সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন [ সেরা ১০ টি কনস্ট্রাকশন কোম্পানি ]
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে যেতে আগ্রহী বা ইতিমধ্যে আপনি সৌদি আরবের কোন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছেন ভবিষ্যতে সৌদি আরবের ভালো কোন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অতি গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই আর্টিকেলে আমি সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন কত তা আপনাদের জানাবো।
আশা করি সমগ্র পোস্টটি আপনি ধৈর্য সহকারে পড়বেন তাহলে সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি আরো জানতে পারবেন সৌদি আরবের সেরা ১০ টি কনস্ট্রাকশন কোম্পানির নাম এবং এইসব কোম্পানির সুযোগ সুবিধা গুলো কি কি।
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন কত এটি জানার পূর্বে শুরুতেই আপনাকে জানতে হবে সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানিগুলো নাম কি কি। তাহলে চলুন শুরুতেই এটি জেনে আসি তারপর আমরা পর্যায়ক্রমে সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন কত এবং এসব কোম্পানির কাজের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সৌদি আরবের সেরা ১০টি কনস্ট্রাকশন কোম্পানির নাম জেনে নিন।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ একটি রাষ্ট্র সৌদি আরব। দেশটির বেশিরভাগ অংশ মরুভূমি। দেশটিতে বিদেশী শ্রমিকদের ব্যাপক আধিক্য দেখা যায়। এক পরিসংখ্যানে দেখা যায় সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীর সংখ্যা প্রায় আট থেকে ১২ লক্ষ।
উন্নত কাজের পরিবেশ এর জন্য স্বল্পশিক্ষিত ও স্বল্প দক্ষ শ্রমিকদের মধ্যে সৌদি আরব যাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এর অন্যতম প্রধান কারণ হলো সেই দেশের বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোর কর্মরত কর্মীদের যে সুবিধা গুলো দিয়ে থাকে এটি প্রধান আকর্ষণ।
সৌদি আরবের বেশ কয়েকটি কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে এর মধ্যে সেরা দশটি কনস্ট্রাকশন কোম্পানির নাম আজ আপনাদের জানাবো। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করি।
সৌদি বিন লাদিন গ্রুপ।(SBG)
সৌদি কনস্ট্রাকশন কোম্পানির সেরা ১০ টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে রয়েছে সৌদি বিন লাদিন গ্রুপ। এর হেড অফিস জেদ্দায় অবস্থিত। সৌদি বিন লাদেন গ্রুপ ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সৌদি বিন লাদেন গ্রুপের প্রতিষ্ঠাতা হচ্ছেন ওসামা বিন লাদেনের পিতা শেখ মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন সাঈদ।
সৌদি আরবের যত বড় বড় কনস্ট্রাকশনের কাজ হয়েছে এর বেশির ভাগই সম্পন্ন হয়েছে বিন লাদেন কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে। শুধু সৌদি আরব নয় সমগ্র মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে এই কোম্পানি কাজ করছে।
বর্তমানে এটি একটি ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানিতে পরিণত হয়েছে। সৌদি রয়েল টার্মিনাল, জেদ্দা কিং আব্দুল্লাহ আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিং আব্দুল্লাহ ইকোনমিক্স সিটি, আব্দুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট রিয়াদ, এই ধরনের বড় বড় প্রজেক্ট এই গ্রুপের মাধ্যমে তৈরি করা।
সৌদি আরবের বাহিরে এই কোম্পানি বেশ কিছু প্রজেক্ট কাজ করছে সেনেগাল, সারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইউনিভার্সিটি অফ সারজা, কয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালয়েশিয়া। বাংলাদেশের অনেক প্রবাসী শ্রমিক ভাই সৌদি বিন লাদেন গ্রুপের কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছে। সৌদি বিন লাদেন কনস্ট্রাকশন কোম্পানিতে প্রায় ১ লক্ষ শ্রমিক কাজ করছেন।
আল- রাশিদ ট্রেডিং এন্ড কনস্ট্রাক্টিং কোম্পানি। (RTCC)
বিন লাদেন গ্রুপের পরেই সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির গুলোর মধ্যে যেটি দ্বিতীয় সারিতে রয়েছে সেটি হল আল- রাশিদ ট্রেডিং এন্ড কনস্ট্রাক্টিং কোম্পানি। এ কোম্পানির হেড অফিস রিয়াদে অবস্থিত। আল- রাশিদ ট্রেডিং এন্ড কনস্ট্রাক্টিং কোম্পানি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে এই কোম্পানিতে প্রায় ৬০০০০ কর্মী নিয়োজিত রয়েছে। তেল ও গ্যাস সরবরাহ প্রকল্প নির্মাণ, পানি প্রাণিস সরবরাহ প্রকল্প নির্মাণ, রেলওয়ে ও সড়ক পথ প্রকল্প নির্মাণ, সরকারি বেসরকারি আবাসন প্রকল্প নির্মাণ, এই কোম্পানির অন্যতম কাজ।
উপমহাদেশের দেশগুলো থেকে প্রতিবছর এই কোম্পানিতে কর্মী নিয়োগ করা হয়। আমাদের দেশের অনেক শ্রমিক ভাইয়েরা এই কোম্পানিতে নিয়োজিত রয়েছেন।
আল মাবানি।
সৌদি আরবে কনস্ট্রাকশন কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় নাম্বারে যে কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে এটি একটি সাধারণ কনস্ট্রাকশন কোম্পানি হিসেবে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় সৌদি আরবের আল মাবানী কোম্পানি। এই কোম্পানির হেড অফিস সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
সৌদি সরকারের বড় বড় সরকারি প্রজেক্টগুলো এই কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে। ১৯৭২ সালে এই কোম্পানির যাত্রা শুরু হলেও ১৯৮০ সাল থেকে ১৯৯০ সাল ছিল এই কোম্পানির জন্য একটি মাইলফলক। বর্তমানে এই কোম্পানিটি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ইয়েমেন ওমান দেশগুলোতেও তাদের কার্যক্রম পরিচালনা করছে।
২০০১ থেকে ২০০৩ সালের এই কোম্পানিটি সবচেয়ে বড় প্রজেক্ট এর কাজ সম্পন্ন করে সেটি হচ্ছে সৌদি মিলিটারি সিটি নির্মাণ। এর পাশাপাশি রিয়াদের মেট্রো লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রতিষ্ঠানে প্রায় ১০০০০ স্থায়ী কর্মী রয়েছে যাদের নিরলস প্রচেষ্টায় কোম্পানিটি আজ সফলতা অর্জন করতে পেরেছে।
নিসমা এন্ড পার্টনার।
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির অন্যতম একটি নাম হচ্ছে নিসমা এন্ড পার্টনার। ১৯৮১ সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় এই কোম্পানির হেড অফিস রিয়াদে অবস্থিত। বর্তমানে এই কোম্পানিতে প্রায় ৪৮ টি দেশের ৪০০০০ কর্মী বিভিন্ন সেক্টরে নিয়োজিত রয়েছে।
বর্তমানে এই কোম্পানিটি তিনটি সেক্টরকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। যেমন- এনার্জি সেক্টর, অবকাঠামো নির্মাণ এবং ভবন নির্মাণ।
আল কাফিয়া কনস্ট্রাকটিং কোম্পানি।
১৯৭০ সালে শেখ হাসান আল আফআলি আল কাফিয়া কনস্ট্রাকশন কোম্পানি গড়ে তোলেন। এই কোম্পানির হেড অফিস সৌদি আরবের অন্যতম শহর দাম্মাম এ অবস্থিত। এই কোম্পানি শুধুমাত্র বিল্ডিং কোনস্ট্রাকশন এর কাজে মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি অন্যান্য শাখা অবদান রাখছে।
আল কাফিয়া কনস্ট্রাকশন কোম্পানির প্রধান কাজ হল রেডমি রেডিমিক্স এবং কংক্রিট এর ব্লক তৈরি করা এই কোম্পানি সৌদি আরবের বিভিন্ন বড় বড় শহরে রেডি মিক্স ও কংক্রিটের ব্লক সরবরাহ করে। সৌদি আরবের প্রায় ২৭ টি প্রধান প্রধান শহরে এর কার্যক্রম রয়েছে বিশেষ করে দাম্মাম, জাবালি, রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনা এই শহরগুলোতে।
বর্তমানে এই কোম্পানিতে প্রায় ৪০০০০ হাজার কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। বাংলাদেশের অনেক শ্রমিক ভাই এ কোম্পানিতে কর্মরত রয়েছে।
কনস্ট্রাকশন এন্ড প্ল্যানিং কোম্পানি। (A&P)
সৌদি আরবে কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন এন্ড প্ল্যানিং কোম্পানির যাত্রা খুব বেশি দিনের না হলেও অল্প দিনের মধ্যে এই কোম্পানিটি দক্ষতার পরিচয় দিয়ে নিজেদের একটি সম্মানজনক অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। ২০০৪ সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কোম্পানিতে প্রায় ২০০০ দেশি বিদেশি শ্রমিক নিয়োজিত রয়েছে।
কনস্ট্রাকশন এন্ড প্ল্যানিং কোম্পানি হেড অফিস রিয়াদে অবস্থিত। মক্কা,মদিনা, জেদ্দা, দাম্মাম সহ অন্যান্য বড় বড় শহরে এই কোম্পানির প্রজেক্ট রয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন বড় বড় প্রজেক্ট এই কোম্পানি বাস্তবায়ন করে আসছে। বাণিজ্যিক সেন্টার, কমার্শিয়াল কমপ্লেক্স, হাসপাতাল, কমিউনিটি সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে নিজেদের সক্ষমতা জানান দিতে সক্ষম হয়েছে।
আপনি যদি এই কোম্পানির কাজের অফার পান নিঃসন্দেহে অফার গ্রহণ করতে পারেন। এটি আপনার জন্য খুব মঙ্গলজনক হবে।
আল- আওনি ইনভেসমেন্ট এন্ড কনস্ট্রাক্টিং।
১৯৭২ সালের সাধারণ ঠিকাদার হিসেবে আল -আওনি কোম্পানি যাত্রা শুরু হয় হামিদ আব্দুল্লাহ আল আওনীর হাত ধরে। কঠোর পরিশ্রমের ফল স্বরূপ ১৯৭৬ সালে আল-ওয়ানি ইনভেসমেন্ট এন্ড কনস্ট্রাকটিং গ্রুপ সৌদি আরবের রাস্তা নির্মাণের কোম্পানি হিসেবে যোগাযোগ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিকট অতি আস্থাভাজন কোম্পানিতে পরিণত হয়।
বর্তমানে এই প্রতিষ্ঠান বড় বড় রাস্তা নির্মাণ ও সাধারণ অন্যান্য নির্মাণ কাজ করে যাচ্ছে এবং এগুলো রক্ষণাবেক্ষণের কাজ করে আসছে সুনামের দক্ষতার সাথে। আল- আওনি ইনভেসমেন্ট এন্ড কনস্ট্রাক্টিং কোম্পানির ব্যবসা-বাণিজ্যের পরিধি কয়েকগুণ বেড়ে গিয়েছে এবং তাদের কার্যক্ষেত্র কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
যেমন- রাস্তা ও ফ্রিজ, রেলওয়ে, বিল্ডিং, এডুকেশনাল, ইনফরমেশন, টেকনোলজি, ওয়াটার এন্ড পাওয়ার, গ্যাস, রিয়েল স্টেট ইত্যাদি কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে। ২০০৬ সালে এই কোম্পানির প্রথম শ্রেণীর ঠিকাদার হিসাবে স্বীকৃতি পায়।
কনস্ট্রাকটিং এন্ড কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ। (CCE)
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানি গুলোর মধ্যে একটি উন্নতম কোম্পানি হচ্ছে কনস্ট্রাক্টিং এন্ড কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ। বর্তমানে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে সরকারি বেসরকারি বিভিন্ন প্রজেক্ট কাজ করে যাচ্ছে। ১৯৯২ সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় শুরুর দিকে একটি সাধারণ ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৯৫ সালের প্রথম শ্রেণীর কোম্পানিতে পরিণত হয়।
বর্তমানে অত্যন্ত দক্ষতার সাথে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এই কোম্পানি কাজ করছে। এর এই প্রতিষ্ঠানের কাজ দীর্ঘ ইতিহাস রয়েছে বাণিজ্যিক এলাকা, আধুনিক হোটেল, অফিস টাওয়ার, ডাটা এন্ট্রি সেন্টার ইত্যাদি নির্মাণ এর সাথে জড়িত আছে।
কাব্বানী কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি।
কাব্বানী কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি সৌদি আরবের অন্যতম প্রধান একটি কনস্ট্রাকশন কোম্পানি। এই কোম্পানির মূলত লেবাননের তাদের কার্যক্রম পরিচালনা করে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করছে।
এই কোম্পানি বিভিন্ন দেশে কোনস্ট্রাকশনের কাজ করলেও প্রধানত কুয়েতে কাজ বেশি করে থাকে। কনস্ট্রাকশন কোম্পানির জগতে কাব্বানী কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানির রয়েছে দীর্ঘ কাজের অভিজ্ঞতা।
উম্মে আল-কোরা ফর ডেভেলপমেন্ট এন্ড কনস্ট্রাকশন।
সৌদি আরবের সেরা ১০ টি কনস্ট্রাকশন কোম্পানির নাম নিয়ে আলোচনার সর্বশেষ যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হল উম্মে আল-কোরা ফর ডেভেলপমেন্ট এন্ড কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন কোম্পানিটি মূলত মক্কা শহরে কাজ করে সৌদি আরবের অন্যান্য শহরে তাদের কার্যক্রম বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এই কোম্পানিটি হেড অফিস মক্কায় অবস্থিত। ১৯৮৫ সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় মক্কা নগরীর বড় বড় মসজিদ হিস্টোরিক্যাল প্লেস আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজের অংশীদার হতে পেরে এই প্রতিষ্ঠানটি গর্বিত। এই প্রতিষ্ঠানটি ভালো মানের বেতন দিয়ে থাকে এই প্রতিষ্ঠানের সর্বনিম্ন বেতন ১০০০ সৌদি রিয়াল কাজের অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে এই কোম্পানি প্রতি বছর বেতন বৃদ্ধি করে।
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন।
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে যাওয়া আগ্রহী ব্যক্তিদের জন্য এখন যে বিষয়টি জানাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানতে চান বা বিভিন্নভাবে বিভিন্ন উৎসে খোঁজ করেন যে সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন কত। তাদের জন্য আলোচনার এই অংশে আমি সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন সম্পর্কে একটি ধারণা দেয়ার চেষ্টা করব।
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির বেতন গুলো খুবই আকর্ষণীয়। কনস্ট্রাকশন কোম্পানিগুলো বিভিন্ন সেক্টরে দক্ষ অদক্ষ কর্মী নিয়োগ করে থাকে। এসব কোম্পানিগুলো একদম সাধারণ শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে দক্ষ অদক্ষ জনশক্তি নিয়োগ করে। সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানিগুলো সেক্টর ভিত্তিক মাসিক বেসিক বেতন কত দিয়ে থাকে এটি জানাবো।
- সাধারণ শ্রমিক=১০০০-১১০০রিয়াল
- টেকনিশিয়ান=১২০০-১৪০০রিয়াল
- ফোরম্যান=১৮০০-২০০০রিয়াল
এছাড়া সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানিতে যে সকল অতি দক্ষ শ্রমিক নিয়োগ দেয়া হয় যেমন আইটি ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার এদের বেতন আরো বেশি হয়ে থাকে।
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানিগুলোর সুযোগ সুবিধা।
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানিগুলো দেশী বিদেশী শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ-সুবিধা এখন আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করব আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন।
- থাকা খাওয়ার সুবিধা
- চিকিৎসার ব্যবস্থা
- নির্দিষ্ট কর্ম ঘন্টা
- ওভারটাইম
- বেতনের নিশ্চয়তা
- আকামার মেয়াদ বৃদ্ধি করা দেওয়া
- দেশে আসা-যাওয়ার খরচ বহন
- উন্নত কাজের পরিবেশ
- অন্যান্য সুবিধার
সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী সেই দেশে বিদেশি শ্রমিকদের উন্নত কাজের পরিবেশ তৈরি করা এইসব কোম্পানিগুলোর জন্য অত্যাবশ্যকীয়। সৌদি আরবের সরকার বিদেশি শ্রমিকদের উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য সব সময় বদ্ধপরিকর। আপনি যদি সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির কোন ভিসা পেয়ে থাকেন নিঃসন্দেহে গ্রহণ করতে পারেন।
শেষ কথাঃ
সৌদি আরবের সেরা ১০ টি কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্কে আজকে যে আলোচনাটি করা হলো তা আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। সৌদি আরবের বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃহ করার জন্য আপনার আমার সকলের সমান দায়িত্ব রয়েছে। দেশের ভাবমূর্তি যাতে ভালো থাকেন সেজন্য সকলে আন্তরিকভাবে সচেষ্টা থাকবো এবং প্রবাসে সকলে মিলেমিশে কাজ করব।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url