সরকারি নার্সিং কলেজের নাম, ঠিকানা ও আসন সংখ্যা

সরকারি নার্সিং কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজকের এই আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই আর্টিকেলে সরকারি নার্সিং কলেজের তালিকা বিভাগ ও আসন সংখ্যা তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এইচএসসি পরীক্ষা শেষ করার পর নিজেকে প্রস্তুত করে তুলুন সরকারি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষার জন্য আর সেই সাথে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সরকারি নার্সিং কলেজের নাম, ঠিকানা ও আসন সংখ্যা জেনে নিন
কেননা এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন সরকারি নার্সিং কলেজের নাম, ঠিকানা ও আসন সংখ্যা সহ অন্যান্য তথ্য।

সরকারি নার্সিং কলেজের নাম,ঠিকানা ও আসন সংখ্যা।

নার্সিং পেশা হচ্ছে এমন একটি মহৎ পেশা যে পেশার মাধ্যমে সরাসরি দুস্থ অসহায় অসুস্থ মানুষের সেবা করার সুযোগ পাওয়া যায়। নার্সিং পেশা শুধুমাত্র একটি মহৎ পেশা নয় এই পেশায় নিয়োজিতরা সমাজ ও রাষ্ট্রে নিজেদের সম্মানসূচক অবস্থায় অধিষ্ঠিত করতে পারে। 
বাংলাদেশে মোট সরকারি নার্সিং কলেজের সংখ্যা 70 টি। এই 70টি কলেজে মোট আসন সংখ্যা বর্তমানে 7880টি। সরকারি 70 টি নার্সিং কলেজের 5টি বিভাগের শিক্ষার্থী ভর্তি করানো হয়। 

যেমন- ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি( 3 বছর মেয়াদী), ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (3 বছর মেয়াদী), বিএসসি ইন নার্সিং (4 বছর মেয়াদী) বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক (2 বছর মেয়াদী), বিএসসি ইন মিডওয়াইফারি পোস্ট বেসিক (2 বছর মেয়াদী), এমএসসি ইন নার্সিং(2 বছরের মেয়াদী)। 
বাংলাদেশের সরকারি নার্সিং কলেজে যে 5টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হয় তার সবগুলো বিভাগ কোন একটি কলেজে নাও থাকতে পারে। কোন কলেজে রয়েছে 1টি ভাগ 2টি বিভাগ 3টি বিভাগ। সবগুলো বিভাগের শিক্ষার্থী একই কলেজে ভর্তি করানো হয় এরকম কলেজ নেই।

নিচে তালিকা আকারে সরকারি নার্সিং কলেজের নাম, ঠিকানা, বিভাগ অনুযায়ী আসন সংখ্যা দেয়া হলো। সরকারি নার্সিং কলেজের নাম, ঠিকানা ও বিভাগ অনুযায়ী আসন সংখ্যা প্রতিবছর ভর্তির সময় কম-বেশি করানো হয় অর্থাৎ প্রতি বছর আপডেট হয় আজকের এই পোস্টে সর্বশেষ আপডেট তথ্য দেয়া হয়েছে।

সরকারি নার্সিং কলেজ ডিপ্লোমা ইন নার্সিং, মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং।

নার্সিং কলেজের নাম
আসন সংখ্যা
ডিপ্লোমা ইন নার্সিংডিপ্লোমা ইন মিডওয়াইফারিবিএসসি ইন নার্সিং
নার্সিং ইনস্টিটিউট মিটফোর্ড, ঢাকা।

80

25

0

নার্সিং ইনস্টিটিউট জেনারেল হাসপাতাল কুষ্টিয়া।

80

25

0

নার্সিং ইনস্টিটিউট জেনারেল হাসপাতাল রাঙ্গামাটি।

80

25

0

নার্সিং ইনস্টিটিউট জেনারেল হাসপাতাল পটুয়াখালী।

80

25

0

নার্সিং ইনস্টিটিউট জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জ।

50

25

0

  নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল মুন্সিগঞ্জ।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল চুয়াডাঙ্গা।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল মাগুরা।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল মৌলভীবাজার।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল শেরপুর।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল জয়পুরহাট।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল ঠাকুরগাঁও।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল রাজবাড়ী।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া।

70

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল বাগেরহাট।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল কুড়িগ্রাম।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল নেত্রকোনা।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল মাদারীপুর।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল পিরোজপুর।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল বরগুনা।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল নওগাঁ।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল পঞ্চগড়।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল কিশোরগঞ্জ।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল ঝিনাইদহ।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল চাঁদপুর।

50

25

0

নার্সিং ইনস্টিটিউট সদর হাসপাতাল মাদারিপুর।

0

25

0

ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা।

0

50

100

চট্টগ্রাম নার্সিং কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম।

0

50

100

মানিকগঞ্জ নার্সিং কলেজ মানিকগঞ্জ।

0

25

100

নার্সিং ওয়াইফারি কলেজ দিনাজপুর।

0

25

100

লালমনিরহাট নার্সিং কলেজ লালমনিরহাট।

50

25

50

বান্দরবান নার্সিং কলেজ বান্দরবান।

50

25

50

শেরেবাংলা নার্সিং কলেজ ঢাকা।

0

25

100

পাবনা নার্সিং কলেজ পাবনা।

80

25

50

ঝালকাটি নার্সিং কলেজ ঝালকাঠি।

0

50

0

সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজ কিশোরগঞ্জ।

0

25

25

নড়াইল নার্সিং কলেজ নড়াইল।

50

0

0

শেখ হাসিনা নার্সিং কলেজ সিরাজগঞ্জ।

0

25

25

ফৌজদারহাট নার্সিং কলেজ চট্টগ্রাম।

0

50

0

বগুড়া নার্সিং কলেজ বগুড়া।

0

50

0

সৈয়দ জহুরা তাজউদ্দিন নার্সিং কলেজ কাপাসিয়া গাজীপুর।

50

25

0

বরিশাল নার্সিং কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল।

0

50

100

সিলেট নার্সিং কলেজ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট।

0

50

100

রাজশাহী নার্সিং কলেজ , রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী।

0

50

100

ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ।

0

50

100

রংপুর নার্সিং কলেজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর।

0

50

100

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ কুমিল্লা।

80

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ফরিদপুর।

80

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ খুলনা।

80

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়া।

80

50

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুর।

80

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ নোয়াখালী।

80

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ যশোর।

80

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল।

80

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ কক্সবাজার।

50

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ সাতক্ষীরা।

70

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ফেনী

50

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ভোলা।

50

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ গোপালগঞ্জ।

50

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ নীলফামারী।

50

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ জামালপুর।

50

25

50

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ হবিগঞ্জ।

50

25

50

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট বাউফল পটুয়াখালী।

50

0

0

আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ ডামুডা শরীয়তপুর।

50

0

0

সরকারি নার্সিং কলেজ পোস্ট বেসিক বিএসসি নার্সিং ও পোস্ট বেসিক বিএসসি মিডওয়াইফারি।

নার্সিং কলেজের নাম আসন সংখ্যা
পোস্ট বেসিক বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি মিড ওয়াইফারি
ফৌজদারহাট নার্সিং কলেজ চট্টগ্রাম।

125

20

বগুড়া নার্সিং কলেজ, শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া।

125

20

খুলনা নার্সিং কলেজ, খুলনা।

125

20

নার্সিং কলেজ মহাখালী, ঢাকা।

125

20

সৈয়দা জহুরা তাজউদ্দিন নার্সিং কলেজ, গাজীপুর।

125

0

বরিশাল নার্সিং কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

20

0

সিলেট নার্সিং কলেজ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

20

0

রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

20

0

ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

20

0

রংপুর নার্সিং কলেজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

20

0

সরকারি নার্সিং কলেজের নাম (এমএসসি নার্সিং)।

সরকারি নার্সিং এমএসসি কলেজের সংখ্যা দুইটি। যথা-
১।জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মুগদা, ঢাকা।
আসন সংখ্যাঃ 120 টি।
২। মহাখালী নার্সিং কলেজ মহাখালী, ঢাকা।
আসন সংখ্যাঃ 150 টি।

শেষ কথাঃ

আজকের এই আর্টিকেলের মাধ্যমে নার্সিং কলেজের নাম ঠিকানা অন্যান্য তথ্য সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের এই পোস্টটি পড়ে আপনি নার্সিং কলেজ এর নাম ঠিকানা অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আজকের এই পোস্টের যে সকল তথ্য উল্লেখ করা হয়েছে তা নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

নার্সিং কলেজ ও নার্সিং পেশা সম্পর্কে সাধারণ কিছু জিজ্ঞাসা ও উত্তর।

প্রশ্নঃ নার্সিং কলেজে ভর্তির শিক্ষাগত যোগ্যতা কি?
উত্তরঃ এসএসসি ও এইচএস সি যে কোন বিভাগ।

প্রশ্নঃবিএসসি ইন নার্সিং (৪ বছর মেয়াদী) ভর্তির শিক্ষাগত যোগ্যতা কি?
উত্তরঃ এসএসসি, এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৭ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩ নিচে থাকা যাবে না। এইচএসসিতে জীববিজ্ঞানে জিপিএ ৩ থাকতে হবে। (২০২৩-২৪ শিক্ষাবর্ষ অনুযায়ী)

প্রশ্নঃ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তির শিক্ষাগত যোগ্যতা কি?
উত্তরঃ যে কোন বিভাগে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৬ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর নিচে থাকা যাবে না।

প্রশ্নঃসরকারি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষার কত মার্কের MCQ থাকে?
উত্তরঃ ১০০ মার্ক

প্রশ্নঃ নার্সিং কলেজে ভর্তি পরীক্ষায় পাস মার্ক কত?
উত্তরঃ ৪০ এর উর্ধ্বে

প্রশ্নঃ সরকারি নার্সিং চাকুরী কততম গ্রেডে?
উত্তরঃ ১০ম

প্রশ্নঃবাংলাদেশের নার্সদের বেতন কত?
উত্তরঃ বাংলাদেশের একজন নার্স সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেয়ে থাকে যার মূল বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০- ৩৮৬৪০ টাকা। এছাড়া বেসরকারি হাসপাতালগুলো তাদের নিজ নিজ বেতন পলিসি অনুযায়ী নার্সদের বেতন দিয়ে থাকে তবে সাধারণভাবে বলা যায় বেসরকারি হাসপাতালে নার্সের বেতন ১৫০০০থেকে ৩০০০০টাকা পর্যন্ত।

প্রশ্নঃ সরকারি নার্সিং কলেজের সংখ্যা কত?
উত্তরঃ ৭০ টি

প্রশ্নঃসরকারি নার্সিং কলেজের আসন সংখ্যা কত?
উত্তরঃ ৭৮৮০

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url