি খাবারের হোটেল, রেস্তোরা, ক্যাফে, কফি শপ।

যমুনা ফিউচার পার্কে বিনোদন কেন্দ্র।

আলোচনার উপরের অংশে আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশের তথা এশিয়ার অন্যতম শপিংমল হচ্ছে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক শপিং এর পাশাপাশি ছোট বড়দের জন্য বিনোদনের আকর্ষণীয় সব ব্যবস্থা রয়েছে। যেমন-
  • সিনেমা হল বা সিনে কমপ্লেক্স
  • ইনডোর থিম পার্ক
  • বড়দের খেলার জোন
  • ছোটদের খেলার জোন
  • বোলিং অ্যালি
  • আইস স্কেটিং রিস্ক
যমুনা ফিউচার পার্কে এসব বিনোদন কেন্দ্র ছাড়াও আরো রয়েছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস যেমন ট্রাভেল এজেন্সী বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং সেন্টার।

যমুনা ফিউচার পার্কে কিভাবে যাবেন।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস, ট্রেন ও বিমানযোগে আপনি কিভাবে যমুনা ফিউচার পার্কে আসবেন তার একটি ধারণা নিচে তুলে ধরা হলো। আশা করি আলোচনার এই অংশটি আপনার যমুনা ফিউচার পার্ক ভ্রমণের গুরুত্বপূর্ণ হেল্পফুল তথ্য হবে।

ট্রেন যোগে 🚊🚇🚇🚊
পদ্মা সেতু হয়ে চলাচলকারী ট্রেনে করে প্রথমে কমলাপুর স্টেশনে এসে নামতে হবে। এরপর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা বিমানবন্দর গামী যে কোন ট্রেনে এসে বিমানবন্দর স্টেশনে নামতে হবে। 
এরপর সেখান থেকে সিএনজি বাস ও অন্যান্য যানবাহনে যমুনা ফিউচার পার্কে আসতে পারবেন। কমলাপুরে নেমে আপনি চাইলে বাস সিএনজি অথবা নিজস্ব যান বাহনে যমুনা ফিউচার পার্কে আসতে পারবেন।

বাংলাদেশের যে কোন স্থান থেকে ট্রেনযোগে প্রথমে ঢাকা বিমানবন্দর স্টেশনে এসে নামতে হবে এরপর সিএনজি বাস অটো রিক্সা অথবা নিজস্ব যানবাহন যুগে যমুনা ফিউচার পার্কে আসতে পারবেন।

বাসযোগে 🚐🚗🚴🚲
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, জেলা থেকে বাসযোগে এসে সরাসরি যমুনা ফিউচার পার্কের গেটে নামতে পারবেন।

চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের নরসিংদী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর জেলা থেকে বাসযোগে প্রথমে ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ডে এসে নামতে হবে এরপর লোকাল বাসে করে সিএনজি ও অন্যান্য যানবাহনে করে যমুনা ফিউচার পার্কে আসতে পারবেন।

বিমানযোগে ✈🚁✈✈
দেশের অভ্যন্তরীণ বিমানবন্দর চট্টগ্রাম, কক্সবাজার,সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল এসব বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যে কোন বিমানে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে হবে। এরপর সেখান থেকে সিএনজি, বাস ও নিজস্ব যান বাহনে যমুনা ফিউচার পার্কে আসতে পারবেন।

শেষ কথাঃ

পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে যারা শপিং ও বিনোদনে আগ্রহী তাদের জন্য যমুনা ফিউচার পার্ক একটি উত্তম জায়গা। আর এই জন্য আজকের এই আর্টিকেলে যমুনা ফিউচার পার্কের আদ্যপ্রান্ত তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনারা যমুনা ফিউচার পার্কের শপিং সেন্টার,বিনোদন রাইডের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। 

 আপনি যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে, বাচ্চাদের বিনোদন দিতে, অন্য কোন উদ্দেশ্যে যান তাহলে আপনাকে অবশ্যই যমুনা ফিউচার পার্কের বন্ধের দিন গুলো খেয়াল রাখতে হবে। তা না হলে আপনাকে শুধু শুধু হয়রানি হতে হবে যা কোনোভাবেই কাম্য নয়। 

আমার এই আর্টিকেলের মাধ্যমে আপনি বা আপনারা যদি যমুনা ফিউচার পার্ক সম্পর্কে কিছু জেনে উপকৃত হন তাহলে আমার সার্থকতা। পুরো আর্টিকেল মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url