অনলাইনে স্টার সিনেপ্লেক্সের টিকিট কাটার নিয়ম ও টিকেটের মূল্য ২০২৪
সিনেপ্লেক্সে গিয়ে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা কর আপনি জানতে পারলেন টিকেট সব শেষ হয়ে গিয়েছে। এ অবস্থায় মনের কাঁচে দেয়াল ভেঙে হতাশ হয়ে বাড়ি ফিরতে হবে। মুভি দেখতে গিয়ে টিকেট না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরার দিন শেষ এখন ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্ট ডিভাইস এর মাধ্যমে খুব সহজে সিনেপ্লেক্সের টিকেট কাটার সুযোগ করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স। আজকের এই আর্টিকেলে মাধ্যমে আমি আপনাদের জানাবো অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিভাবে স্টার সিনেপ্লেক্স এর মুভি দেখার টিকেট কাঁটবেন এবং টিকিটের মূল্য ২০২৪।এছাড়া আরো জানতে পারবেন ঢাকা ও ঢাকার বাহিরে স্টার সিনেপ্লেক্সের নাম ও ঠিকানা। স্টার সিনেপ্লেক্সের অনলাইনে টিকিট কাটা কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেই নিয়মগুলো যথাযথ পালনের মাধ্যমে খুব সহজে টিকেট ক্রয় করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিভাবে স্টার সিনেপ্লেক্সের টিকিট ক্রয় করা যায় জেনে আসি।
অনলাইনে স্টার সিনেপ্লেক্স এর টিকেট কাটার নিয়ম।
অনলাইনের মাধ্যমে স্টার সিনেপ্লেক্সের টিকেট কাটার জন্য আপনার প্রয়োজন হবে স্মার্ট মোবাইল ফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার। আমি ধরে নিলাম আপনার হাতে একটি স্মার্ট মোবাইল ফোন রয়েছে এবার এই স্মার্ট মোবাইল ফোন দিয়ে কিভাবে অনলাইনে স্টার সিনেপ্লেক্স এর টিকিট কাটবেন সেটি দেখাবেন।
ঘরে বসে অনলাইনের মাধ্যমে স্টার সিনেপ্লেক্সের টিকিট কাটার জন্য প্রথমে Cineplexbd.com লিখে গুগলে সার্চ করতে হবে। এরপর প্রথমে যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর ওয়েবসাইট স্কল করে নিচের দিকে আসলেই দেখতে পাবেন Buy Tickets এই অপশন এখানে ক্লিক করুন। আপনি চিত্রে যেমনটি দেখছেন।
এরপর আপনার সামনে টিকিট কাটার জন্য ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারটেনমেন্ট কার্ড অপশন আসবে। এবার আপনি যে মাধ্যমে টিকেট ক্রয় করতে চান সেই অপশনটির Buy Now বাটনে ক্লিক করুন।
এবার আপনার সামনে Login অপশন চলে আসবে যদি পূর্বের থেকেই আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নাম্বার অথবা ইমেইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। কিন্তু যদি আপনার রেজিস্ট্রেশন অথবা অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি Register বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন।
আপনি যদি রেজিস্ট্রেশন না করতে চান তাহলে Guest Login অপশনে ক্লিক করুন। এখানে আমি Guest Login এর মাধ্যমে স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কিভাবে কাটতে হয় সেটি জনাবো
Guest Login ক্লিক করার সাথে সাথে আপনার সামনে স্টার সিনে কমপ্লেক্সের বিভিন্ন শাখার একটি তালিকা চলে আসবে এই তালিকা থেকে আপনার চাহিদা ও পছন্দ অনুযায়ী সিনেপ্লেক্সে নির্বাচন করুন। নিচে কয়টি স্টার সিনেপ্লের নাম দেয়া হলো।
- বসুন্ধরা শপিং মল স্টার সিনেপ্লেক্স, ঢাকা
- সীমান্ত স্টার সিনেপ্লেক্স, ধানমন্ডি ২ ঢাকা
- স্টার স্টার সিনেপ্লেক্স এস, কে, এস টাওয়ার মহাখালী, ঢাকা
- সনি স্কয়ার সিনেপ্লেক্স মিরপুর, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স, চট্টগ্রাম
- স্টার সিনেপ্লেক্স হাইটেক পার্ক রাজশাহী
এরপর Select Date অপশন থেকে মুভি দেখার তারিখ সিলেক্ট করুন।
এরপর আপনার সামনে Select Movie অবসর আসবে আপনি যে মুভি দেখতে চান সেটি সিলেক্ট করবেন।
এরপর হল নাম্বার এবং Select Show Time বেছে নিন।
এরপর Select Seat Type অপশন থেকে Regular অথবা Premium আপনার চাহিদা অনুযায়ী যে কোন একটিতে টিক চিহ্ন দিন।
Ticket Quantity অপশন থেকে টিকেটের সংখ্যা নির্ণয় করুন।
Select Seats অপশন থেকে আপনার চাহিদা অনুযায়ী সিট নির্বাচন করুন।
এবার আপনার নাম এবং মোবাইল নাম্বার দিন। (রেজিস্ট্রেশন করা থাকলে এটি দিতে হবে না)
এরপর Purchase Ticket এই অপশনে ক্লিক করুন।
এখানে কিছুটা সময় নেবে ধৈর্য ধরে অপেক্ষা করুন
এবার টিকেটের মূল্য পরিষদের জন্য 3টি অপশন আসবে Cards, Mobile Banking, Net Banking আপনি যে মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করবেন সেটি সিলেক্ট করে নিন। এখানে নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিট কাটার অপশন জানানো হলো-
নগদ অপশনে ক্লিক করুন।
এরপর নগদ একাউন্ট নাম্বার দিয়ে Proceed অপশনে ক্লিক করুন। এবার আপনার মোবাইলে মেসেজ এর মাধ্যমে একটি OTP কোড দেয়া হবে এই কোডটি যথাস্থানে বসিয়ে Proceed অপশনে ক্লিক করুন।
সর্বশেষ নগদ একাউন্টের পিন নাম্বার দিয়ে পেমেন্ট সাকসেসফুল করুন।
পেমেন্ট সম্পূর্ণভাবে করা হলে আপনার ইমেইলে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ টিকেট পাঠিয়ে দেবে আপনি চাইলে আপনার টিকেট প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা ফোনে রেখে দিন। স্টার সিনেপ্লেক্স প্রবেশের সময় এটি দেখিয়ে প্রবেশ করুন অথবা টিকেটের আইডি নাম্বার দেখিয়ে কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে নিন। যেমনটি আপনার ইচ্ছা।
স্টার সিনেপ্লেক্স এর বিভিন্ন থিয়েটারের টিকেট মূল্য।
স্টার সিনেপ্লেক্সের টিকিটের মূল্য জানা থাকলে খুব সহজেই আপনি টিকিট ক্রয় করতে পারবেন। টিকেটের মূল্য পূর্বে থেকে জানা না থাকলে টিকেট কাটতে গিয়ে বিরম্বনায় পরতে পারেন। টিকেট কাটার প্রক্রিয়াকে সহজ করার জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন থিয়েটারের টিকেটের মূল্য প্রকাশ করেছে যা এখন আপনাদের জানিয়ে দেবো।
Bashundhara Shopping Mall Star Cineplex Dhaka
হল নম্বর 1,2,3
2D,3D মুভি সর্বনিম্ন টিকেট মূল্য 300 সর্বোচ্চ টিকেট মূল্য 500
হল নম্বর 5 VIP
2D,3D মুভি সর্বনিম্ন টিকেট মূল্য 650 সর্বোচ্চ টিকেট মূল্য 850
হল নম্বর 6 ATMOS
2D,3D মুভি সর্বনিম্ন টিকেট মূল্য 500 সর্বোচ্চ টিকেট মূল্য 600
Shimanto Shambhar dhanmondi 2
হল নম্বর 1,3
2D,3D মুভি সর্বনিম্ন টিকেট মূল্য 400 সর্বোচ্চ টিকেট মূল্য 450
হল নম্বর 2 ATMOS
2D,3D মুভি সর্বনিম্ন টিকেট মূল্য 500 সর্বোচ্চ টিকেট মূল্য 600
Star Cineplex SKS Tower, Mohakhali
হল নম্বর 1
সর্বনিম্ন টিকেট মূল্য 400 সর্বোচ্চ টিকেট মূল্য 600
হল নম্বর 2
সর্বনিম্ন টিকেট মূল্য 600 সর্বোচ্চ টিকেট মূল্য 700
হল নম্বর 3 VIP
সর্বনিম্ন টিকেট মূল্য 1200 সর্বোচ্চ টিকেট মূল্য 1500
Sony square star Cineplex
হল নম্বর 1,3
2D,3D মুভি সর্বনিম্ন টিকেট মূল্য 450 সর্বোচ্চ টিকেট মূল্য 500
Star Cineplex Bangabandhu Military Museum
সর্বনিম্ন টিকেট মূল্য 350 সর্বোচ্চ টিকেট মূল্য 400
Star Cineplex, Bali Aecade
2D,3D মুভি সর্বনিম্ন টিকেট মূল্য 400 সর্বোচ্চ টিকেট মূল্য 450
Star Cineplex, Bangabandhu Sheikh Mujib Hi-tech park, Rajshahi.
2D,3D মুভি সর্বনিম্ন টিকেট মূল্য 350 সর্বোচ্চ টিকেট মূল্য 400
স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের cineplexbd.com এই ঠিকানা ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন
আরও পড়ুনঃ ফ্যান্টাসি কিংডম টিকেটের মূল্য ২০২৪
স্টার সিনেপ্লেক্স এর টিকেট মূল্য সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হতে পারে যেমন বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ টিকেটের মূল্য পরিবর্তন করে এই বিষয়টি অবশ্যই আপনাদের ধারণায় থাকতে হবে।
ঢাকা ও ঢাকার বাহিরে স্টার সিনেপ্লেক্সের নাম ও ঠিকানা।
ঢাকা ও ঢাকার বাহিরে স্টার সিনেপ্লেক্সের বেশ কয়েকটি শাখা রয়েছে। এইসব শাখা গুলোতে দেশি-বিদেশি ব্লকবাস্টার মুভি প্রদর্শন করা হয়। সিনেমা প্রেমীদের জন্য এবার স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখার নাম ও ঠিকানা তুলে ধরা হলো যাতে করে আপনার নিকটবর্তী স্টার সিনেপ্লেক্সে গিয়ে পছন্দের ব্লকবাস্টার মুভি দেখে আসতে পারেন।
Bashundhara Shopping Mall Star Cineplex Dhaka
Address: Bashundhara City 13/3 ka Panthapath, Tejgaon, Dhaka.
Shimanto Shambhar dhanmondi 2
Address: Shimanto Shamvar Road No 2, Dhanmondi, Dhaka.
Star Cineplex SKS Tower, Mohakhali
Address: SKS Tower, Mohakhali Dhaka.
Sony square star Cineplex
Address: level- 4, plot-1, Road No- 2, Block- d, Section- 2, Mirpur, Dhaka.
Star Cineplex Bangabandhu Military Museum
Address: Bangabandhu Military Museum Bijoy Shoroni, Dhaka.
Star Cineplex, Bali Aecade
Address: level- 9, Bali Aecade, 227 Nawab Sirajddaula Road, Chawkbazar, chattogram.
Star Cineplex, Bangabandhu Sheikh Mujib Hi-tech park, Rajshahi.
Address:Bangabandhu Sheikh Mujib Hi-tech park, Nabinagar, Rajshahi.
শেষ কথাঃ
আজকের এই আর্টিকেলের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সিনেপ্লেক্স স্টার স্টার সিনেপ্লেক্সের অনলাইনে টিকিট কাটার নিয়ম জানতে পারলেন। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন বিষয় নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url