মালয়েশিয়া সেরা ১২ টি কনস্ট্রাকশন কোম্পানি এর নাম [ বেতন ]

মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে যেতে চাচ্ছেন। তাহলে শুরুতেই আপনাকে জানতে হবে মালয়েশিয়ার সেরা কিছু কনস্ট্রাকশন কোম্পানির নাম ও এসব কনস্ট্রাকশন কোম্পানির বেতন কাঠামো সম্পর্কে। তাহলে এসব কোম্পানি সম্পর্কে আপনার প্রাথমিক একটি ধারণা চলে আসবে।
মালয়েশিয়া সেরা ১২ টি কনস্ট্রাকশন কোম্পানি এর নাম [ বেতন ]

আপনি আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন তাহলে মালয়েশিয়ার সেরা কয়েকটি কনস্ট্রাকশন কোম্পানির নাম ও এসব কোম্পানি কত কত রিঙ্গিত বেতন দেয় এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মালয়েশিয়া সেরা ১২ টি কনস্ট্রাকশন কোম্পানি এর নাম।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া। সৌদি আরবের পরেই মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী প্রেরণের দেশ। মালয়েশিয়ার আবহাওয়া ও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকায় বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার কর্মী মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিভিন্ন কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন। 

মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধনশীল অর্থনৈতিক উন্নয়নশীল একটি দেশ। গত কয়েক দশকে মালয়েশিয়ায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বিশেষ করে কনস্ট্রাকশন খাতে ব্যাপক উন্নতি সাধিত হচ্ছে। এজন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন খাতে দক্ষ, অদক্ষ এবং স্বল্পদক্ষ কর্মী নিয়োগ করা হয়। 
প্রতিবছর আমাদের দেশ থেকেও মালয়েশিয়ায় কনস্ট্রাকশন খাতে কর্মী প্রেরণ করা হয়। সরকারী ও বেসরকারি পদ্ধতিতে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন হাতে কর্মী প্রেরণ বিশেষ পদ্ধতি। বাংলাদেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কনস্ট্রাকশন কাজে আছেন বা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে মালয়েশিয়ার সেরা ১২ টি কনস্ট্রাকশন কোম্পানির নাম তুলে ধরব। 

যাতে করে আপনি ভালো মানের কনস্ট্রাকশন কোম্পানির কাজের ভিসা পেয়ে যান অথবা এক কোম্পানি থেকে অন্য কোম্পানির চেঞ্জ করার জন্য সঠিক কোম্পানিটি যাতে বেছে নিতে পারেন। এর জন্য অবশ্যই মালয়েশিয়ার সেরা ১২ টি কনস্ট্রাকশন কোম্পানি নাম আপনার জেনে থাকা অত্যন্ত জরুরী তাহলে আপনি সঠিক কোম্পানি নির্বাচন করতে পারবেন। 

তাহলে চলুন, মালয়েশিয়ার সেরা কনস্ট্রাকশন কোম্পানির কয়েকটি নাম ও বিস্তারিত জেনে আসি।

Gamuda Berhad: মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানির গুলোর মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে Gamuda Berhad কনস্ট্রাকশন কোম্পানি। তাই আমার আলোচনায় এই কোম্পানিকে এক নাম্বার কনস্ট্রাকশন কোম্পানি হিসেবে প্রথমেই আলোচনা করেছি।

Gamuda কোম্পানি হচ্ছে মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানি। মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানিগুলোর মধ্যে এটি একটি অন্যতম বড় কোম্পানি। Gamuda মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানি হলেও এটি একটি আন্তর্জাতিক কোম্পানি বলা চলে। 
কেননা এই কোম্পানিটি মালয়েশিয়ার বাহিরে অন্যান্য দেশেও তাদের কার্যক্রম পরিচালনা করে বিশেষ করে অস্ট্রেলিয়া, তাই ওয়ান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইংল্যান্ড এ দেশগুলোতে বড় বড় প্রজেক্ট এর কাজ করছে। ১৯৭৬ সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছে Yun Ling Lin.

এই কোম্পানির প্রধান কার্যালয় মালয়েশিয়াতে অবস্থিত এছাড়া এই কোম্পানির একটি উপ প্রধান কার্যালয় রয়েছে অস্ট্রেলিয়াতে। বর্তমানে এই কোম্পানিতে ৩৫০০ কর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। Gamuda কনস্ট্রাকশন কোম্পানি মালয়েশিয়াতে বর্তমানে এমআরটি লাইন, হাইওয়ে, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, ট্যানেল নির্মাণ ইত্যাদি বড় বড় প্রজেক্টে কাজ করছে।

IJM Corporation Berhad: মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানি গুলোর মধ্যে দুই নাম্বার যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে IJM Corporation Berhad. IJM Corporation হচ্ছে মালয়েশিয়ার অন্যতম বড় একটি শিল্প কর্পোরেশন। ১৯৮৩ সালে স্থানীয় ৩ টি ছোট ছোট কোম্পানি নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। 
IJM Corporation প্রতিষ্ঠানটি মূলত কনস্ট্রাকশন, প্রপার্টি ডেভলপমেন্ট, উৎপাদন মুখী, চাষাবাদ, খনিজ সম্পদ উত্তোলন ও সরবরাহ এই জাতীয় কাজ করে। মালয়েশিয়ার উন্নয়নের অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি IJM Corporation দেশের বাহিরে অন্যান্য দেশে বিশেষ করে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া ও ভারতে তাদের কাজ পরিচালনা করছে তাই নিঃসন্দেহে বলা যায় এটি একটি বড় কোম্পানি।

Sunway Construction group Berhad: মালয়েশিয়ার অন্যতম একটি প্রধান কন্সট্রাকশন কোম্পানি হচ্ছে Sunway Construction group. এই কোম্পানি কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন- বিল্ডিং তৈরি, বিল্ডিং এর নকশা প্রণয়ন থেকে শুরু করে যাবতীয় কাজ। এই কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশ অনেক কর্মী কাজ করে। 

এই কোম্পানির কাজের পরিবেশ খুবই ভালো। মালয়েশিয়ার বড় বড় আবাসিক ভবন নির্মাণে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বড় বড় শহরে এই কোম্পানির ১৩ টির মতো ব্যবসা রয়েছে। কাজেই নিঃসন্দেহে এটি একটি বড় কোম্পানি।

WCT Holdings Berhad: মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানি গুলোর মধ্যে চতুর্থ বৃহৎ কনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে WCT Holdings Berhad. মালয়েশিয়াতে ৭ টি বড় বড় কোম্পানি রয়েছে যেগুলো যে কোন পরিমাণে টেন্ডার এর কাজ করতে পারে এই কোম্পানিগুলোর মধ্যে WCT Holdings এটি একটি অন্যতম। 
বিগত ৪০ বছর এই কোম্পানির কাজের পরিধি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ১৬ টি ছোট-বড় কোম্পানির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে WCT Holdings গ্রুপ কোম্পানি। এই গ্রুপ কোম্পানির একটি অন্যতম শাখা হচ্ছে কনস্ট্রাকশন। এই কোম্পানিটির মালয়েশিয়ার অনেক বড় একটি কোম্পানি দেশে-বিদেশে এই কোম্পানির সুনামের সাথে কাজ করছে।
 
মালয়েশিয়ার বড় বড় প্রজেক্টগুলো এই কোম্পানির হাতেই তৈরি করা বিশেষ করে এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে এক্সপ্রেসওয়ে, এমআরটি প্রকল্প, ওয়াটার সাপ্লাই স্কিম, কমার্শিয়াল বিল্ডিং, গভারমেন্টাল অফিস, শপিং মল, হোটেল রেস্টুরেন্ট।

Muhibbah Engineering Berhad: মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানি গুলোর মধ্যে ৫ নাম্বার যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছেMuhibbah Engineering Berhad. মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানির নাম যদি নিতেই হয় তাহলে Muhibbah Engineering. কেননা এই কোম্পানিটি মালয়েশিয়ার সবচেয়ে বড় একটি কোম্পানি।Muhibbah Engineering কোম্পানিটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। 

বর্তমানে এই কোম্পানিটি মালয়েশিয়া এবং মালয়েশিয়ার বাহিরে অন্যান্য দেশে কাজ করছে। কনস্ট্রাকশন ছাড়াও এই কোম্পানি সিপ বিল্ডিং ক্রেন বিজনেস ডিফেন্স এন্ড সিকিউরিটি সহ অন্যান্য কাজ করে।
UEM Group Berhad: এই কোম্পানিটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। UEM Group বেশ কয়েকটি কোম্পানির সমন্বয়ে গঠিত এই কোম্পানিগুলোর মধ্যে অন্যতম কোম্পানি হলো প্লাস মালয়েশিয়া,UEM সানরাইজ, UEM বিল্ডার্স অন্যতম। এটি মালয়েশিয়ার অন্যতম একটি কনস্ট্রাকশন কোম্পানি। কনস্ট্রাকশন কাজের পাশাপাশি এই কোম্পানির অন্যান্য ব্যবসার সাথে জড়িত।

Hock Seng Lee Berhad: ১৯৭০ সালে ছোট্ট পরিসরে Hock Seng Lee Berhad এই কোম্পানিটি যাত্রা শুরু করে। শুরুর দিকে শুধুমাত্র বালি উত্তোলন ও জায়গা ভরাটের মত কাজগুলো করতো এই কোম্পানিটি। পরবর্তীতে ১৯৭৪ সালের এবং ১৯৮৯ সালে দুই ভাই দুটি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করেন এবং তাদের ছোট ভাই হন এই কোম্পানির সিও। 

যাহোক ১৯৯৬ সালে Hock Seng Lee Berhad এই কোম্পানি মেইন স্টিম একটি কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত হয় মালয়েশিয়ার বাজারে। প্রায় ১০০০০ স্থায়ী কর্মী সার্বক্ষণিক এই কোম্পানির কাজে নিয়োজিত রয়েছে। এই কোম্পানিটির হেড অফিস মালয়েশিয়ার পূর্বাংশে অবস্থিত Kuching Sarawak. সেখানে তাদের একটি বিশাল ওয়ার্কশপ এবং সিপিয়ার্ড রয়েছে।

YTL Corporation Berhad: YTL Corporation Berhad এই কোম্পানিটি মালয়েশিয়ার বড় একটি কনস্ট্রাকশন কোম্পানি। ১৯৫৫ সালে এই কোম্পানির টি প্রতিষ্ঠিত হয়। কনস্ট্রাকশন কাজের পাশাপাশি এই কোম্পানি বিদ্যুৎ গ্যাস, রেলওয়ে, সিমেন্ট তৈরি, আবাসিক ভবন, হোটেল রেস্টুরেন্ট, প্রযুক্তি, শিক্ষা, রিসোর্ট বিজনেস এর সঙ্গে জড়িত। 

এই কোম্পানিটি বিশ্বের প্রায় ১০টি দেশে তাদের কাজ করছে। এই কোম্পানিটি মালয়েশিয়া ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিষ্ঠার কাজে নিয়োজিত রয়েছে। যেমন- সিঙ্গাপুর, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, নেদারল্যান্ড, থাইল্যান্ড ও ভিয়েতনাম। 

প্রিয় পাঠক নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এই কোম্পানিটি কত বড় একটি কোম্পানি। এই ধরনের কোম্পানিতে কাজের সুযোগ পেলে অবশ্যই নিঃসন্দেহে গ্রহণ করা উচিত।

IJM Construction Sdn Berhad: IGB Construction Sdn Bhd, Jurutama Sdn Bhd ও Mudajaya Sdn Bhd এই তিনটি মাঝারি ধরনের স্থানীয় কোম্পানি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এই কোম্পানিটি একটি মেইন স্ট্রিম কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত হয়। ২০০৮ সালের এই কোম্পানিটি মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানির জগতে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়। 


বর্তমানে এই কোম্পানিটি শুধু মালয়েশিয়াতে নয় এর বাহিরে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড্র, আর্জেন্টিনা, চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম ও বাংলাদেশ তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাই নিঃসন্দেহে বলা যায় এটি একটি বড় কনস্ট্রাকশন কোম্পানি।

Malaysia Resources Corporation MRCB Berhad: মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানির গুলোর মধ্যে যে কোম্পানিটি সম্পর্কে এখন বলব এটি হচ্ছে একটি অন্যতম বড় কনস্ট্রাকশন কোম্পানি। ১৯৭১ সালে এই কোম্পানি তাদের যাত্রা শুরু করে। 

অত্যন্ত নিরলস ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে এই কোম্পানিটি মালয়েশিয়ার পূর্ণ গঠনে বা উন্নত মালয়েশিয়ার গঠনে সরকারের সাথে নিরালয় ভাবে কাজ করছে। এর বাহিরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তে এই কোম্পানিটি কাজ করছে।

WCE Holdings Berhad: মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানির নাম বিষয়ক আজকের আলোচনার ১১ তম কোম্পানির হচ্ছে WCE Holdings Berhad. WCE Holdings Berhad হলো মালয়েশিয়া ভিত্তিক একটি হোল্ডিং কোম্পানি। 

এই কোম্পানির মূল কাজ হলো সরকারের সাথে যৌথভাবে এক্সপ্রেসওয়ে টোল সংগ্রহ করা এবং নির্মাণ কাজ সহ অন্যান্য। বিভিন্ন হাইওয়ে কন্ট্রোল, এগুলোর রক্ষণাবেক্ষণ এবং নির্মাণ কাজ এই কোম্পানির মূল কাজগুলোর মধ্যে অন্যতম। ২০০০ সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।

Mudajaya Group Berhad: সর্বশেষ অর্থাৎ ১২ নাম্বার যে কোম্পানিটির নাম বলবো সেটি হচ্ছে Mudajaya Group Berhad. Mudajaya Group Berhad এই কোম্পানির মূল অবদান হলো কনস্ট্রাকশন খাতে। মালয়েশিয়ার কন্সট্রাকশন শিল্পের অন্যতম একটি নাম Mudajaya Group Berhad কোম্পানি। 

Mudajaya Group Berhad গ্রুপ কোম্পানির অন্যতম একটি কোম্পানি হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি। কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং কন্সট্রাকশন এবং ডিজাইন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ, হাইওয়ে রোড নির্মাণ, বিল্ডিং, ব্রিজ, পাওয়ার স্টেশন ,মেরিন স্ট্রাকচার, ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্ট ইত্যাদি কাজগুলো করে থাকে।

উপরের আলোচনায় মালয়েশিয়ার সেরা ১২ টি কনস্ট্রাকশন কোম্পানির নাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করেছি। এর বাহিরেও মালয়েশিয়ায় আরো অনেক কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে। যেমন-

অন্যান্য কনস্ট্রাকশন কোম্পানি।

  • LBS Bina Group Berhad
  • Hap Seng Consolidated Berhad
  • Lendlease Malaysia
  • Pembinaan Jaya Zira Sdn Berhad
  • WZ Satu Berhad
  • Ecovest Berhad
  • Putrajaya Holdings Sdn Berhad
  • Pembinaan Mitrajaya Berhad
  • SP Setia Berhad
  • Chana Communication Construction Sdn Berhad
  • Eversendai Corporation Berhad
  • HSL Corporation Sdn Berhad Bhd
  • Eastern &Oriental Berhad
  • Hock Seng & Corporation
  • Amcorp Group Berhad
  • Protasco Berhad
  • Bina Puri Holdings Berhad
  • Gadang Holdings Berhad
মালয়েশিয়ার এসব কোম্পানিগুলো থেকে যদি আপনি কাজের ভিসা পেয়ে থাকেন তাহলে সেটি আপনার জন্য খুবই ভালো হবে কেননা এই কোম্পানিগুলো শ্রমিকদের কাজের বিনিময়ে সম্মানজনক বেতন প্রদান করে এবং অন্যান্য সুযোগ সুবিধা গুলো নিশ্চিত করে। 

এসব কোম্পানিগুলোতে গেলে প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনি যে উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় গেছেন তা সফল হবে।

মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত?

বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজে যেতে চান তারা অনেকেই প্রশ্ন করেন যে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজের বেতন কত? মালয়েশিয়ার কনস্ট্রাকশন কাজের বেতন কত এই সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলের এই অংশটি মনোযোগ সহকারে পড়ুন। 

তাহলে আপনি খুব সহজেই জেনে যাবেন মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজের বেতন কত? মালয়েশিয়ার কনস্ট্রাকশন কাজের বেতন দুইভাবে নির্ধারিত হয় সরকারি বেতন স্কেল অনুযায়ী একজন নতুন শ্রমিকের বেতন মাসিক মূল বেতন ১৫০০ রিঙ্গিত এর সঙ্গে ওভারটাইম মিলে প্রতি মাসে একজন নতুন ওয়ার্কার প্রতি মাসের বেতন পান ২০০০ থেকে ২১০০ রিংগিত। এছাড়া প্রতি বছর ৫০ রিঙ্গিত করে বেতন বৃদ্ধি পাবে।

অন্যদিকে একজন কনস্ট্রাকশন দক্ষ শ্রমিক কন্টাকে কাজ করলে প্রতিদিন ১০০ থেকে ১২০ দিন রিঙ্গিত বেতন পান সে হিসাবে মাসে তার দাঁড়ায় ৩০০০ থেকে ৩৫০০ রিঙ্গিত।

মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজের বেতন নির্ভর করে কোম্পানি, কাজের দক্ষতা, ওভারটাইম ও অন্যান্য বিষয়ের উপর। কাজেই একজন শ্রমিক কাজের দক্ষ হলে মালয়েশিয়ায় গিয়ে কনস্ট্রাকশন কাজ করলে প্রতি মাসে নতুন অবস্থায় ৫০ থেকে ৬০ হাজার টাকা ইনকাম করতে পারবে। 

বর্তমানে যারা ৩-৪ বছর মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন তারা প্রতিবছর ৮০ থেকে ৯০ হাজার টাকা ইনকাম করতে পারেন ক্ষেত্র বিশেষে এটি কোন বেশি হতে পারে।

মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানির সুযোগ সুবিধা।

মালয়েশিয়ার কাজের ভিসা দুই ধরনের হয়ে থাকে একটি কোম্পানি ভিসা অপরটি ফি ভিসা ভিসা ফি ভিসার চেয়ে কোম্পানি ভিসার সুযোগ সুবিধা অনেক বেশি এজন্য আমাদের দেশ থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালয়েশিয়ার কাজের জন্য যেতে চায় বেশিরভাগই চাই কোম্পানির ভিসা যাওয়ার জন্য। 

এর অন্যতম প্রধান কারণ হলো কোম্পানি ভিসার গেলে কাজের নিশ্চয়তা পাওয়া যায়। এবার মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানি কাজের সুযোগ সুবিধা ও অন্যান্য সুবিধা সমূহ জেনে আসি-
  • কাজের নিশ্চয়তা
  • থাকা খাওয়ার সুবিধা
  • চিকিৎসার ব্যবস্থা
  • নির্দিষ্ট কর্ম ঘন্টা
  • ওভারটাইম
  • বেতনের নিশ্চয়তা
  • ওয়ার্ক পারমিট এর মেয়াদ বৃদ্ধি করে দেওয়া
  • দেশে আসা-যাওয়ার খরচ বহন
  • উন্নত কাজের পরিবেশ
  • অন্যান্য সুবিধার
মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী সেই দেশে বিদেশি শ্রমিকদের উন্নত কাজের পরিবেশ তৈরি করা এইসব কোম্পানিগুলোর জন্য অত্যাবশ্যকীয়। মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিকদের উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য সব সময় বদ্ধপরিকর। 

আপনি যদি মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানির কোন ভিসা পেয়ে থাকেন নিঃসন্দেহে গ্রহণ করতে পারেন।

শেষ কথাঃ

মালয়েশিয়ার ১২ টি কনস্ট্রাকশন কোম্পানি বিস্তারিত আলোচনা থেকে আপনি এটিও জেনেছেন এসব কোম্পানি শুধুমাত্র কনস্ট্রাকশন কাজেই কর্মী নিয়োগ করেনা এসব কোম্পানিগুলোর দেশে-বিদেশে আরও বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। 

এইসব ব্যবসাতেও কর্মী নিয়োগ করেন তাই আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন এবং প্রতিষ্ঠানের কাছে একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি এসব কোম্পানিতে কাজ করে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url