কাতার ভিসার ধরন ও কাতার ফ্যামিলি রেসিডেন্স ভিসা
মধ্যপ্রাচ্যের একটি উন্নত দেশ হচ্ছে কাতার। ইসলামী আদর্শ ও সংস্কৃতির আদলে গড়ে ওঠা এই দেশটিতে প্রচুর বিদেশী কর্মী বসবাস করছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের উদ্দেশ্যে হাজার হাজার লোক উন্নত জীবন ধারণের আশায় কাতারে পাড়ি জমাচ্ছে। কাতার সরকার বিদেশি নাগরিকদের সেই দেশে প্রবেশের জন্য বেশ কয়েক ধরনের ভিসা দিয়ে থাকে। আজকের আলোচনায় কাতার ভিসার ধরন ও কাতার ফ্যামিলি রেসিডেন্স ভিসা সম্পর্কে আলোচনা করব।
এর পাশাপাশি আপনারা আরও জানতে পারবেন কাতার ওয়ার্ক ভিসা ও কাতার বিজনেস ভিসা সম্পর্কে। কাতার ভিসা নিয়ে আলোচনা করার পূর্বে কাতার ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করা প্রয়োজন।
সাধারণভাবে ওয়ার্ক পারমিট বলতে বুঝায় কাজের অনুমতি পত্র। বিদেশি কোন নাগরিকরা অন্য দেশে কাজ করার বৈধ অনুমতি নেয়ার জন্য কাজের অনুমতি নিতে হয় আর এই ধরনের অনুমতি পত্রকে বলা হয় ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট ব্যতীত বিদেশি কোন নাগরিক অন্য কোন দেশে গিয়ে কাজ করার সুযোগ পাবে না।
কাতার ওয়ার্ক পারমিট।
কাতারে কাজ করার জন্য শুরুতে আপনাকে সেই দেশ থেকে একটি ওয়ার্ক পারমিট পেতে হবে। কাতারের নিয়োগকর্তা আপনার হয়ে কাতার কর্তৃপক্ষের নিকট ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করবেন। কাতারে আপনাকে যে নিয়োগকর্তা নিয়োগ করবেন তিনি প্রথমে অস্থায়ী ভিসার অনুমোদন নেবেন।
তারপর আপনি যখন কাতারে প্রবেশ করবেন তখন স্থায়ী বসবাসের রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য আবেদন করবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সর্বোচ্চ ৪ সপ্তাহ সময় লাগতে পারে। কাতার ওয়ার্ক পারমিট এর আবেদনের জন্য একজন বিদেশী নাগরিকের সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে। রেসিডেন্ট ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি কাতারে বসবাস করার বৈধ অনুমতি পাবেন।
কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রেসিডেন্ট ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়। আপনাকে যে নিয়োগ করবেন প্রতিবছর এটি তিনি রিনিউ করে দেবেন। কাতার ওয়ার্ক রেসিডেন্ট পারমিটে কাতারের বসবাসের বিভিন্ন তথ্য দেয়া থাকবে। যেমন- আপনার নাম, জাতীয়তা, পাসপোর্ট নাম্বার, ব্যক্তিগত তথ্যাবলী, ওয়ার্ক পারমিটের মেয়াদ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, পেশা, আপনার নিয়োগ কারী নাম বা কোম্পানির নাম, ভিসা নাম্বার, ভিসার ধরন।
কাতার ওয়ার্ক পারমিট পেতে যেসব কাগজপত্রের প্রয়োজন হয়।
কাতারে একজন বিদেশী কর্মী কাজ করার পূর্বে তাকে অবশ্যই একটি ওয়ার্ক পারমিট পেতে হবে এর পাশাপাশি একজন কর্মীকে রেসিডেন্স পারমিটও পেতে হবে। কাতার ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্স পারমিট পাওয়ার জন্য যেসব কাগজপত্রের প্রয়োজন হয় সেগুলোর নিচে তুলে ধরা হলো। যেমন-
- কর্মীর এক কপি পাসপোর্ট।
- সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। (প্রযোজ্য ক্ষেত্রে)
- কন্টাক্ট ফর্ম।
- মেডিকেল সার্টিফিকেট।
- নিয়োগ কর্তার ইমিগ্রেশন কার্ড।
- ফিঙ্গারপ্রিন্ট।
- একটি এপ্লিকেশন ফর্ম।
- কোম্পানির বাণিজ্যিক রেজিস্ট্রেশনের সার্টিফিকেট।
- বিজনেস ইমিগ্রেশন কার্ড।
কাতার ওয়ার্ক পারমিট ভিসার ধরন।
বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ নাগরিকদের কাতার সরকার সেই দেশের কাজ করার ওয়ার্ক পারমিট বা ভিসা দিয়ে থাকে। বর্তমানে কাতার সরকার বিদেশি নাগরিকদের সেদেশে কাজ করার জন্য যে ভিসা গুলো দিচ্ছে সেগুলো হল।
- জি সি সি রেসিডেন্ট ভিসা,
- টুরিস্ট ভিসা,
- কাতার ওয়ার্ক ভিসা,
- কাতার বিজনেস ভিসা,
- ফ্যামিলি রেসিডেন্স ভিসা,
- এক্সিট ভিসা,
এখন আমি আপনাদের সামনে কাতার ফ্যামিলি রেসিডেন্ট ভিসা, কাতার ওয়ার্ড ভিসা ও কাতার বিজনেস ভিসা নিয়ে আলোচনা করব।
কাতার ফ্যামিলি রেসিডেন্স ভিসা।
কাতার সরকারের ভিসা পলিসি অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কাতার ফ্যামিলি রেসিডেন্স ভিসা এই ভিসাই কাতারে স্থায়ীভাবে বসবাসকারী একজন বিদেশী কর্মী চাইলেই তার পরিবারের অন্যান্য সদস্যদের কাতারে প্রবেশের জন্য স্পন্সরের সুযোগ পেয়ে থাকেন। এটি একটি কাতার সরকারের যুগান্তকারী পদক্ষেপ।
তবে সব শ্রেণীর বিদেশী কর্মী কাতার ফ্যামিলি রেসিডেন্স ভিসার জন্য আবেদনের যোগ্য নয়। সাধারণত যে সকল কর্মীর মাসিক বেতন ১০ হাজার কাতারী রিয়াল তাড়াই কেবল পরিবারের অন্যান্য সদস্যদের জন্য এই ভিসার আবেদনের যোগ্য। কাতারে স্থায়ীভাবে বসবাসকারী একজন বিদেশী কর্মী যদি চান তার পরিবারের অন্যান্য সদস্যদের কাতারে নিয়ে গিয়ে একই সঙ্গে বসবাসের সুযোগ পাবেন।
আরো পড়ুনঃসৌদি আরব ই ভিসা ও ভিসা প্রসেসিং ফি ২০২৪
প্রত্যেক পরিবারের সদস্যের জন্য আলাদা আলাদা ভাবে অনলি রেসিডেন্স ভিসা আবেদন করতে হবে। ফ্যামিলি রেসিডেন্স ভিসা ১ থেকে ৫ বছরের জন্য ক্রয় করা যায়। এই ভিসার মূল্য ২০০ QRA.
কাতার ফ্যামিলি ভিসার আবেদন করতে কি কি লাগবে?
কাতার ফ্যামিলি হিসাবে আবেদন করতে হলে বেশ কিছু শর্তাবলী রয়েছে যেগুলো পালন করতে হবে। এছাড়া কাতার ফ্যামিলি ভিসার আবেদনের জন্য কিছু অত্যাবশ্যকীয় ডকুমেন্ট প্রয়োজন হয়। আবেদন করতে যা যা লাগবে তা নিচে উল্লেখ করা হলো-
- কাতার ফ্যামিলি ভিসার আবেদন করার জন্য সর্বপ্রথম যে ডকুমেন্ট প্রয়োজন হবে তা হল আবেদনকারীর (স্পনসর) রেসিডেন্স পারমিট।
- প্রফেশনাল সার্টিফিকেট টেকনিক্যাল অর স্পেশালাইজড। এখানে উল্লেখ্য যে ড্রাইভার, ডেলিভারি বয়, ক্লিনার ইত্যাদি শ্রমিক শ্রেণী ফ্যামিলি ভিসার জন্য আবেদন করার যোগ্য নয়।
- স্যালারি সার্টিফিকেট প্রাইভেট সেক্টরের কর্মরত কর্মী ক্ষেত্রে বেতন অবশ্যই ১০০০ হাজার কুয়েতি রিয়াল বেতন হতে হবে।
- আবেদনকারীর কাতারের কর্মরত প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটা ও স্যালারির সার্টিফিকেটের সত্যায়িত কপি।
- যাদের জন্য আবেদন করা হবে তাদের সবার পাসপোর্ট এর ফটোকপি।
- স্ত্রী হলে ম্যারেজ সার্টিফিকেট আর সন্তানদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সার্টিফিকেট।
- পরিবারের কোনো সদস্যের বয়স যদি ১৮ বছরের উপরে হয় তাহলে নিজ নিজ ইউনিয়ন, উপজেলা, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে চারিত্রিক সনদপত্র নিতে হবে।
অন্যান্য তথ্য
- ভিসার আবেদন ফরমটি আরবিতে টাইপ করতে হবে এবং পাসপোর্ট দেয়ার তো সকল তথ্য সম্পূর্ণভাবে পূরণ করতে হবে
- আবেদন ফর ও সাথে দেওয়া প্রতিটি কাগজ অবশ্যই স্পষ্ট ও পরিষ্কার হতে হবে।
- যাদের জন্য আবেদন করা হবে তাদের সকলকে বাংলাদেশে অবস্থিত ঢাকা বা সিলেটের কাতার ভিসা সেন্টারে মেডিকেল পরীক্ষায় দিয়ে পাস করতে হবে।
- আপনার দেওয়া তথ্য গুলি কাতার ভিসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করার পর ভিসার অ্যাপ্রভালের অনুমোদন প্রদান করব।
- আবেদনকারী চাইলে মাতরাশ-২ অথবা হুকুমী মোবাইল অ্যাপস এর মাধ্যমেও আবেদন করতে পারবেন
কাতার ফ্যামিলি ভিসা প্রসেস।
কাতার ফ্যামিলি ভিসার আবেদন করার পূর্বে নিয়োগকর্তার সাথে এই বিষয়ে পরামর্শ করে নিতে হবে তারা প্রসেসিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়া করবে কিনা। তারা এই কাজে বাধ্য নয় তবে কিছু কিছু কোম্পানি রয়েছে তারা এই প্রক্রিয়া নিজেদের অর্থায়নে এবং তত্ত্বাবধানে সম্পন্ন করে। কাতার ফ্যামিলি রেসিডেন্ট ভিসার পাওয়ার জন্য প্রথমে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে।
আরো পড়ুনঃপাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি
আপনি সরাসরি কাতার ফ্যামিলি রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আপনার পরিবারের নিকটাত্মীয় বা পরিবারের অন্য কোন সদস্য যদি কাতারে থেকে থাকেন তাহলে তিনি আপনার জন্য ভিসার স্পন্সর হয়ে কাতার রেসিডেন্স ভিসার জন্য আবেদন করবেন। আপনার কাতার রেসিডেন্স ভিসার অনুমোদন হয়ে গেলে অন্যান্য প্রয়োজনীয় কার্যাবলীর সম্পাদনের পর আপনি কাতার পৌঁছাবেন।
কাতার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর আপনার পরিবারের সদস্যরা কাতারে প্রবেশ করবে এরপর আপনার মেডিকেল টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট নেয়া হবে।
কাতার ওয়ার্ক ভিসা।
কাতার ওয়ার্ক ভিসা হলো মিনিস্ট্রি অফ লেবার থেকে ইস্যু করা এমন এক ধরনের ভিসা বা কাজের অনুমতি পত্র যা বিদেশি নাগরিকদের সেদেশের কাজের অনুমতি দিয়ে থাকে। কাতার ওয়ার্ক ভিসা নিয়ে একজন বিদেশি শ্রমিক সেই দেশে বসবাস ও কাজ করার বৈধ অনুমতি পায়।
আরো পড়ুনঃকানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
বিদেশী কোন শ্রমিক সরাসরি আবেদন করার কোন সুযোগ নেই কাতারে বসবাসকারী সেই দেশের নাগরিক অথবা কাতারে ব্যবসা পরিচালনা করছেন এমন কোন প্রতিষ্ঠান তাদের বা তাদের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের জন্য ভিসার জন্য আবেদন করবেন। কাতারে একটি ওয়ার্ক রেসিডেন্ট ভিসা পেতে আপনাকে অবশ্যই মেডিকেল টেস্ট এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই ভিসার মূল্য ২০০ QAR.
কাতার ওয়ার্ক ভিসার আবেদন করতে যা যা লাগে।
কাতার ওয়ার্ক ভিসা নিয়ে আপনি যদি সেই দেশে যেতে চান তাহলে ভিসার জন্য আবেদন করতে হবে আর ভিসার আবেদন করার জন্য আপনার বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। যেমন-
- একটি বৈধ পাসপোর্ট পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্ট এর কমপক্ষে দুটি সাদা পাতা থাকতে হবে।
- সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- কাজের চুক্তিপত্র।
- ভ্যাকসিনেশন সার্টিফিকেট কোভিড-১৯।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে
- আবেদনকারীর স্বাক্ষরকৃত ভিসারআবেদন ফরম
- BMET এর স্মার্ট কার্ড।
- BMET এর প্রশিক্ষণ সার্টিফিকেট।
- হেলথ সার্টিফিকেট।
কাতার বিজনেস ভিসা।
কাতার বিজনেস ভিসা হলো একটি অল্প সময়ে কাতারে অবস্থান করার অনুমতি পত্র বা ভিসা। সরকার অনুমোদিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মালিকগণ এই ভিসার জন্য স্পন্সর করার যোগ্য। কাতারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বিশ্বের অন্যান্য দেশের নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করে থাকে ব্যবসা করার উদ্দেশ্যে অনেক সময় কাতার ভ্রমণের প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে কাতার সরকার কাতার বিজনেস ভিসা চালু করেছে।
বিজনেস ভিসার মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন তবে এটি ১ মাস পর্যন্ত বৃদ্ধির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেও যদি আপনার ব্যবসায়িক কাজ সম্পন্ন না করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই একটি কাজের ভিসার জন্য আবেদন করতে হবে। ১ টি বিজনেস ভিসার মূল্য ২০০ QRA.
কাতার বিজনেস ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস।
- একটি বৈধ পাসপোর্ট পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্ট এর কমপক্ষে দুটি সাদা পাতা থাকতে হবে।
- সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- কাতারের একজন ব্যবসায়ী নিকট থেকে আমন্ত্রণপত্র।
- ফিরতি বিমান টিকেট।
- ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের।
- হোটেল ভাড়ার প্রয়োজনীয় তথ্য।
- ভ্যাকসিনেশন সার্টিফিকেট।
- ট্রেড লাইসেন্স।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের মাঝে কাতারের ফ্যামিলি রেসিডেন্স ভিসা কাতার কাজের ভিসা ও বিজনেস ভিসা সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি এই পোষ্টটি আপনাদের ভালো লেগেছে। বাংলাদেশ থেকে যে সকল দক্ষ অধ্যক্ষ কর্মী কাতারে যেতে চান তারা অবশ্যই আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। কেননা আমাদের দেশে অনেক দালাল চক্র রয়েছে তারা আপনাকে যেকোনো সময় কাতারে নেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিতে পারে।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url