অনলাইনে ট্রেনের লোকেশন জানার সেরা উপায়
ট্রেনের বর্তমান অবস্থান বা লোকেশন জানার জন্য বাংলাদেশ রেলওয়ের একটি সেবা চালু রয়েছে। আপনি মোবাইলে এসএমএসের মাধ্যমে অথবা অনলাইনে ট্রেনের বর্তমান অবস্থা বা লোকেশন জানতে পারবেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব।
এই আর্টিকেলটি পড়ে আপনারা আরো জানতে পারবেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ও বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নাম ও কোড নম্বর বা ট্রেন নম্বর।
কিভাবে ট্রেনের অবস্থান জানা যায়।
আপনারা যারা টেনে নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য ট্রেনের বর্তমান অবস্থান জানা অত্যন্ত জরুরী। বাংলাদেশের ট্রেনের যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে সিডিউল বিপর্যয় অন্যতম একটি সমস্যা। সিডিউল বিপর্যয়ের কারণে অনেক সময় স্টেশনে ট্রেন আসতে দেরি করে এই জন্য যাত্রীকে ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করতে হয় যা খুবই বিরক্তের একটি কারণ।
আপনার যদি ট্রেনের বর্তমান অবস্থান সম্পর্কে জানা থাকে তাহলে স্টেশনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। সঠিক সময় স্টেশনে এসে আপনার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন যা খুবই আরামদায়ক হবে।
আরো পড়ুনঃ মোবাইলে ট্রেনের টিকিট কাটুন খুব সহজে
বাংলাদেশ রেলওয়েতে ট্রেনের বর্তমান অবস্থান জানার দারুন একটি সেবা চালু রয়েছে। কিভাবে ট্রেনের বর্তমান অবস্থা বা লোকেশন জানা যায় এই সম্পর্কে কিছু তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। ট্রেনের বর্তমান অবস্থান বা লোকেশন দুইটি উপায়ে জানা যায়। যেমন-
মোবাইলে এসএমএস এর মাধ্যমে।
অনলাইন বা অ্যাপসের মাধ্যমে।
ট্রেনের বর্তমান অবস্থা জানার জন্য যা প্রয়োজন।
ট্রেনের বর্তমান অবস্থা জানার জন্য আপনার প্রয়োজন হবে ট্রেন কোড বা ট্রেন নম্বর (Train Code বা Train Number)। প্রত্যেকটা ট্রেনের আলাদা আলাদা কোড নম্বর থাকে এই আলাদা আলাদা কোড বা নম্বর ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের অবস্থান সনাক্ত করতে পারে এবং অন্যান্য অফিসিয়াল কাজ সম্পাদন করে।
আপনারাও এই কোড নম্বর ব্যবহার করে ট্রেনের বর্তমান অবস্থান বা লোকেশন সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন।
মোবাইল এসএমএসের মাধ্যমে ট্রেনের লোকেশন জানুন।
আপনার হাতে থাকা স্মার্টফোন বা বাটন ফোন ব্যবহার করে খুব সহজেই এসএমএসের মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারবেন। ট্রেনটি কোন স্টেশনে অবস্থান করছে, কত সময় বিলম্বে চলাচল করছে, সামনের কোন স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করবে এর বিস্তারিত তথ্য একটি এসএমএস এর মাধ্যমেই আপনি পেয়ে যাবেন।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে ট্রেনের লোকেশন জানার জন্য এসএমএস চার্জ ৪ টাকা ৫০ পয়সা আপনাকে প্রদান করতে হবে। এসএমএস করার কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে এইসব তথ্য জানিয়ে দেয়া হবে। এখন চলুন কিভাবে এসএমএস এর মাধ্যমে ট্রেনের লোকেশন জানা যায় এই সম্পর্কে জেনে নেয়া যাক-
আরো পড়ুনঃ বিদেশ থেকে জমি রেজিস্ট্রি কিভাবে করবেন
এসএমএসের মাধ্যমে বর্তমান ট্রেনের অবস্থান জানার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR>space>Train Code/ Train Number এবং মেসেজ সেন্ড করুন 16318 নাম্বারে।
উদাহরণঃ TR 753 এবং সেন্ড করুন 16318 নাম্বারে। (এখানে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর 753 ব্যবহার করা হয়েছে)
অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায়।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থা বা লোকেশন কিভাবে জানা যায় সেই বিষয়টি জানা হলো। এবার আমি আপনাদের জানাবো অনলাইনে ট্রেনের লোকেশন জানার উপায়। অনলাইনে ট্রেনের লোকেশন জানার জন্য আপনাকে BR Explorer অ্যাপ ব্যবহার করতে হবে। Google play store থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নেবেন।
ইন্সটল করার পর আপনি যদি নতুন ইউজার হন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড নম্বর দিয়ে Sign In করুন। এখন চলুন কিভাবে এই অ্যাপসের রেজিস্ট্রেশন করতে হয় সেটি দেখে নিই।
NEW USER? SIGN UP NOW এই অপশনে ক্লিক করুন। এরপর একটি পপ আপ বক্স আসবে এই বক্সটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং Registration অপশনে ক্লিক করলে Registration সম্পন্ন হয়ে যাবে। মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এন আই ডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
আপনার প্রদান করা মোবাইল নম্বরে ভেরিফাই কোড পাঠানো হবে উক্ত কোড দিয়ে ভেরিফিকেশন করুন।
আপনার রেজিস্ট্রেশন ও ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পুনরায় BR Explorer অ্যাপে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন এবং হোমপেজ থেকে Train অপশনে ক্লিক করুন।
এখানে সকল ট্রেনের নাম দেখতে পাবেন আপনার ট্রেন সিলেট করুন না পেলে Search Train অপশনে ক্লিক করুন।
এখানে আপনার নির্ধারিত ট্রেনের রুট সিলেক্ট করুন। ধরুন আপনার নির্ধারিত ট্রেনের রুট ঢাকা থেকে রাজশাহী এবার Search অপশনে ক্লিক করলে ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচলকারী সবগুলো ট্রেনের একটি তালিকা দেখতে পাবেন এখান থেকে আপনি যেই ট্রেনের লোকেশন জানতে চাচ্ছেন সেটাতে ক্লিক করে Search অপশনে ক্লিক করুন।
Search অপশনে ক্লিক করার পর Locate Train পপ আপ বক্স আসবে এখানে Yes এ ক্লিক করলে আপনার সামনে একটি মেসেজ আসবে এই মেসেজে আপনি ট্রেনের বর্তমান অবস্থান অন্যান্য তথ্য জানতে পারবেন।
BR Explorer অ্যাপস প্রথম বার ইনস্টল করলে ২০ বার ট্রেনের লোকেশন জানা একদম ফ্রি। এরপর থেকে প্রতিবার মেসেজের জন্য ২ টাকা চার্জ প্রযোজ্য হবে।
সকল ট্রেনের কোড নাম্বার।
ট্রেনের লোকেশন জানতে প্রত্যেকটা ট্রেনের কোড নাম্বার আপনার জানা প্রয়োজন। তাই আপনার সুবিধার্থে ঢাকার সাথে চলাচলকারী সকল ট্রেনের নাম ও কোড নাম্বার নিচে দেয়া হলো।
ঢাকা — রাজশাহী/ রাজশাহী — ঢাকা চলাচলকারী ট্রেনের নাম ও কোড নাম্বার।
ঢাকা—চট্টগ্রাম— কক্সবাজার/ কক্সবাজার— চট্টগ্রাম— ঢাকা চলাচলকারী ট্রেনের নাম ও কোড নাম্বার।
ঢাকা—সিলেট/ সিলেট— ঢাকা চলাচলকারী ট্রেনের নাম ও কোড নাম্বার ।
ঢাকা— খুলনা/ খুলনা— ঢাকা চলাচলকারী ট্রেনের নাম ও কোড নাম্বার ।
ঢাকা— রংপুর/ রংপুর— ঢাকা চলাচলকারী ট্রেনের নাম ও কোড নাম্বার।
ঢাকা— কিশোরগঞ্জ/ কিশোরগঞ্জ— ঢাকা চলাচলকারী ট্রেনের নাম ও ট্রেনের কোড নাম্বার ।
ঢাকা— জামালপুর/ জামালপুর— ঢাকা চলাচলকারী ট্রেনের নাম ও ট্রেনের কোড নাম্বার ।
অন্তঃদেশীয় ট্রেনের নাম ও সময়সূচী।
বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে অন্তঃদেশীয় ট্রেন যোগাযোগের মাধ্যম রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় তিনটি ট্রেনের নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা চলাচল করে, বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতা চলাচল করে এবং মিতালী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি মধ্যে চলাচল করে।
ভারতের সাথে অন্তঃদেশীয় ট্রেন যোগাযোগের ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই তিনটি ট্রেন ব্যবহার করে দুই দেশের নাগরিক খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারছে।
শেষ কথাঃ
প্রিয় পাঠক আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন বাংলাদেশের রেলওয়ের বিভিন্ন সেবা সম্পর্কে। আজকের এই পোষ্টের দেয়া তথ্যগুলো নির্ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ভুল কোনো তথ্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনার ট্রেন ভ্রমন আরামদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী হোক। আল্লাহ হাফেজ।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url