খাওয়ার কতক্ষণ পর ব্যায়াম করা উচিত

চুলের যত্নে তেলাকুচার পাতা ও পাতার রসের ব্যবহার জানতে এখানে ক্লিক করুন

ব্যস্ততার এই যুগে একটু সময় বের করে নিজের শরীর ও মনকে ভালো রাখার জন্য ব্যায়াম যে করতে হবে সেই সময়টুকু আমাদের হারিয়ে যেতে বসেছে । তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় মানুষ দিন দিন অলস প্রকৃতির হয়ে পড়ছে । শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমরা যে নিজের শরীর মনকে ভালো রাখতে পারি তা ভুলে যেতে বসেছি । তবে সবার আগে আমাদের যা জানতে হবে তা হল খাওয়ার কতক্ষণ পর ব্যায়াম করা উচিত এবং শরীরচর্চা উপকারী কেন এই বিষয়ে।

খাওয়ার কতক্ষণ পর ব্যায়াম করা উচিতপ্রিয় পাঠক, আজকের এই পোস্টটি পড়ে আপনারা আরো জানতে পারবেন ব্যায়াম করার সঠিক সময়। খাওয়ার কতক্ষণ পর ব্যায়াম করা যায়। দিনে কত সময় ব্যায়াম করা উচিত। অতিরিক্ত ব্যায়াম করলে কি হয়। এই বিষয়গুলো সম্পর্কে।

ব্যায়াম করার সঠিক সময়

সকালবেলা
অনেকে আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যায়াম করা শুরু করেন , তবে এই সময় ভারী ব্যায়াম করা ঠিক নয় কেননা ঘুম থেকে ওঠার সাথে সাথে শরীরের ব্যায়াম করার মত পর্যাপ্ত এনার্জি থাকে না ।
ব্যায়াম করার জন্য শরীরে পর্যাপ্ত এনার্জির প্রয়োজন পড়ে । অফিসে যাওয়ার তাড়া থাকলে বা কাজে যাওয়ার তারা থাকলে ঘুম থেকে ওঠার আধা ঘন্টা পর হালকা মর্নিং ওয়ার্ক করতে পারেন ।
তবে মনে রাখবেন খালি পেটে কখনো ব্যায়াম করা যাবে না । অনেকে আছেন সকালে ব্যায়াম করতে গেলে ফেরার পথে ভর পেটে খেয়ে বাড়ি ফেরেন এতে ব্যায়ামের কোন উপকারিতা থাকে না ।
বিকেল বেলা
ব্যায়াম করার সবচেয়ে উপর যুক্ত সময় হচ্ছে দুপুরের পর বিকেল বেলা অর্থাৎ ঘুম থেকে ওঠার ছয় ঘণ্টা পর এবং 12 ঘণ্টার মধ্যে ।যারা ভারী এক্সারসাইজ করতে চান তারা দিনের বেলার যে কোন একটি সময় বেছে নিন | দুপুরের খাবারের পর বসে না থেকে হালকা একটু হাটুন এতে করে আপনার খাবার হজম তাড়াতাড়ি হবে ।
সন্ধ্যাবেলা
অফিস বা কাজ থেকে বাড়ি ফেরার পথে কিছুটা হেঁটে আসুন । সন্ধ্যাবেলায় এক্সারসাইজ করতে পারেন কিন্তু অবশ্যই এক্সারসাইজ করার আগে পর্যাপ্ত বিশ্রাম করুন , যাতে এক্সারসাইজ করার সময় শরীর ক্লান্ত ভাব না থাকে ।

খাওয়ার কতক্ষণ পর ব্যায়াম করা যায় ?

পুরোপুরি খালি পেটে ব্যায়াম করা ঠিক নয় আবার ভরপেটেও ব্যায়াম করা ঠিক নয় তাহলে খাবারের কতক্ষণ পরে আমরা ব্যায়াম করতে পারি তা নিয়ে এবার কিছু বলা যাক । ব্যায়াম শুরু করার ৩০ মিনিট পূর্বে হালকা কিছু ফল খাওয়া যেতে পারে , তবে আমরা একথা বলতে পারি খাবারের ৩০ মিনিট থেকে দুই ঘন্টা পর ব্যায়াম করা উচিত ।

ব্যায়াম করার পর কি করা উচিত ?

  • যত দ্রুত সম্ভব খাবার খাওয়া উচিত ;
  • আশ জাতীয় এবং সবুজ শাকসবজি খান ;
  • কলা এবং আপেল খাওয়া যেতে পারে ;
  • প্রোটিনযুক্ত খাবার খাওয়া যেতে পারে ;

শরীরচর্চা উপকারী কেন ?

গবেষকগণ বলেছেন যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের শরীরের পাশাপাশি মনও ভালো থাকে । আপনি যখন ব্যায়াম করবেন তখন আপনার শরীর থেকে শেরও টনিন এর মত হরমোন গুলো নিঃসৃত হয় যা আপনার মন মেজাজ ভালো রাখে । 
এছাড়া ব্যায়াম করলে মেটাবলিজম বাড়ে সেইসাথে হৃদযন্ত্র ভালো রাখে । নিয়মিত ব্যায়াম করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং রোগবালায়ের ঝুঁকি কম হয় , হার ও পেসি শক্তিশালী হয় ।

দিনে কত সময় ব্যায়াম করা উচিত ?

যারা মাঝারি ধরনের ব্যায়াম করতে চায় তারা প্রতি সপ্তাহে ১৫০ থেকে ৩০০ মিনিট ব্যায়াম করতে পারেন ।অন্যদিকে যারা উচ্চগতিতে ব্যায়াম করতে চায় তারা ৭৫ থেকে ১৫০ মিনিট ব্যায়াম করতে পারেন ।

প্রয়োজনের অতিরিক্ত ব্যায়াম করলে কি হয় ?

প্রয়োজনের অতিরিক্ত ব্যায়াম করলে আমাদের শরীরে কিছু ক্ষতিকর প্রভাব দেখা দেয় । যেমন-
  • হৃদস্পন্দন বেড়ে যায় ;
  • ক্ষুধামন্দা দেখা দেয় ;
  • পায়ের অস্থিরতা বাড়ে ;
  • ড্রিহাইজেশন বেড়ে যায় ;
  • অনেক সময় ঘুম কমে যায় ;
  • মেজাজ খিটখিটে হয় ;
  • ক্লান্তি ভাব দেখা দেয় ;

সাইকেলিং না দৌড়ানো কোনটি বেশি উপকারী ?

ব্যায়াম করার জনপ্রিয় দুটি পদ্ধতি হচ্ছে সাইকেলিং ও দৌড়ানো । তবে ফিটনেস এর জন্য এই দুটি ব্যায়ামের মধ্যে কোনটি বেশি উপকারী তা নিচে আলোচনা করা হলো । আমেরিকার কলেজ অব স্পোর্টস মেডিসিন এর তথ্য অনুযায়ী " ক্যালোরি বার্ন করার ক্ষেত্রে সাইকেলিং এর চেয়ে দৌড়ানো ভালো কাজ আসে" তবে আমরা কোন পদ্ধতিতে ব্যায়াম করব তা নির্ভর করে বয়স, ওজন ও অন্যান্য বিষয়ের উপর ।
যাদের ওজন বেশি তারা ব্যায়াম হিসাবে দৌড় বেছে নিলে তাদের হার্ট অ্যাটাক , হাঁটু ব্যথা ও হাই ব্লাড প্রেসার হওয়ার ঝুঁকি থাকে । তাই তারা সাইকেলিং বেছে নিতে পারেন , তবে যারা সাইকেল চালাতে পারেন না তারা সাইকেলিং এর চেয়ে দৌড়ানো বেশি পছন্দ করেন ।

পাঠকের মন্তব্য

আমরা যারা নিয়মিত ব্যায়াম করে থাকি তাদের শরীরে সহজে রোগ বালাই আক্রমণ করতে পারে না। তাই আমরা নিয়মিত ব্যায়াম করবো এবং নিজের শরীরকে সুস্থ রাখবো।আসুন নিয়মিত ব্যায়াম করি , দেহ মনকে সুস্থ রাখি ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url