ফ্যান্টাসি কিংডম টিকিট মূল্য ২০২৪

নগর ব্যস্ততা ও যান্ত্রিক কোলাহল থেকে দেহ মনকে সামান্য প্রশান্তি দিতে রাজধানী ঢাকার আশুলিয়ার জামগড়ায় গড়ে তোলা হয়েছে দেশের একমাত্র থিম পার্ক ফ্যান্টাসি কিংডম। পরিবার পরিজন নিয়ে আনন্দ আয়োজনের সঙ্গী হিসেবে ফ্যান্টাসি কিংডমের জুড়ি মেলা ভার।
ফ্যান্টাসি কিংডম টিকেট মূল্য ২০২৪
আজকের আর্টিকেলে ফ্যান্টাসি কিংডম টিকিট মূল্য ২০২৪, যাওয়ার উপায় ও প্যাকেজ নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। আশা করি এই পোস্টটি ধৈর্য সহকারে পড়লে ফ্যান্টাসি কিংডম টিকেট মূল্য ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর দেরি না করে এবার বিস্তারিত আলোচনা শুরু করি।

ফ্যান্টাসি কিংডম কোথায় অবস্থিত।

বাংলাদেশের ভ্রমণ ও আনন্দ পিপাসু দের কাছে যে কয়টি বিনোদন কেন্দ্রের নাম অতি পরিচিত সেগুলোর মধ্যে অন্যতম হল ফ্যান্টাসি কিংডম থিম পার্ক। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অদূরে সাভার উপজেলার আশুলিয়া থানার জামগড়া নামক এলাকায় প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে ফ্যান্টাসি কিংডম থিম পার্ক। 
রাজধানী ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডম এর দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। সারা বিশ্বের জনপ্রিয় এবং আধুনিক সব রাইড দিয়ে সাজানো এই বিনোদন কেন্দ্র। ২০০২ সালের ফেব্রুয়ারি মাসের কনকর্ড এন্টারটেনমেন্ট লিমিটেড কোম্পানি এই পার্ক গড়ে তোলে।

ফ্যান্টাসি কিংডম প্রবেশ টিকিট মূল্য ও প্যাকেজ মূল্য।

ফ্যান্টাসি কিংডমের প্রবেশের বিভিন্ন প্যাকেজ চালু আছে। একমাত্র শিশু ছাড়া সকলের টিকিট সংগ্রহ করতে হয়।
  • প্রাপ্তবয়স্কদের জন্য পার্কে প্রবেশের টিকেট মূল্য ৪০০ টাকা।
  • বাচ্চাদের জন্য পার্কে প্রবেশের টিকেট মূল্য ৩০০ টাকা।
  • প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশের টিকিট মূল্য ৪০০ টাকা সহ সকল রাইডের ৮টি টিকেট সহ পড়বে ৮০০ টাকা।
  • বাচ্চাদের জন্য প্রবেশের টিকিট মূল্য ৩০০ টাকা সহ সকল রাইডের ৮টি টিকেট সহ পড়বে ৬০০ টাকা।
  • ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডম এর সকল রাইড ৮০০ টাকা। (প্রাপ্তবয়স্ক)
  • ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডম এর সকল রাইড ৮০০ টাকা। (অপ্রাপ্তবয়স্ক)
  • কম্বো প্যাকেজঃপ্রবেশ টিকেট + ওয়াটার কিংডম + সকল রাইড + এক্সট্রিম রেসিং এবং লাঞ্চ অথবা ডিনার সহ ১৫০০ টাকা।
  • ফ্যামিলি প্যাকেজ ( ৪ জন) প্রবেশ আনলিমিটেড + ওয়াটার কিংডম + ওয়াটার কিংডম এর সকল রাইড এবং লাঞ্চ অথবা ডিনার সহ প্যাকেজ মূল্য ৪০০০ টাকা।

ফ্যান্টাসি কিংডম কবে বন্ধ থাকে।

কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ব্যতীত জনপ্রিয় এই বিনোদন কেন্দ্র সপ্তাহের ৭ দিন খোলা থাকে।
প্রতিদিন সকাল ১১.০০ টা থেকে রাত ৭.০০ পর্যন্ত এবং সরকারি ছুটির দিন ও অন্যান্য ছুটির দিনগুলোতে সকাল ১০.০০ থেকে রাত ৮.০০ পর্যন্ত সকলের জন্য এই বিনোদন কেন্দ্র খোলা থাকে।

ফ্যান্টাসি কিংডম এ যদি বড় ধরনের কোন অনুষ্ঠান হয় সে ক্ষেত্রে কর্তৃপক্ষ পত্রিকা ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধের বিজ্ঞাপন দিয়ে থাকে।

ফ্যান্টাসি কিংডম রিসোর্ট রুম প্রাইস।

ফ্যান্টাসি কিংডমে বেড়াতে এসে কেউ যদি রাত্রি যাপনের ইচ্ছে করে তাহলে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ তার জন্য ৬০ কক্ষবিশিষ্ট মোটেল আটলাস্টিস রিসোর্ট হোটেল গড়ে তুলেছে। ফ্যান্টাসি কিংডমের জন্মদিনের পার্টি, বিবাহ উত্তর সংবর্ধনা, কর্পোরেট পিকনিক, মিটিং, সেমিনার এবং পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে। 
ফ্যান্টাসি কিংডমে একই সাথে সর্বোচ্চ ৬০০০ লোকের যেকোন অনুষ্ঠানের আয়োজন করার মত যথেষ্ট প্লেস রয়েছে। সর্বোচ্চ সেবা দিতে রয়েছে সুপরিসর পার্কিং ব্যবস্থা। এছাড়া ফ্যান্টাসি কিংডমে আগত দর্শনার্থীদের রাত্রিযাপনের জন্য রয়েছে আবাসিক হোটেল। আন্তর্জাতিক মানসম্পন্ন এই থিম পার্কে বিভিন্ন দিবস ও অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের আয়োজন করা হয়। 

মোটেল আটলাস্টিস রিসোর্ট রুম ভাড়া।
  • সুইট ৮৫০০ টাকা,
  • সুপার ডিলাক্স ৬৫০০ টাকা,
  • ডিলাক্স ৫৫০০ টাকা,
  • স্ট্যান্ডার্ড ৪৭০০ টাকা,

ফ্যান্টাসি কিংডম অল রাইড নাম।

ফ্যান্টাসি কিংডম থিম পার্ক ৫টি ভাগে সাজানো হয়েছে। যেমন- ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেস, হেরিটেজ পার্ক ও রিসোর্ট আটলান্টিক।

ফান্টাসি কিংডম পার্কে প্রায় ৩০ ধরনের রাইড রয়েছে। যেমন- শান্তা মারিয়া, রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, লেজি রিভার, লস্ট কিংডম, প্লে জোন, ওয়াটার ফল, ডুম স্লাইড, ড্যান্সিং জোন, ওয়াটার কিংডম, বাম্পার কার, ঘূর্ণি পাখি, ইজি ডিজি, বাচ্চাদের বাম্পার গাড়ি, জাদুর গালিচা, স্পিডওয়ে, টনি এডভেঞ্চার, ঘূর্ণি টানেল, বাম্পার বোট, স্কাই হপা, ইগলু হাউস, মুভিং টাওয়ার, রক এন রোল, নাইন ডি সিনেমা হল, ফেরিস হুইল। 

ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে ফ্যান্টাসি কিংডমে গড়ে তোলা হয়েছে হেরিটেজ পার্ক সেখানে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে।

ফ্যান্টাসি কিংডম এর কিছু রাইড শিশু ও দুর্বল চিত্রের মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই রাইডগুলোতে ওঠার পূর্বে অবশ্যই যথেষ্ট সচেতনতা অবলম্বন করা উচিত। বেশি ঘূর্ণিমান রাইডগুলোতে চরার আগে আপনার মূল্যবান জিনিসপত্র ভালোভাবে সামলে উঠবেন। তবে সবসময়ই খেয়াল রাখতে হবে যাতে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।

ফ্যান্টাসি কিংডম থিম পার্কে কিভাবে যাবেন?

ফ্যান্টাসি কিংডম থিম পার্কের যোগাযোগের সবচেয়ে সহজতম মাধ্যম হচ্ছে বাস। এছাড়া আপনি চাইলে ট্রেন যোগেও সেখানে যেতে পারবেন তবে সেটা অত্যন্ত ঝামেলা পূর্ণ।
ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডম থিম পার্কে আপনি কয়েকটি রুট ব্যবহার করে যেতে পারবেন। যেমন-

প্রথম রুটঃ ঢাকা আজিমপুর-গাবতলী-সাভার-বাইপাইল-চন্দ্রা। এইরুটে বাইপাইলে নেমে রিক্সা যোগে আপনি ফ্যান্টাস্টি কিংডম থিম পার্কে যেতে পারবেন।

দ্বিতীয় রুটঃ ঢাকা আজিমপুর-মিরপুর ১-আশুলিয়া-বাইপাইল-সাভার। এই রুটে জামগড়া নেমে খুব সহজেই ফ্যান্টাসি কিংডম থিম পার্কে যেতে পারবেন।
তৃতীয় রুটঃ ঢাকার মহাখালী-উত্তরা-বিমানবন্দর-আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-নবীনগর। এ রুটে আশুলিয়ার জামগড়া নেমে খুব সহজে ওয়ার্ড ফ্যান্টাসি কিংডম থিম পার্কে যেতে পারবেন

চতুর্থ রুটঃ চন্দ্রা- বাইপাইল- আশুলিয়া- আব্দুল্লাহপুর। এই রুটে জামগড়া নেমে খুব সহজেই ফ্যান্টাসি কিংডম থিম পার্কে যেতে পারবেন।

পঞ্চম রুটঃ গাজীপুর চৌরাস্তা-চন্দ্রা-বাইপাইল-নবীনগর। এ রুটে বাইপাইল নেমে রিস্কা যোগে ফ্যান্টাসি কিংডম থিম পার্কে যেতে পারবে।


ফ্যান্টাসি কিংডম পার্কে খাবারের ব্যবস্থা।

ফ্যান্টাসি কিংডমের সৌন্দর্য ও রাইডগুলোর সাথে খেলা করতে করতে আপনি হয়তো দুপুরের খাবারের কথা ভুলে যেতে পারেন। যাহোক বন্ধুবান্ধব পরিবার-পরিজনদের সাথে নিয়ে ফ্যান্টাসি কিংডমের রেস্টুরেন্ট, কফি শপ, ওয়াটার টাওয়ার ক্যাফে এবং রোলার কোস্টার স্টেশনে দুপুরের খাবার সেরে নিতে পারেন। 

এর পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে যেখানে বারবিকিউ, স্পাইসি ফ্রাইড চিকেন, বার্গার পাওয়া যায়। এছাড়া বিভিন্ন কোল্ড্রিংস, আইসক্রিম, জুস, হাতের নাগালেই পেয়ে যাবেন।

ফ্যান্টাসি কিংডম থিম পার্কের যোগাযোগের ঠিকানা।

ফ্যান্টাসি কিংডমে আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বেসরকারি ও সরকারি অফিসের স্টাফদের নিয়ে পিকনিক অথবা নাটক, সিনেমা শুটিং করার জন্য যেতে চান তাহলে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। 
ফ্যান্টাসি কিংডম থিম পার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অনলাইনে টিকিট কাটতে সে কিংডম থিম পার্কের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন fantasykingdom.net লিখে google সার্চ করুন। ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য সরাসরি ফোন করতে পারেন।
ফ্যান্টাসি কিংডম মোবাইল নাম্বারঃ 01969-910100

ঢাকার সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থানসমূহ।

ঢাকা চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, সাভার স্মৃতিসৌধ, জিয়া উদ্যান, সংসদ ভবন, উত্তরা দিয়াবাড়ি, হাতিরঝিল, মুক্তিযুদ্ধ জাদুঘর বনানী, সামরিক জাদুঘর, রমনা পার্ক, রবীন্দ্র সরোবর, শিল্পকলা একাডেমী অডিটোরিয়াম, ধানমন্ডি লেক, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, নভোথিয়েটার, বুদ্ধিজীবী কবরস্থান, নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম।

শেষ কথা

মানসিক প্রশান্তির জন্য ফ্যান্টাসি কিংডম সহ ঢাকার যেসব অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে সেগুলো ঘুরে আসুন। আর অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বেশি বেশি দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থানসমূহ ঘুরবেন। পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ করে বাচ্চাদের নিয়ে বেশি বেশি ঘুরলে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url