ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ও অন্যান্য তথ্য
কর্মমুখী শিক্ষাই পারে দেশ ও জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে বেকারত্ব দূর করার পাশাপাশি অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করার জন্য স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত ধাপে ধাপে সমগ্র বাংলাদেশে ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই গড়ে তোলা হয়েছে ১১ টি পলিটেকনিক ইনস্টিটিউট। শ্রদ্ধেয় অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ।কেননা আজকের এই আর্টিকেলে আমি ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ও অন্যান্য তথ্য তুলে ধরেছি যা জেনে আপনারা উপকৃত হবেন। চলুন আর কথা না দাঁড়িয়ে ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ও অন্যান্য তথ্যসমূহ সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম।
ঢাকা বিভাগে সর্বমোট ১১টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এইসব পলিটেকনিক ইনস্টিটিউটে প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়। ঢাকা বিভাগে যে কয়টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে তার একটি তালিকা নিচে দেয়া হল।
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
- ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
- ঢাকা গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট
- বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস
- টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট
- নরসিংদি পলিটেকনিক ইনস্টিটিউট
- শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট
- গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
- ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট
- মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
- কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই আর্টিকেলে ঢাকা বিভাগের ১১ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সংক্ষিপ্ত পরিচয় ও তথ্য বিবরণী তুলে ধরা হলো। আশা করি ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর তথ্যগুলো আপনাদের কাজে আসবে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।
১৯৫৫ সালে সর্বপ্রথম ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। একই বছর এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়।
সর্বশেষ তথ্য মতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ১২টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগের নাম আসন সংখ্যা ও অন্যান্য তথ্য ছক আকারে তুলে ধরা হলো।
ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট।
১৯৮৫ সালে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে জাতীয় উন্নয়নে তারা যেন অবদান রাখতে পারে সেই জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। এটি ঢাকা আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বর্তমানে এই ইনস্টিটিউটে ৫টি বিভাগ রয়েছে। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগ বিভাগের নাম, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য ছক আকারে তুলে ধরা হলো।
ঢাকা গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট।
বাংলাদেশের একমাত্র প্রিন্টিং এবং গ্রাফিক্স ডিজাইন ইনস্টিটিউট হচ্ছে ঢাকা গ্রাফিক্স আর ইনস্টিটিউট। এই পলিটেকনিক ইন্সটিটিউট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থীর ভর্তি করা হয়।
ঢাকা গ্রাফিক্স আর এন্ড ইনস্টিটিউট মোহাম্মদপুর সাত মসজিদ রোডে অবস্থিত। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৩টি বিভাগ চালু রয়েছে। ঢাকা গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট এর বিভাগের নাম আসন সংখ্যা অন্যান্য তথ্য নিচে তুলে ধরা হলো।
বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস।
১৯৫১ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিকস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ২ টি বিভাগে শিক্ষার্থীর ভর্তি করানো হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স শিক্ষা প্রতিষ্ঠানটি তেজগাঁ শিল্প এলাকায় অবস্থিত।
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট।
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৭টি সাতটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হয়। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগের নাম আসন সংখ্যা ও অন্যান্য তথ্য নিচে দেয়া হল।
নরসিংদি পলিটেকনিক ইনস্টিটিউট।
নরসংদী পলিটেকনিক ইনস্টিটিউট ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি নরসিংদী সদরের পুলিশ লাইনের পাশে অবস্থিত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৫ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হয়। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগের নাম আসন সংখ্যা ও অন্যান্য তথ্য নিচে দেয়া হল।
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
২০০১ সালে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি শরীয়তপুর জেলার পালং থানায় খুলনা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থী ভর্তি করানো হয়।
বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগ, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য ছকের মাধ্যমে তুলে ধরা হলো।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ২০০১ সালের প্রতিষ্ঠিত হয়। একটি গোপালগঞ্জ জেলার জিরো পয়েন্ট থেকে ১৩ কিলোমিটার দূরে চন্দ্র দিঘুলিয়া নামক স্থানে অবস্থিত। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থী ভর্তি করানো হয়।
বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগ, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য ছকের মাধ্যমে তুলে ধরা হলো।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি পুরাতন পলিটেকনিক ইনস্টিটিউট। এই পলিটেকনিক ইনস্টিটিউট ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদে প্রকৌশল ডিপ্লোমা করছে শিক্ষার্থী ভর্তি করানো হয়।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর শহরের বাইতুল আমানে অবস্থিত। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৬ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগের নাম, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য নিচে দেয়া হলো।
মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়।মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর শহরের বাইতুল আমানে অবস্থিত। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৬ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগের নাম, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য নিচে দেয়া হলো।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে অবস্থিত। এটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ৪টি বিভাগের শিক্ষার্থীর ভর্তি করানো হয়। কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের বিভাগের নাম, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য ছকের মাধ্যমে তুলে ধরা হলো।
শেষ কথাঃ
কারিগরি শিক্ষা অর্জনের পর একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিষয়ের উপর বা প্রযুক্তির উপর দক্ষতা অর্জন করে যা তার কর্মজীবনে সফলতা অর্জনের জন্য সহায়ক ভূমিকা পালন করে। তাই কর্মমুখী শিক্ষার প্রচার-প্রসার ঘটানোর জন্য বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে।
আজকের আর্টিকেলে ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ও অন্যান্য যে সকল তথ্য প্রদান করা হয়েছে সেগুলো এই সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সংগৃহীত। ঢাকা বিভাগের প্রত্যেকটি পলিটেকনিক ইনস্টিটিউট এর নাম ও অন্যান্য তথ্য আরও বিশদ ভাবে জানার জন্য প্রত্যেকটি ইনস্টিটিউটের ওয়েবসাইটের ঠিকানা দেয়া হয়েছে যা আপনাদের দারুন ভাবে কাজে আসবে।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url