চট্টগ্রাম বিভাগের সরকারি পলিটেকনিক কলেজের নাম ও আসন সংখ্যা
চট্টগ্রাম ও এর আশপাশের জেলাগুলোতে অবস্থিত সরকারি পলিটেকনিক কলেজে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ভর্তি হতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। শ্রদ্ধেয় অভিভাবক ও প্রিয় শিক্ষার্থী আজকের এই আর্টিকেল পড়লে আপনারা জানতে পারবেন চট্টগ্রাম বিভাগের সরকারি পলিটেকনিক কলেজের নাম ও আসন সংখ্যা সহ অন্যান্য তথ্য।এর আগের একটি আর্টিকেলে ঢাকা বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ও আসন সংখ্যা সহ অন্যান্য তথ্য জানিয়েছি। আজকের এই আর্টিকেলে আমি চট্টগ্রাম বিভাগে যে কয়টি সরকারি পলিটেকনিক কলেজ বা ইনস্টিটিউট রয়েছে সেইসব প্রতিষ্ঠান, বিভাগের নাম, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য জানাবো।
চট্টগ্রাম বিভাগের সরকারি পলিটেকনিক কলেজের নাম ও আসন সংখ্যা।
চট্টগ্রাম বিভাগে সর্বমোট ১০ টি সরকারি পলিটেকনিক কলেজ রয়েছে। এইসব পলিটেকনিক কলেজে প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়। সাধারণত কারিগরি এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলেজ না বলে ইনস্টিটিউট বলা হয়।
চট্টগ্রাম বিভাগের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর একটি তালিকা নিচে দেয়া হলো। এই তালিকা গুলো থেকে আপনি শুধুমাত্র প্রতিষ্ঠানের নাম জানতে পারবেন এই সকল প্রতিষ্ঠানের আসন সংখ্যা ও অন্যান্য তথ্য বিস্তারিত জানতে হলে নিচের অংশটুকু পড়তে হবে।
- চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট
- চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
- ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট
- কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট
- লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট
- চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট
- কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট
- ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট
- বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট
- বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা চট্টগ্রাম বিভাগের সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই আর্টিকেলে চট্টগ্রাম বিভাগে ১০ টি সরকারি পলিটেকনিক কলেজের সংক্ষিপ্ত পরিচয় ও তথ্য বিবরণী তুলে ধরা হলো। আশা করি চট্টগ্রাম বিভাগের সরকারি পলিটেকনিক কলেজের এর তথ্যগুলো আপনাদের কাজে আসবে।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম নাসিরাবাদ এলাকায় অবস্থিত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে ৭টি বিভাগ চালু রয়েছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগের নাম ও অন্যান্য তথ্য নিচে দেয়া হল।
চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।
২০০৫ সালে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে জাতীয় উন্নয়নে তারা যেন অবদান রাখতে পারে সেই জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম হালিশহরে অবস্থিত।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বর্তমানে এই ইনস্টিটিউটে ৪ টি বিভাগ রয়েছে। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগের নাম, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য ছক আকারে তুলে ধরা হলো।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৪ সালের সিভিল মেকানিক্যাল টেকনোলজি দিয়ে ফেনী টেকনিক্যাল ইনস্টিটিউট এর যাত্রা শুরু। এরপর ১৯৭২ সালের পাওয়ার টেকনোলজি চালুর মাধ্যমে ফেনী টেকনিক্যাল ইনস্টিটিউট ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এ রূপান্তরিত হয়।
বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এটি ফেনী পৌরসভার অভ্যন্তরে অবস্থিত। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি বিভাগ চালু রয়েছে। ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের বিভাগের নাম, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য ছকের মাধ্যমে তুলে ধরা হলো।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট।
বাংলাদেশের একটি পুরাতন ও বৃহৎ পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর পরেই এই পলিটেকনিক ইনস্টিটিউট এর অবস্থান। ১৯৬২ সালে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
সবুজ মনোরম পরিবেশে ঘেরা এই পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ৬টি বিভাগ রয়েছে। এই প্রতিষ্ঠানটি কুমিল্লার ময়নামতি শালবন বিহার এর বিরাট অংশ দূরে জুড়ে রয়েছে।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
২০০৬ সালে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৫টি বিভাগ রয়েছে।
দুই শিফটে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষীপুর শহর থেকে ২ কিলোমিটার পূর্বে বাইশমানা নামক স্থানে অবস্থিত। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগের নাম অন্যান্য তথ্য নিচে তুলে ধরা হলো।
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
২০০৫ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠানে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে ৫টি বিভাগে দুইটি শিফটে শিক্ষার্থী ভর্তি করানো হয়। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগের নাম ও অন্যান্য তথ্য নিচে ছকের মাধ্যমে তুলে ধরা হলো।
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট।
বাংলাদেশের সর্ব দক্ষিণের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৬টি বিভাগে শিক্ষার্থী ভর্তি সুযোগ রয়েছে।
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট বিসিক শিল্প এলাকা লিংক রোড কক্সবাজার সদরে অবস্থিত। এই প্রতিষ্ঠানের বিভাগের নাম অন্যান্য তথ্য নিচে তুলে ধরা হলো।
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট।
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি পলিটেকনিক ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে ৪টি বিভাগে দুইটি শিফটে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট।
বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এটি কুমিল্লা জেলার পানি উন্নয়ন বোর্ড এর পাশে অবস্থিত।
১৯১৪ সালে কুমিল্লা শহরের কেন্দ্রস্থলে রামমালাই এই ইনস্টিটিউট এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রী উভয়ের ভর্তির সুযোগ রয়েছে। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে দুটি বিভাগ চালু রয়েছে। এই দুটি বিভাগে দুইটি শিফটে মোট ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারে।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট একটি বিখ্যাত ও সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সুইডিস পাকিস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি হিসেবে সুইডিস সরকারের উদ্যোগে ১৯৬২ সালে রাঙ্গামাটির পার্বত্য অঞ্চলে কাপ্তাই প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রাখা হয়।
বর্তমানে এই প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদে বিভিন্ন বিভাগের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগের নাম ও অন্যান্য তথ্য নিচের ছক আকারে তুলে ধরা হলো।
শেষ কথাঃ
চট্টগ্রাম বিভাগের সরকারি পলিটেকনিক কলেজের নাম ও আসন সংখ্যার যে তথ্যগুলো আপনি জানতে পারলেন নিশ্চয়ই তা আপনার ভালো লেগেছে এবং কাজে লাগবে সুতরাং এই তথ্যগুলো আপনি নোট করে রাখতে পারেন। পরিশেষে একটি কথাই বলবো কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের বেকারত্ব দূর করুন দেশ ও জাতির উন্নয়নের অংশীদার হন।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url