অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করুন
অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করে নিন। ভিসা প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনার হাতে থাকা ভিসাটি যাচাই করা খুবই প্রয়োজন। কিভাবে পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করবেন এটি নিয়ে চিন্তিত তাহলে আর দেরি না করে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং আপনার হাতে থাকা স্মার্টফোন নিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভিসা সঠিক কিনা যাচাই করে নিন।
অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করে নিশ্চিন্তে কাতার ভ্রমণ করুন। পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করে ভিসার সঠিকতা যাচাই করতে পারলে ভিসা সংক্রান্ত জটিলতায় আপনাকে পড়তে হবে না।
আপনার হাতে একটি কাতারের ভিসা রয়েছে বা ভিসার জন্য আবেদন করেছেন ভিসার বর্তমান কোন অবস্থায় রয়েছে বা যে ভিসাটি হাতে পেয়েছেন সেটি সঠিক কিনা তা যাচাই করা প্রয়োজন। ভিসা হাতে পাওয়ার পর আপনার যে কাজটি হবে তা হল ভিসাটি সঠিক কিনা তা যাচাই করে নেওয়া।
অনেক সময় এজেন্সি গুলো সঠিক ভিসা না দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে। কাতারে গিয়ে যাতে আপনি ভোগান্তির শিকার না হোন এজন্য আপনাকে দেওয়া ভিসা সঠিক কিনা তা যাচাই করুন।
কাতারের ভিসা কিভাবে যাচাই করবেন এটি নতুনদের মনে প্রশ্ন থাকে যদি আপনার মনে এই ধরনের কোন প্রশ্ন থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং দেখানো নির্দেশিকা গুলো সঠিকভাবে পালন করে সহজেই কাতারের ভিসা চেক করে নিন। তাহলে চলুন পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক।
কাতারের ভিসা চেক করার জন্য শুরুতেই আপনার পাসপোর্টটি হাতে নিন। এরপর আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে গুগলে সার্চ করুন portal.moi.gov.qa/wps/portal/MOIInternet এই ঠিকানায় অথবা এখানে ক্লিক করুন।
Inquiries-Visa Services-Visa Inquiries and Printing এই অপশন গুলোতে ক্লিক করে পাসপোর্ট নম্বর, জাতীয়তা, ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
সঙ্গে সঙ্গে আপনার ভিসার বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক। (বিকল্প পদ্ধতি)
উপরে উল্লেখিত পদ্ধতি যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে নিচের স্টেপ অনুসরণ করে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করে নিন। তবে এই জন্য ধৈর্য সহকারে নিচের স্টেপগুলো পূরণ করতে হবে। এবার চলুন পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার স্টেপসমূহ জেনে আসি।
স্টেপ-১
portal.moi.gov.qa/wps/portal/MOIInternet এই ঠিকানায় অথবা এখানে ক্লিক করুন।
এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে এই পেজের Inquiries অপশনে ক্লিক করুন।
স্টেপ-২
Inquiries অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজের Visa Services ক্লিক করুন।
স্টেপ-৩
এবার আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে এই পেজের Visa Inquiries and Printing এই অপশনে ক্লিক করুন।
স্টেপ-৪
এখন যে পেজটি ওপেন হবে এখানে আপনার পাসপোর্ট নম্বর, জাতীয়তা, ক্যাপচা কোড পূরণ করে Submit বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার ভিসার সঠিকতা যাচাই হয়ে যাবে।
উপরের দেখানো স্টেপ গুলো যথাযথ অনুসরণ করে আপনি সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে পারবেন। আপনি যদি মনে করেন ভিসা নাম্বার দিয়ে আপনার ভিসাটি চেক করে নিবেন সেটিও পারবেন উপরের চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ভিসা নাম্বারের একটি ফাঁকা ঘর রয়েছে এই ভিসা নাম্বারটি দিয়ে আপনি ভিসা চেক করে নিন। কাতার ভিসার একটি নমুনা কপি নিচে দেয়া হল।
ভিসা চেক করার ক্ষেত্রে কিছু সতর্কতা।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার সময় যথেষ্ট সময় নিয়ে চেক করুন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সঠিক লিংক লিখে প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করুন
- আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ আছে কিনা চেক করুন।
- পাসপোর্ট নাম্বার এর শুরুতেই ইংরেজি বড় হাতের অক্ষরগুলো দিতে ভুলবেন না।
- জাতীয়তা সঠিকভাবে নিশ্চিত করুন।
- ক্যাপচা কোড সতর্কতার সাথে পূরণ করুন।
অনলাইনে ভিসা চেক করার প্রয়োজনীয়তা।
অনলাইনে ভিসা চেক করার প্রয়োজনীয়তা রয়েছে অনেক। অনলাইনে ভিসা চেক করার মধ্য দিয়ে আপনি ভিসার সঠিকতা যাচাই করে নিতে পারছেন এতে বিদেশে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা থাকে না। ভিসা চেক করার মধ্য দিয়ে আপনি কোন কাজে যাচ্ছেন, কোম্পানির নাম, ভিসার মেয়াদ গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারছেন।
আরো পড়ুনঃ সৌদি আরব ই ভিসা ও ভিসা প্রসেসিং ফি ২০২৪
এছাড়া মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ রয়েছে এই দেশগুলোর ভিসা সাধারণত আরবি ভাষায় লেখা থাকে যা আমাদের দেশের বাংলা ভাষাভাষী মানুষ সহজে বুঝতে পারে না তাই ইন্টারনেটের মাধ্যমে আরবি ভাষা ইংরেজি ভাষায় পরিবর্তন করে ভিসা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় যা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিসা চেক করার প্রয়োজনীয়তা অনুধাবন করতে পেরেছেন।
লেখকের মন্তব্যঃ
একটা সময় ভিসা চেক করার জন্য বিভিন্ন এজেন্সির উপর নির্ভর করতে হতো কিন্তু বর্তমানে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসার সঠিকতা যাচাই করতে পারছেন এটি প্রযুক্তির একটি যুগান্তকারী সাফল্য। কাতার ভ্রমণের পূর্বে পাসপোর্ট নম্বর ও ভিসা নম্বর দিয়ে অবশ্যই কাতারের ভিসা চেক করে তারপর ভ্রমণ করুন। এতে করে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ার আশঙ্কা থাকবে না। বিদেশে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url