চুলের যত্নে মেথির ব্যবহার
চুলের যত্নে মেথির ব্যবহার সবার কাছে খুবই জনপ্রিয় একটি মাধ্যম। মেথিতে রয়েছে পরিমাণ মতো আয়রন এবং প্রোটিন এই দুটি উপাদান চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগান দিয়ে থাকে। চুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকেই মেথির ব্যবহার করে থাকেন অনিয়মিতভাবে। তাই সঠিকভাবে মেথির ব্যবহার সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব।আশা করি আজকের এই পোস্টটি আপনারা ধৈর্য সহকারে পড়বেন তাহলে চুলের যত্নে মেথি কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় শুরু করা যাক-
চুলের যত্নে মেথির ব্যবহার।
নারী এবং পুরুষের সৌন্দর্যের একটি প্রধান অনুষঙ্গ হল চুল বা কেশ। চুলের সৌন্দর্যতা রক্ষায় আমরা সবসময়ই সচেতন থাকার চেষ্টা করি। তারপরও বিভিন্ন কারণে আমাদের চুলের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। বিশেষ করে অল্প বয়সে চুল পেকে যাওয়া, ঝরে পড়া, চুলের বৃদ্ধির না হওয়া ইত্যাদি।
এসব সমস্যার কারণে আমরা অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। চুলের যত্নে ঘরোয়া কিছু ভেষজ উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করলে খুব সহজেই সব সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। চুলের যত্নে যেসব ভেষজ উপাদান খুবই কার্যকরী সেগুলোর মধ্যে অন্যতম হলো মেথি।
মেথির পানির স্প্রে
সামান্য পরিমাণের মেথি পানি ভর্তি একটি পাত্রে নিয়ে সারারাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে পরিষ্কার কাপড় দিয়ে পানি ছেঁকে নিন। এরপর একটি স্প্রে বোতলে ভরে নিন। সকালবেলা হেয়ার স্প্রের মতো চুলে লাগান এবং কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন।
মেথির গুঁড়ো
চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি চাইলে মেথি ভিজিয়ে রেখে তা ব্লেন্ডার করে চুলে লাগাতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে তা হলো ব্লেন্ডারকৃত মেথি চুলে লাগিয়ে ৩০ মিনিট ধরে রেখে দিয়ে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এটি প্রাকৃতিক কন্ডিশনার এর কাজ করবে।
মেথি ও নারিকেল তেল
নারিকেল তেল ও মেথি মিশ্রণে এক ধরনের প্যাক তৈরি করা যায়। এজন্য আপনাকে যা করতে হবে তা হলো মেথি ভিজিয়ে রেখে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এর সঙ্গে নারিকেল তেল মিশিয়ে আপনার চুলে লাগান সম্পূর্ণ শুকিয়ে যাবার পর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। এই হেয়ার প্যাকটি আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে।
মেথি ও লেবুর রস
লেবুর রস ও মেথি একসঙ্গে মিশিয়ে এক ধরনের প্যাক তৈরি করা যায়। এই প্যাক চুলে ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয়। সপ্তাহে অন্তত ২ বার এটি ব্যবহার করতে পারেন। এতে করে মাথার ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়ে যাবে।
মেথি ও দই
দই এবং মেথি দিয়েও এক ধরনের হেয়ার প্যাক তৈরি করা যায়।দই এবং মেথি দিয়ে যে প্যাকটি তৈরি করবেন এটি মাথার গোড়ায় ভালোভাবে মেখে শুকিয়ে যাওয়ার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে আপনার মাথার খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল নরম ও ঝলমলে হবে।
মেথি ও কালোজিরা
চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার আপনার চুলকে করে তুলবে মজবুত ও ঝলমলে। এই জন্য আপনাকে যা করতে হবে তাহলো ১ টেবিল চামচ মেথি ও ১ টেবিল চামচ কালোজিরা আলাদা আলাদা করে গুড়ো করে নিতে হবে এরপর একটি কাছের বোতলে ১০০ মিলিগ্রাম নারিকেল তেল নিয়ে মেথি ও কালোজিরার গুঁড়ো দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে।
একটি বড় কড়াইয়ে পানি দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটানো শেষ হলে তেল রাখা কাঁচের বোতলটি গরম পানিতে ডুবিয়ে দিন। এভাবে ১৫ মিনিট রাখার পর আপনার চুলের ব্যবহার করুন। এটি আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন এই জন্য এই তেলটি করার রোদে গরম করে নিতে হবে।
মেথি ও অ্যালোভেরা
চুলের যত্নের আরও একটি গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান হচ্ছে অ্যালোভেরা। এই এলোভেরার সঙ্গে মেথি মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল আরো সুন্দর হবে। চুলের দ্রুত বৃদ্ধির জন্য এলোভেরা ও মেথি ব্যবহার করতে পারেন।
এই জন্য আপনাকে যা করতে হবে তা হলো ৩ চা চামচ এলোভেরার জেল নিয়ে তাতে ২ চা চামচ মেথি পাউডার মিক্স করে নিন। এবার এই হেয়ার প্যাকটি আপনার চুলে ও মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। এবার ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি ম্যাজিকের মত কাজ করে।
মেথি ও ডিম
চুলের যত্নে মেথি সঙ্গে অন্যান্য ভেষজ উপাদান মিশিয়ে আমরা যেসব হেয়ার প্যাক নিয়ে আলোচনা করলাম এর পাশাপাশি ডিম ও মেথি নিয়েও এক ধরনের হেয়ার প্যাক তৈরি করা যায় যেমন মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এর সঙ্গে কাঁচা ডিম মিশ্রণ করে নিতে হবে তারপর তা মাথায় মেখে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
মেথির তেল বানানোর নিয়ম।
আলোচনার এই অংশে আমি আপনাদের সঙ্গে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ। মেথি তেল কিভাবে বানানো যায় এই বিষয়টি নিয়ে। আসুন কিভাবে মেথির তেল বানানো যায় সেই বিষয়টি জেনে নেয়া যাক-
চুলের মেথির তেলের ব্যবহার খুবই জনপ্রিয়। মেথি তেল বানাতে প্রথমে আপনাকে একটি কাচের জারে মেথির দানা নিতে হবে এরপর ব্লেন্ডারে মেথির দানা আধাভাঙ্গা করে নিতে হবে। এবার কাঁচের বোতলে আধাভাঙ্গা মেথির দানার সঙ্গে অন্য যে কোন তেল মিশিয়ে নিতে পারেন। যেমন- নারিকেল তেল,জোজবা ওয়েল,অলিভ অয়েল। তবে নারিকেল তেল হলে সবচেয়ে ভালো হয়।
আরো পড়ুনঃ কালোজিরা খাওয়ার উপকারিতা সম্পর্কে
এবার মেথির দানা ও তেল একসঙ্গে মিশিয়ে জারের মুখ আটকে দিন ৩ থেকে ৬ সপ্তাহ তেলটি এভাবে রেখে দিন। যতদিন যাবে তত মেথির দানার নির্যাস তেলের সঙ্গে মিশিয়ে তেলের রঙ গাঢ় হবে। ৬ সপ্তাহ পরে তেলটি ছাঁকনি দিয়ে ছেকে মেথির দানা আলাদা করে নিন। এবার একটি পরিষ্কার প্লাস্টিকের বোতলে বা অন্য কোন কাঁচের বোতলে তেলটি ঢেলে নিয়ে সংরক্ষণ করুন। তবে ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো হয়।
শেষ কথা
প্রিয় পাঠক, উপরের দেখানো নির্দেশনা গুলো যথাযথভাবে পালনের মাধ্যমে আপনার চুলের সৌন্দর্যতা খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের খুবই ভালো লেগেছে। পরবর্তী কোন পোস্টে আবার আপনাদের সামনে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url