বাংলাদেশে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট - ২০২৪

আপনি কি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ভ্রমণের জন্য যেতে চাচ্ছেন? অথবা কাজের ভিসা নিয়ে মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা রয়েছে? তাহলে আপনার জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আর্টিকেলে মালয়েশিয়া ভিসার প্রসেসিং এজেন্ট লিস্ট ও মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বাংলাদেশে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট - ২০২৪
আশা করছি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট এবং রিক্রুটিং এজেন্সি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।

বাংলাদেশে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট-২০২৪

এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে ভিসার প্রয়োজন হয় এটি আমরা সবাই জানি। কিছু কিছু দেশ রয়েছে সেই সব দেশে প্রবেশে কোন ধরনের ভিসার প্রয়োজন হয় না। আমাদের অতি পরিচিত একটি দেশ মালয়েশিয়া, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে গেলে ভিসার প্রয়োজন হবে। 

মালয়েশিয়ার ভিসার জন্য মালয়েশিয়ার হাইকমিশন অথবা কোন কনসুলেট অফিসে আবেদন করতে হয়। আপনি চাইলে এই কাজ সরাসরি করতে পারবেন না এজন্য আপনাকে একজন ভিসা প্রসেসিং এজেন্ট এর শরণাপন্ন হতে হবে। 

আপনার হয়ে ভিসার আবেদন ফরম পূরণ ও কনসিলেন্ট অফিসে জমা দেওয়া ভিসা প্রস্তুত হয়ে গেলে অফিস থেকে ভিসা সংগ্রহ করা এরপর আবেদনকারীর কাছে ভিসার কাগজ পৌঁছে দেয়া হলো এসব এজেন্ট দের প্রধান কাজ এর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেল টেস্ট, বিমান টিকেট, ক্রয় হোটেল বুকিং যাবতীয় কাজগুলো করে থাকে।
এসব কাজের বিনিময়ে ভিসা প্রসেসিং এজেন্ট আপনার কাছ থেকে সার্ভিস কিছু টাকা নিয়ে থাকে। ভিসা করতে গেলে আবেদন ফরমের কোন ভুল থাকলে ভুল সংশোধনের কাজে তারা সহযোগিতা করে যেটি আপনি নিজে নিজে করতে গেলে সমস্যায় পড়ে যেতেন।

ঢাকায় অবস্থিত মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট এর একটি লিস্ট নিচে তুলে ধরা হলো। ১০ টি এজেন্টের লিস্ট বিস্তারিত দেয়া হলো বাকি গুলো শুধু নাম দেয়া হলো এই নাম গুলো লিখে গুগলে সার্চ দিলে এসব প্রতিষ্ঠানের বিস্তারিত জানতে পারবেন।

ইউনিয়ন ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড
ঠিকানাঃ ইউনিয়ন সেন্টার ৬৮/১ গুলশান এভিনিউ, গুলশান- ১, ঢাকা ১২১২
টেলিফোনঃ 9854566
মোবাইলঃ 0193991997

আল আমিন ট্রাভেল এন্ড ট্যুরস
ঠিকানাঃ রফিক সুপার মার্কেট, ব্লক- জে, মাদানী এভিনিউ, নতুন বাজার, বাড্ডা, গুলশান, ঢাকা- ১২১২
মোবাইলঃ 0193301266

নিউ লাইন ট্রাভেল ইন্টারন্যাশনাল
ঠিকানাঃ ২৮/বি, আহমেদ ম্যানশন, ধানমন্ডি, রোড নম্বর-১, ঢাকা- ১২০৫
টেলিফোনঃ 9661081

এশিয়ান হলিডেস লিমিটেড
ঠিকানাঃ এ আর টাওয়ার, ২৪ কামাল আতাতুর্কো এভিনিউ, ১৪ তলা, বনানী মেইন রোড, ঢাকা- ১২১৩
টেলিফোনঃ 9883427,9887692

ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেল এন্ড ট্যুরস
ঠিকানাঃ ১৯৩/সি/১ ফকিরাপুল, মতিঝিল,সি/এ, ঢাক-১০০০
টেলিফোনঃ 7195028
মোবাইলঃ 01819226327

মমি ট্রাভেল অ্যান্ড টুরস
ঠিকানাঃ শতাব্দি সেন্টার, ২৯২ ইনার সার্কুলার রোড, ১০ তলা, মতিঝিল, ঢাকা
টেলিফোনঃ 7195937
মোবাইলঃ 01912320320

নিউ ডিসকভারি ট্যুরস এন্ড লজিস্টিক
ঠিকানাঃ হাউস নম্বর- ৩২/ এ, দ্বিতীয় তলা, রোড নম্বর- ৭, সেক্টর -৩, উত্তরা, ঢাকা- ১২৩০
টেলিফোনঃ 7912895-96
মোবাইলঃ 01714109611

পার্ট এভিয়েশন লিমিটেড
ঠিকানাঃ বোয়ান ম্যানশন, ৪১, ষষ্ঠ তলা, ৬ মতিঝিল, সিএ, ঢাকা- ১০০০
টেলিফোনঃ 7224506

স্কাই হলিডে লিমিটেড
ঠিকানাঃ পার্ক প্লাজা, ফ্ল্যাট নম্বর- ৬, বনানী, ঢাকা
টেলিফোনঃ9899245
মোবাইলঃ 01713044563

লজিস্টিক ট্রাভেল এন্ড ট্যুরস
ঠিকানাঃ এলিট হাউস ৫৪, মতিঝিল সিএ, ষষ্ঠ তলা, ঢাকা- ১০০০
টেলিফোনঃ 9560997
মোবাইলঃ 01922228804

অন্যান্য ভিসা প্রসেসিং এজেন্ট এর লিস্ট।

  • নিউ ডিসকভারি ট্যুরস এন্ড ট্রাভেলস
  • এসবি আগা এন্ড কোম্পানি
  • সিল্কওয়ে ট্যুরস এন্ড ট্রাভেলস
  • স্কাই ট্রাভেল
  • ট্রাভেল স্মার্ট লিমিটেড
  • এয়ার স্পেন লিমিটেড
  • আজগর এভিয়েশন সার্ভিসেস
  • ক্যাপক আজিজ লিমিটেড
  • ইফাজ ট্যুরস এন্ড ট্রাভেলস
  • হরিজন এক্সপ্রেস লিমিটেড
  • হেরিটেজ এয়ার এক্সপ্রেস
  • হাজী এয়ার ট্রাভেলস
  • ইন্টারন্যাশনাল ট্রাভেলস কর্পোরেশন
  • জে এ এফ ট্রাভেলস

বাংলাদেশে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি লিস্ট।

কাজের ভিসা নিয়ে বিদেশে যাওয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। আপনার যদি বিদেশে কোন পরিচিত বন্ধুবান্ধব তার আত্মীয়-স্বজন না থাকে তাহলে আপনি কোন রিক্রুটিং এজেন্সিতে যোগাযোগ করে এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে পারেন। 
বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি রয়েছে এসব এজেন্সি গুলো মালয়েশিয়ায় কাজের ভিসায় কর্মী  পাঠিয়ে থাকে। বাংলাদেশ থেকে কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে পারে বা কর্মী পাঠানোর অনুমতি রয়েছে এসব রিক্রুটিং এজেন্সির নাম জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। 

প্রিয় পাঠক, আপনার সুবিধার্থে বাংলাদেশ থেকে যেসব রিক্রুটিং এজেন্সি গুলো মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করছে তার একটি তালিকা নিচে দেয়া হলঃ

আদিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এল আর নম্বর- ১০২৪
ঠিকানাঃ রিয়াজ আহমেদ স্কয়ার ১২তলা ৫০/১, ভিআইপি রোড, শান্তিনগর, ঢাকা-১০০০
টেলিফোন নাম্বারঃ ৪৮৩১৭৯২৮-৯ (অফিস)
মোবাইল নম্বরঃ ০১৭১৭ ৩১৯৬১৯
Email: adebairtravels@gmail.com

আহমেদ ইন্টারন্যাশনাল এল আর নম্বর-১১৪৬
ঠিকানাঃ ইসলাম ইম্পেরিয়াল রোড ৫৫/১, পুরানা পল্টন, ষষ্ঠ তলা, ঢাকা- ১০০০
মোবাইল নম্বরঃ ০১৭১১৬২৫৬৪৭
টেলিফোন নাম্বারঃ ৯৫৬২২৬৪, ৯৫৭৮৮ ৯২ (অফিস)
Email: ahmedinternational2010@yahoo.com

আকাশ ভ্রমণ এল আর নম্বর- ৩৮৪
ঠিকানাঃ ১১৭/ ২-৩, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইল নম্বরঃ ০১৯৭৭৭৭ ৮০৩, ০১৭১১৫৯১২৯৬
টেলিফোন নম্বরঃ ৪১০৭০৩৩৫-৬
Email: akashbhraman@gmail.com

আল রাবেতা ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ৩৫৪
ঠিকানাঃ ৩৬,নয়া পল্টন, দ্বিতীয় তলা, ডিআইটি এক্সটেনশন রোড, ঢাকা- ১০০০
মোবাইল নম্বরঃ ০১৮১৯২২৪৮১৪
টেলিফোন নম্বরঃ ৪৮২৩০২০৫ অফিস
Email: rabeta354@gmail.com

আল বোখারী ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ৩০১
ঠিকানাঃ ২৫ নয়া পল্টন মসজিদ লেন গ্রাউন্ড ফ্লোর ঢাকা ১০০০
মোবাইল নম্বরঃ ০১৭১৫ ৪১৬৭৯৬, ০১৮১৪ ৪৪৩১১১
Email: albhokhari-intl@yahoo.com

আমিয়াল ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ১৩২৬
ঠিকানাঃ পার্ক প্লাজা, হাউজ নং ৩১, রোড নং ১৭, বনানী সি/ এ ঢাকা- ১২১৩
টেলিফোন নম্বরঃ ০২- ২২২ ৭৫৮৫৮
মোবাইল নম্বরঃ ০১৭৩২৭৭০০২০
Email: amialintl@gmail.com

বিনিময় ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ০৩৫১
ঠিকানাঃ ৮২, শান্তিনগর, পুরাতন ৪০/৩, নয়া পল্টন ঢাকা- ১২১৭
টেলিফোন নম্বরঃ ২২২২২৭৪৮২
মোবাইল নম্বরঃ ০১৭৪৫৭৭০৪০১
Email: binimoyinternational07@yahoo.com

বিএম ট্রাভেলস এল আর নম্বর- ১৪২১
ঠিকানাঃ হাউস নম্বর-৫, রোড নম্বর ২/ডি, বারিধারা, ভাটারা ,ঢাকা- ১২১২
টেলিফোন নম্বরঃ ০২-৮৮৯৯৪২৮
মোবাইল নম্বরঃ ০১৯৭১১৫৫৯৭৫
Email: bmttltd@gmail.com

ব্রাদার্স ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ১৫৭১
ঠিকানাঃ ৪৮, বিজয়নগর, আই সি এল সিলভার রেইন বিল্ডিং ফ্ল্যাট ৩/সি, তৃতীয় তলা, পল্টন, ঢাকা-১০০০
টেলিফোন নম্বরঃ ৮৩৯২৩৭৭
মোবাইল নম্বরঃ ০১৭১১৫২৬৪১৯
Email: mahmuda0977@gmail.com

ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ৫৪৯
ঠিকানাঃ প্লট ২১৮৫/এ , ব্লক -১ ,বসুন্ধরা সি/ এ মাদানী এভিনিউ ঢাকা ১২২৯
টেলিফোন নম্বরঃ 0961 208811
মোবাইল নম্বরঃ ০১৭৭২ ৩৭১৮২৪
Email:catharsisintl@gmail.com

গ্রীনল্যান্ড ওভারসিজ এল আর নম্বর- ৪০
ঠিকানাঃ plot No-SW(H),8/A(old),1/A(new), দ্বিতীয় তলা, পূর্বপাশে, বীর উত্তম শাখাওয়াত আলী সড়ক, গুলশান- ১, ঢাকা- ১২১২
টেলিফোন নম্বরঃ ০২-৪৮৮১০২১০-১৭
মোবাইল নম্বরঃ ০১৭১১৫৩২২৫৯
Email: gland@glandgroup.com

ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড এল আর নম্বর- ১৮৭৪
ঠিকানাঃ রুম নম্বর -২, ফ্লাট নম্বর এ-১২ হাউস নম্বর ২১, রোড নম্বর ১৭, বনানী, ঢাকা- ১২১৩
মোবাইল নম্বরঃ ০১৭১৯ ১০৭৯৬৮, ০১৭০৯ ৮১৬৬১০
Email: mahabubor-rahman@sq-bd.com

আর্ভিং এন্টারপ্রাইজ এল আর নম্বর- ০২১৫
ঠিকানাঃ হাউস নম্বর ২৮, রোড নম্বর ১, ব্লক ১ ,বনানী, ঢাকা- ১২১৩
টেলিফোন নম্বরঃ ০২-২২২২৭১৪৯০
মোবাইল নম্বরঃ ০১৮৪১ ০০ ৬৪৫১
Email: group@irvinbd.com

সেলিব্রেটি ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ৫০৩
ঠিকানাঃ ৫৪/বি ইনার সার্কুলার রোড, প্রথম তলা, শান্তিনগর, ঢাকা- ১২১৭
টেলিফোন নম্বরঃ ০২ ৪৮৩১৪৭৮২
মোবাইল নম্বরঃ ০১৭১৩ ৪১০৬৫৮
Email: celebrityint503@gmail.com

সুলতান ওভারসিজ এল আর নম্বর- ৯০৬
ঠিকানাঃ হাউস নম্বর ১০১, লেভেল ৫, নিউ এয়ারপোর্ট রোড, কাকলি, বনানী সি/এ, ঢাকা- ১২১৩
মোবাইল নম্বরঃ ০১৭২৭ ৪৫৭৮৭০
টেলিফোন নম্বরঃ ৫৮৮ ১৫৩৪৩
Email: sultanoverseas906@gmail.com

প্রভাতী ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ৯৩২
ঠিকানাঃ হাউজ নম্বর ৭৯, ব্লক- এ, প্রথম তলা, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রোড, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা ১২১৩
টেলিফোন নম্বরঃ ২২২২৮৪৯৫৮০
মোবাইল নম্বরঃ ০১৮১৯২০২৮৫৭
Email: provati.int@gmail.com

বিডি গ্লোবাল বিজনেস এল আর নম্বর- ১২৩১
ঠিকানাঃ আজিজ কো অপারেটিভ মার্কেট, চতুর্থ তলা, ২০৪ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, বিজয়নগর, ঢাকা ১০০০
মোবাইল নম্বরঃ ০১৭১১১১২৮১৯
Email: bdglobal1231@gmail.com

সাদিয়া ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ৪৯২
ঠিকানাঃ হাউস নম্বর ১৩২, প্রথমতলা, রোড নম্বর ১৩/সি, ব্লক- ই, বনানী, ঢাকা- ১২১৩
টেলিফোন নম্বরঃ০২-৮৮৩৬১১৪
মোবাইল নম্বরঃ০১৯১৯৮৫৭২৮৬
Email: sadiain.95@gmail.com

বি এন এস ওভারসিজ লিমিটেড এল আর নম্বর- ১৪৫০
ঠিকানাঃ বিএইচ প্লাজা, সপ্তম তলা, ৫০/২, জগন্নাথপুর, সৈয়দ আব্দুল আজিজ সড়ক, প্রগতি সরণি, ভাটারা, ঢাকা- ১২২৯
টেলিফোন নম্বরঃ৫৫০৫০৫৯৬-৯
মোবাইল নম্বরঃ০১৭১১৩৬১৭৮৬
Email: bnsoverseas@gmail.com

ট্রান্স এশিয়া ইন্টারগ্রেট সার্ভিস লিমিটেড এল আর নম্বর- ১৪৭২
ঠিকানাঃ হাউস নম্বর ৮২, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা- ১২১৩
মোবাইল নম্বরঃ ০১৭৭৮ ২৮৭০১৭
টেলিফোন নম্বরঃ ০৯৬১২০০৮৮১৪
Email: transasia1472@gmail.com

বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি গুলো মালয়েশিয়ায় কর্মী পাঠানো দায়িত্বে রয়েছে সেগুলোর মধ্যে রেনডমলি ২০ টি নাম ঠিকানা সহ বিস্তারিত দেয়া হলো। এবার অন্যান্য রিক্রুটিং এজেন্সির শুধুমাত্র নাম নিচে দেয়া হলো এগুলো লিখে গুগলে সার্চ দিলে এসব প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য জানতে পারবেন।

  • গ্যালাক্সি কর্পোরেশন এল আর নম্বর- ০৭৯৫
  • গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ০৮৯১
  • আল-ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি এল আর নম্বর- ১৪৮৫
  • অপরাজিতা ওভারসিজ এল আর নম্বর- ১৩১৮
  • আর আর সি হিউম্যান রিসোর্সেস সার্ভিস লিমিটেড এল আর নম্বর- ১৩০৭
  • অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি এল আর নম্বর- ২১০১
  • বেসিক পাওয়ার এন্ড কেয়ার ওভারসিজ এল আর নম্বর- ১৪১৮
  • ইস্ট ওয়েস্ট প্যারাডাইস এল আর নম্বর- ০৬১৯
  • কিস ওয়া এন্টারপ্রাইজ লিমিটেড এল আর নম্বর- ৫৭৩
  • এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এল আর নম্বর- ১৯৬৩
  • মাস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড এল আর নম্বর- ৫০৪
  • নাতাশা ওভারসিজ এল আর নম্বর- ১৩১৫
  • নিউ হ্যাভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এল আর নম্বর- ৩৪৬
  • রমনা এয়ার ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ১১৭২
  • ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড এল আর নম্বর- ৪৮৬
  • উইন ইন্টারন্যাশনাল এল আর নম্বর-৭২১
  • উইনার ওভারসিজ লিমিটেড এল আর নম্বর- ৬৬৪
  • এ এন জেড মাল্টিন্যাশনাল এল আর নম্বর- ১৭৬৪
  • নেক্সট ওভারসিজ লিমিটেড এল আর নম্বর- ১৬৯৬
  • আলহেরা ওভারসিজ এল আর নম্বর- ১৫৬৮
  • জনতার ট্রাভেলস লিমিটেড এল আর নম্বর- ১৮৪
  • এম এস এশা ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ১৫৯৭
  • মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড এল আর নম্বর- ১৬৭৫
  • মনসুর আলী ওভারসিজ এন্ড ট্রাভেলস এল আর নম্বর- ০৯৯১
  • এ জি এ ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ০৫৩০
  • অরবিটাল ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ১৪৫৭
  • হাইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ০২৪০
  • থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড এল আর নম্বর- ১৭৭৯
  • ত্রিবেনী ইন্টারন্যাশনাল এল আর নম্বর- ০০২২
  • এস এস শান ওভারসিজ এল আর নম্বর- ০৭৫৯

এখানে যেসব রিক্রুটিং এজেন্সির নাম গুলো দেয়া হয়েছে সেগুলো বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে। বিস্তারিত জেনে বুঝে এসব রিক্রুটিং এজেন্সি ও ভিসা প্রসেসিং এজেন্টের সাথে যোগাযোগ ও আর্থিক লেনদেন করবেন। 

যেসব রিক্রুটিং এজেন্সি ও ভিসা প্রসেসিং এজেন্টদের বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোই যে শুধুমাত্র ভিসা প্রসেসিং এবং কর্মী পাঠানোর কাজ করছে তা নয় যেগুলো বিস্তারিত দেয়া হয়নি তারাও কর্মী পাঠানো এবং ভিসা প্রসেসিংয়ের কাজ করছে। এখানে শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে কিছু কিছু প্রতিষ্ঠানের নাম ও বিস্তারিত ঠিকানা উল্লেখ করা হয়েছে।

শেষ কথাঃ

ভিসা প্রসেসিং করার সময় সঠিক এজেন্ট নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সঠিক নির্বাচন না করতে পারেন তাহলে ভিসার পেতে দেরি হতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে তাই সঠিক ভিসা প্রসেসিং এজেন্ট নির্বাচন করে তাদের সঙ্গে যোগাযোগ করুন। 

অন্যদিকে কাজের ভিসা নিয়ে মালয়েশিয়া গমন ইচ্ছুক ভাইয়েরা অবশ্যই সঠিক এজেন্সি এর সঙ্গে যোগাযোগ করে আর্থিক লেনদেন করবেন বর্তমানে বেশ কিছু এজেন্সি রয়েছে তারা বিদেশে লোক পাঠানোর নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url