বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট কাটার নিয়ম
যোগাযোগের দ্রুততম মাধ্যম হচ্ছে বিমান। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটে তাদের ফ্লাইট পরিচালনা করছে। বিমানের টিকেট বিমানবন্দর এর টিকিট কাউন্টার থেকে এবং অনলাইনের মাধ্যমে ক্রয় করার সুযোগ রয়েছে। আজকের আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটার নিয়ম জানার পাশাপাশি আপনারা আরো জানতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের মূল্য কত, বাংলাদেশে কয়টি বিমানবন্দর রয়েছে এই সম্পর্কে। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট কাটার নিয়ম।
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে বিমান। এক ক্ষেত্রে বাংলাদেশে নাগরিকদের একমাত্র ভরসার নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলো বাংলাদেশের ফ্লাইট পরিচালনা করে যেমন অ্যামিরেট এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স ইত্যাদি।
অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে বিমান এখনো সহজলভ্য হয়ে ওঠেনি। অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে সাধারণ মানুষ বিমানের চেয়ে অন্যান্য পরিবহন যেমন ট্রেন, বাস, লঞ্চ এগুলো বেশি ব্যবহার করে থাকে। তুলনামূলক বেশি ভাড়া, অন্যান্য পরিবহনের সহজলভ্যতা, সল্প আয়তনের দেশ ইত্যাদি কারণে অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে বিমান তেমন একটা সাফল্য দেখাতে পারছে না।
এক্ষেত্রে সাধারণ মানুষের বিমানে চলাচল করার জন্য যে ধরনের সচেতনতা প্রয়োজন রয়েছে তারও যথেষ্ট অভাব রয়েছে। আমরা অনেকেই বিমানের টিকিট ক্রয় করা এবং বিমান যাত্রার নিয়ম গুলো সম্পর্কে অবগত নয়। এ কারণেই যোগাযোগের ক্ষেত্রে বিমান কিছুটা পিছিয়ে রয়েছে। আমরা সবাই অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটতে স্বাচ্ছন্দ বোধ করি।
বিমানের টিকেট ক্রয় কাউন্টার এবং অনলাইন থেকে করা যায়। এটি আমরা অনেকেই জানিনা।আপনারা 2 ভাবে বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন। আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রীরা শুধুমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টার থেকে এবং অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন এবং অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীরা বাংলাদেশের সকল বিমানবন্দর এর টিকিট কাউন্টার ও অনলাইন থেকে টিকিট ক্রয় করতে পারবেন।
এখন আপনাদের অনলাইনে কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে হয় এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবো। অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে গেলে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যেমন
প্রথম ধাপ
- অনলাইন থেকে টিকিট ক্রয় করার জন্য বাংলাদেশ বিমানের এই https://www.biman-airlines.com ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে।
- Book Flight ক্লিক করুন।
- One way, Round-trip, Multi-city যেকোনো একটি সিলেক্ট করুন।
- Flying From যাত্রা শুরুর স্থান, Flying To গন্তব্যের স্থান নির্বাচন করুন।
- Departure ফ্লাইটের তারিখ নির্বাচন করুন।
- Round-trip হলে ফিরে আসার তারিখ নির্বাচন করুন।
- Multi-city হলে তৃতীয় কোন দেশ হয়ে যাবেন কত তারিখে যাবেন সেটা নির্বাচন করুন।
- Search অপশনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ
- Class নির্বাচন করুন। যেমন- বিজনেস ক্লাস অথবা ইকোনমিক ক্লাস।
- ক্লাস অনুযায়ী যে কোন একটি SELECT করুন।
- Continue to Passengers অপশনে ক্লিক করুন।
- আপনার পাসপোর্ট অনুযায়ী বিস্তারিত তথ্য পূরণ করুন।
- Continue To Seat Selection অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে এখানে সিট লিস্ট গুলো দেখতে পাবেন। সবুজ মার্ক করা সিটগুলো অবিক্রিত বুঝাবে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সিট গুলো বেছে নিয়ে Continue to extras বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ
- অনলাইনে বিমানের টিকিট কাটার এ পর্যায়ে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট করতে-
- Continue to payment অপশনে ক্লিক করুন।
- বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড, ভিসা ও মাস্টার কার্ড ইত্যাদি পছন্দ অনুযায়ী যে কোন একটি মেথড বেছে নিন।
- পেমেন্ট এড্রেস দিয়ে টার্মস এন্ড কন্ডিশন সিলেক্ট করুন।
- Continue to purchase বাটনে ক্লিক করুন।
- পেমেন্ট করার সাথে সাথে আপনার জিমেইল একাউন্টে টিকেটের পিডিএফ কপি চলে যাবে সেখান থেকে ডাউনলোড বা প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক।
অনলাইনে বিমানের টিকেট চেক করার জন্য আপনাকে গুগল ব্রাউজারে অথবা অন্য কোন ব্রাউজার এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর https://www.biman-airlines.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপর ওয়েবসাইটের মেনুবার থেকে Modify trip অপশনে ক্লিক করুন।
- আপনার সামনে একটি ফর্ম আসবে সেটি সঠিকভাবে পূরণ করুন।
- Search অপশনে ক্লিক করুন।
- Airlines PNR Code আপনার টিকেটে উল্লেখ করা থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট এর দাম।
বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সবচেয়ে দ্রুততম মাধ্যম হচ্ছে বিমান। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশের আলাদা আলাদা বিমান সংস্থা রয়েছে। বাংলাদেশের বিমান সংস্থার নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সরকারি পরিবহন সংস্থা যা 1972 সালের মাত্র দুটি বিমান দিয়ে যাত্রা শুরু করেছে।
আরো পড়ুনঃ অনলাইনে ট্রেনের লোকেশন জানার সেরা উপায়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটে যাত্রী পরিবহন করছে। আলোচনার এই অংশে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের বিমানের টিকেটের দাম সম্পর্কে আপনাদের জানাবো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টিকিটের দাম নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কয়েকটি বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। বিমানের টিকেটের মূল্য প্রতিদিন কম-বেশি হয়ে থাকে আবার একই বিমান সংস্থার টিকেটের মূল্য ফ্লাইটের সময়ের পার্থক্যের কারণে টিকিটের মূল্য কম বেশি হয়। বিমানের টিকেটের মূল্য বা দামের কম বেশি হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে।
যেমন-
- বিমান সংস্থা আলাদা আলাদা হলে টিকিটের মূল্য কম বেশি হয়। যেমন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজের একই গন্তব্যের টিকেটের মূল্য কম বেশি হয়ে থাকে।
- গন্তব্যস্থানের দূরত্বের কম-বেশির কারণে টিকিটের মূল্য কম বেশি হয়। যেমন- ঢাকা থেকে কলকাতার বিমান টিকেটের মূল্য আর ঢাকা থেকে দিল্লি বিমান টিকেটের মূল্য এক নয়।
- যাত্রা শুরুর নির্ধারিত তারিখের একমাস কিংবা দুই মাস পূর্বে টিকিট ক্রয় করলে টিকিটের মূল্য কম থাকে অন্যদিকে যাত্রা শুরুর নির্ধারিত তারিখের কাছাকাছি সময়ে টিকিট ক্রয় করলে টিকিটের মূল্য বেশি নির্ধারিত হয়।
- বিমানের টিকেটের কয়েকটি শ্রেণি রয়েছে শ্রেণীর পার্থক্যের কারণে টিকিটের মূল্য কম বেশি হয় যেমন ইকোনমিক ক্লাস এর চেয়ে বিজনেস ক্লাসের টিকিটের মূল্য বেশি।
- বিভিন্ন উৎসবের সময়। যেমন- ঈদ, পূজা, বড়দিন এই সময়গুলোতে টিকিটের মূল্য বেশি হয়ে থাকে।
বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক চরমভাব যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কারণে বিভিন্ন বিমান সংস্থার টিকিটের মূল্য অনেক বেড়ে গিয়েছে। কাজেই টিকিটের প্রকৃত মূল্য কত হবে তা নির্ধারণ করা একটি জটিল বিষয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের মূল্য তালিকা।
বাংলাদেশের যেসব বিমানবন্দর রয়েছে তার মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট থেকে আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হয়। বাংলাদেশ থেকে যে সকল যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেন তাদেরকে অবশ্যই এই 3 টি বিমানবন্দরের যে কোন একটি ব্যবহার করতে হবে এবং তাদেরকে আন্তর্জাতিক টিকিট কাউন্টার থেকে অথবা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে ভ্রমণ করতে হয়।
আরো পড়ুনঃনামজারি খতিয়ান চেক করার নিয়ম
প্রিয় পাঠক আমি আপনাদের পূর্বেই বলেছি ভ্রমণের স্থান, টিকিট কাটার সময়, টিকিটের শ্রেণি ( ইকোনোমিক, বিজনেস ) ও বিমানের ফ্লাইট সিডিউলের উপর নির্ভর করে আপনার টিকিটের প্রাইস। আপনাদের সুবিধার্থে নিচে একটি চার্টের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে টিকিটের প্রাইস সম্পর্কে একটি ধারণা দেয়ার চেষ্টা করেছি আশা করি বিষয়টি আপনাদের কাজে আসবে।
ঢাকা ব্যাংকক ঢাকা
- ইকোনমাই 20954
- বিজনেস 50104
ঢাকা গুয়ানজু ঢাকা
- ইকোনমাই 27605
- বিজনেস 55105
ঢাকা হংকং ঢাকা
- ইকোনমিক 24855
- বিজনেস 46305
ঢাকা কুয়ালালামপুর ঢাকা
- ইকোনমাই 39355
- বিজনেস 55805
ঢাকা সিঙ্গাপুর ঢাকা
- ইকোনমাই 35505
- বিজনেস 102605
ঢাকা আবুধাবি ঢাকা
- বিজনেস 109350
ঢাকা দাম্মাম ঢাকা
- ইকোনমাই 73140
- বিজনেস 91840
ঢাকা দোহা ঢাকা
- ইকোনমাই 42381
- বিজনেস 131481
ঢাকা দুবাই ঢাকা
- ইকোনমাই 45555
- বিজনেস 109355
ঢাকা জেদ্দা ঢাকা
- ইকোনমাই 96240
- বিজনেস 102840
ঢাকা কুয়েত সিটি ঢাকা
- ইকোনমাই 42821
- বিজনেস 103321
ঢাকা মদিনা ঢাকা
- ইকোনমাই 96240
- বিজনেস 102840
ঢাকা মাসকট ঢাকা
- ইকোনমাই 31105
ঢাকা রিয়াদ ঢাকা
- বিজনেস 91840
ঢাকা সারজা ঢাকা
- ইকোনমাই 51055
- বিজনেস 109355
ঢাকা চেন্নাই ঢাকা
- ইকোনমাই 19317
- বিজনেস 37467
ঢাকা দিল্লি ঢাকা
- ইকোনমাই 15467
- বিজনেস 37467
ঢাকা কাঠমুন্ডু ঢাকা
- ইকোনমাই 22617
- বিজনেস 37467
ঢাকা কলকাতা ঢাকা
- ইকোনমাই 8317
- বিজনেস 20967
ঢাকা লন্ডন ঢাকা
- ইকোনমাই 118035
- বিজনেস 155108
ঢাকা ম্যানচেস্টার ঢাকা
- ইকোনমাই 24855
- বিজনেস 46305
সিলেট লন্ডন সিলেট
- ইকোনমাই 127715
- প্রিমিয়ার ইকোনমাই 166105
ঢাকা টোকিও ঢাকা
- ইকোনমাই 52905
- বিজনেস 143105
ঢাকা টরেন্টো ঢাকা
- ইকোনমাই 204715
- বিজনেজ 221105
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের মূল্য তালিকা।
বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগের একটি উন্নতম মাধ্যম হচ্ছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কাউন্টার থেকে অথবা অনলাইনে বিমানের টিকিট ক্রয় করা যায়।
আরো পড়ুনঃ বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
ঠিক তেমনি অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রেও অনলাইনে অথবা কাউন্টার থেকে বিমানের টিকিট ক্রয় করার সুযোগ রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ টিকিট প্রাইস নিচে তুলে ধরা হলো।
ঢাকা বরিশাল ঢাকা
- ইকোনমাই 3500
- বিজনেস 9500
ঢাকা-চট্টগ্রাম ঢাকা
- ইকোনমাই 3700
- বিজনেস 6500
ঢাকা কক্সবাজার ঢাকা
- ইকোনমাই সেভার 6700
- ইকোনমাই ফ্লেক্সি 7400
ঢাকা যশোর ঢাকা
- সুপার সেভার ইকোনোমাই 3500
- ইকোনমি সেভার 4000
- ইকোনোমাই ফ্লেক্সি 5500
ঢাকা রাজশাহী ঢাকা
- সুপার সেভার ইকোনমাই 3499
- ইকোনমাই সেভার 4199
- ইকোনমাই ফ্লেক্সি 6800
ঢাকা সিলেট ঢাকা
- সুপার সেভার ইকোনমাই 3599
- ইকোনমাই সেভার 4099
- ইকোনমাই ফ্লেক্সি 5200
ঢাকা সৈয়দপুর ঢাকা
- সুপার সেভার ইকোনোমাই 3500
- ইকোনমি সেভার 4700
- ইকোনোমাই ফ্লেক্সি 6900
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে যেমন ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, নভোএয়ার।
বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানবন্দর।
রেলপথে যাতায়াতের জন্য যেমন রেলস্টেশন রয়েছে, সড়কপথে যাতায়াতের জন্য যেমন বাসস্ট্যান্ড রয়েছে, নৌপথে যাতায়াতের জন্য যেমন নৌ বন্দর রয়েছে তেমনি বিমান পথে চলাচলের জন্য রয়েছে বিমানবন্দর। বিমান পথে চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে নিচে বাংলাদেশের 9 টি বিমানবন্দরের নাম দেয়া হলো।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।
- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।
- হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম।
- হযরত শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী।
- বরিশাল বিমানবন্দর।
- যশোর বিমানবন্দর।
- ঈশ্বরদী বিমানবন্দর।
- সৈয়দপুর বিমানবন্দর।
- কক্সবাজার বিমানবন্দর।
এরমধ্যে 3 টি আন্তর্জাতিক বিমানবন্দর এগুলো ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার দেশী বিদেশী ভ্রমণকারী বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে ভ্রমণ করে থাকে। এছাড়া এই বিমানবন্দরগুলো ব্যবহার করে অভ্যন্তরীণ রুটের প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করে।
শেষ কথাঃ
প্রিয় পাঠক, আশা করি আজকের এই পোস্টটি পড়ে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। আমি চেষ্টা করেছি এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে সঠিক কিছু তথ্য তুলে ধরার। এই পোস্টটি পড়ে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবাসী ভাইয়েরা যারা অধিক কষ্ট করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url