ওয়ালটন কোম্পানি সেরা ১৫টি ফ্রিজের মডেল নাম্বার ও মূল্য

সাশ্রয়ী মূল্যে যদি আপনি ফ্রিজ কেনার চিন্তাভাবনা করেন তাহলে আপনার চাহিদা মত ওয়ালটন কোম্পানির যে কোন একটি ফ্রিজ ক্রয় করতে পারেন। ওয়ালটন কোম্পানির ফ্রিজ কেনার পূর্বে আপনাকে জানতে হবে ওয়ালটনের সেরা ফ্রিজের মডেল কোনগুলো এবং এইসব মডেলের ফ্রিজের মূল্য কত। আজকের এই আর্টিকেলে আপনি ওয়ালটন কোম্পানির সেরা বেশ কয়েকটি ফ্রিজের মডেল নাম্বার ও মূল্য সম্পর্কে জানতে পারবেন।
ওয়ালটন কোম্পানি সেরা ১৫টি ফ্রিজের মডেল নাম্বার ও মূল্য
এছাড়া আরো জানতে পারবেন ওয়ালটন কোম্পানির ফ্রিজের ওয়ারেন্টি ও গ্যারান্টি শর্ত গুলো কি কি? ফ্রি স্ক্যানার পূর্বে ফ্রিজ কেনার পূর্বে কোন কোন বিষয়গুলো দেখে নেওয়া উচিত এই দুটি বিষয় সম্পর্কে। ওয়ালটন কোম্পানির ফ্রিজ ক্রয় করার পূর্বে অবশ্যই মডেল নাম্বার ও মূল্য দেখে নিন আর এই জন্য আপনাকে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে ওয়ালটন কোম্পানির সেরা ১৫ টি ফ্রিজের মডেল নাম্বার ও মূল্য সম্পর্কে জানতে পারবেন।

ওয়ালটন কোম্পানি সেরা ১৫টি ফ্রিজের মডেল নাম্বার ও মূল্য।

বাংলাদেশে দেশি ব্র্যান্ডের যে ফ্রিজ গুলো সবচেয়ে বেশি বিক্রি ও ব্যবহৃত হচ্ছে সেগুলোর মধ্যে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ উন্নতম। পাশাপাশি অন্যান্য দেশীয় ব্র্যান্ডের ফ্রিজগুলো পছন্দের তালিকায় থাকে। দেশীয় ইলেকট্রনিক শিল্পে ওয়ালটন ফ্রিজ কোম্পানি নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। 
দামে সাশ্রয় হওয়ার জন্য মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বা স্বল্প আয়ের মানুষের নিকট পছন্দনীয় একটি ব্র্যান্ডের নাম হচ্ছে ওয়ালটন। স্বল্প আয়ের মানুষের ফ্রিজ কেনার আগ্রহের শুরুতেই চলে আসে ওয়ালটন ফ্রিজের নাম। এবার আমি আপনাদের জানাবো ওয়ালটন কোম্পানির সেরা ১৫ টি ফ্রিজের মডেল নাম্বার ও মূল্য।

WNI-6A9-GDSD-DD মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: non-frost
  • HCFC free: Cyclopentane
  • Gross Volume: 591Ltr
  • Net Volume: 548 Ltr
  • CFC Free:R600a
  • Using latest intelligent inverter Technology
  • No need to use voltage stabilizer
WNI-6A9-GDSD-DD ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • গ্লাস ডোর;
  • ডিজিটাল ডিসপ্লে;
  • বিগ স্টোরেজ;
  • ওয়াইড ভোল্টেজ ডিজাইন;
  • ইন্টেলিজেন্ট ইনভার্টার কম্প্রেসার;
  • ডুয়াল কন্ট্রোল;
  • হলিডে মুড;
  • WNI-6A9-GDSD-DD ফ্রিজের মূল্য= 1,12,990
WNR-6D6-GSRE-MW মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: non-frost
  • HCFC free: Cyclopentane
  • Gross Volume: 646Ltr
  • Net Volume: 598 Ltr
  • CFC Free:R600a
  • Using latest intelligent inverter Technology
  • No need to use voltage stabilizer
WNR-6D6-GSRE-MW ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • কভার গ্লাস ডোর;
  • ডিজিটাল ডিসপ্লে;
  • টারবোকুল মুড;
  • বিগ স্টোরেজ;
  • ওয়াইড ভোল্টেজ ডিজাইন;
  • অ্যাকুই ফাউন্টেন;
  • WNR-6D6-GSRE-MW ফ্রিজের মূল্য= 1,50,000
WNR-6F0-SCRC-CO মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: non-frost
  • HCFC free: Cyclopentane
  • Gross Volume: 660Ltr
  • Net Volume: 613 Ltr
  • CFC Free:R600a
  • Using latest intelligent inverter Technology
  • No need to use voltage stabilizer
WNR-6F0-SCRC-CO ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • কভার ডোর;
  • এলসিডি ডিসপ্লে;
  • মোবাইল অ্যাপ কন্ট্রোল;
  • আলাদা আলাদা তাপমাত্রা নিয়ন্ত্রণ;
  • WNR-6F0-SCRC-CO ফ্রিজের মূল্য= 1,79,990
WNI-6A9-GDNE-BD মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: non-frost
  • HCFC free: Cyclopentane
  • Gross Volume: 591Ltr
  • Net Volume:548 Ltr
  • CFC Free:R600a
  • Using latest intelligent inverter Technology
  • No need to use voltage stabilizer
WNI-6A9-GDNE-BD ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • অত্যাধুনিক ডিসপ্লে ফ্রিজটি আপনি আঙ্গুলের স্পর্শ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন;
  • ফ্রিজের তাপমাত্রা ডিসপ্লের মাধ্যমে কন্ট্রোল এবং দেখতে পাবেন;
  • ফ্রিজের তাপমাত্রা দেখা এবং নিয়ন্ত্রণ করা;
  • ঘড়ি;
  • ক্যালেন্ডার;
  • অফলাইন ভিডিওস;
  • অফলাইন মিউজিক;
  • অনলাইন গ্রোসারী শপিং;
  • WNI-6A9-GDNE-BD ফ্রিজের মূল্য= 1,48,990
WNR-6D6-GDFS-DD মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: non-frost
  • HCFC free: Cyclopentane
  • Gross Volume: 646Ltr
  • Net Volume: 598 Ltr
  • CFC Free: R600a
  • Voltage: 220-240 V
  • Using latest intelligent inverter Technology
  • No need to use voltage stabilizer
WNR-6D6-GDFS-DD ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • ডিজিটাল ডিসপ্লে সিস্টেম;
  • গ্লাস ডোর;
  • বিগ স্টোরেজ;
  • একইউ ফাউন্টেন;
  • টার্বোকুল মুড;
  • WNR-6D6-GDFS-DD ফ্রিজের মূল্য= 1,43,990
WFC-3F5-GDEH-DD (Inverter) মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • Door: Glass door
  • Gross Volume: 380Ltr
  • Net Volume: 365 Ltr
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
  • Using latest intelligent inverter Technology
  • No need to use voltage stabilizer
WFC-3F5-GDEH-DD (Inverter) ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • অ্যাডভান্স ডিজিটাল ডিসপ্লে;
  • গ্লাস ডোর;
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFC-3F5-GDEH-DD (Inverter) ফ্রিজের মূল্য= 55,090
WFC-3F5-GDEH-XX মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • Door: Glass door
  • Gross Volume: 380Ltr
  • Net Volume: 365 Ltr
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
  • Using latest intelligent inverter Technology
  • No need to use voltage stabilizer
WFC-3F5-GDEH-XX ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • স্টোরেজ ক্যাপাসিটি বিভিন্ন অংশে ভাগ;
  • গ্লাস ডোর;
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFC-3F5-GDEH-XX ফ্রিজের মূল্য= 52,990
WFD-1D4-GDEL-XX মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • Gross Volume: 157Ltr
  • Net Volume:144Ltr
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
WFD-1D4-GDEL-XX ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFD-1D4-GDEL-XX ফ্রিজের মূল্য= 29,490
WFB-2B6-GDEH-SC মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • Gross Volume: 252Ltr
  • Net Volume:238Ltr
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
WFB-2B6-GDEH-SC ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • দীর্ঘ সময় খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • খাবার সংরক্ষণের জন্য ড্রয়ার রয়েছে;
  • স্মার্ট কনট্রোল;
  • আন্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট;
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFB-2B6-GDEH-SC ফ্রিজের মূল্য= 42,990
WFE-2H2-GDXX-XX মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • Gross Volume: 282Ltr
  • Net Volume:265Ltr
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
WFE-2H2-GDXX-XX ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • দীর্ঘ সময় খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • আন্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFE-2H2-GDXX-XX ফ্রিজের মূল্য=41,990
WFB-2E0-GJXB-SX-P মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • Gross Volume: 250Ltr
  • Net Volume:244Ltr
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
WFB-2E0-GJXB-SX-P ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • দীর্ঘ সময় খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • আন্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFB-2E0-GJXB-SX-P ফ্রিজের মূল্য=42,990
WFC-3D8-GAXA-UX-P মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • Door: Glass door
  • Gross Volume: 348Ltr
  • Net Volume: 333 Ltr
  • Special Technology: Nano Health Care
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
  • Using latest intelligent inverter Technology
  • No need to use voltage stabilizer
WFC-3D8-GAXA-UX-P ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • স্টোরেজ ক্যাপাসিটি বিভিন্ন অংশে ভাগ;
  • গ্লাস ডোর;
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFC-3D8-GAXA-UX-P ফ্রিজের মূল্য= 52,990
WFA-1N3-GDXX-XX মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • HCFC free: Cyclopentane
  • Gross Volume: 193Ltr
  • Net Volume:175Ltr
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
WFA-1N3-GDXX-XX ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে।
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • দীর্ঘ সময় খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • আন্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট;
  • সিঙ্গেল ডোর;
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFA-1N3-GDXX-XX ফ্রিজের মূল্য=26,290
WFE-3B0-GDEN-DD (Inverter)মডেল ওয়ালটন ফ্রিজ।
  • Type: Direct Cool
  • Gross Volume: 341Ltr
  • Net Volume: 320Ltr
  • Refrigerant: R600a
  • Voltage: 220-240 V
WFE-3B0-GDEN-DD (Inverter) ফ্রিজের বৈশিষ্ট্য হচ্ছে।
  • অ্যাডভান্স ডিজিটাল ডিসপ্লে;
  • গ্লাস ডোর;
  • স্বাস্থ্যসম্মত সতেজ বাতাস;
  • খুব দ্রুত ঠান্ডা হয়;
  • দীর্ঘ সময় খাবার সর্বোচ্চ সতেজ রাখে;
  • আন্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট;
  • বিদ্যুৎ সাশ্রয় কম্প্রেসার;
  • WFE-3B0-GDEN-DD (Inverter) ফ্রিজের মূল্য=50,490

ওয়ালটন কোম্পানির ফ্রিজের ওয়ারেন্টি ইনফর্মেশন।

ওয়ালটন কোম্পানির যেকোনো মডেলের ফ্রিজের ওয়ারেন্টি ইনফরমেশন গুলো সাধারণত ২ ধরনের হয়ে থাকে। যেমন- রেসিডেন্সিয়াল ব্যবহার এবং কমার্শিয়াল ব্যবহারের ক্ষেত্রে ওয়ারেন্টি ইনফরমেশন আলাদা আলাদা। 
ওয়ালটন কোম্পানির যেকোনো মডেলের ফ্রিজের ওয়ারেন্টি ইনফরমেশন আপনার জানা থাকলে খুব সহজেই সার্ভিস নিতে পারবেন। তাই ওয়ারেন্টি ইনফরমেশন মনোযোগ সহকারে পড়ুন। ওয়ালটন কোম্পানির যেকোনো মডেলের ফ্রিজের ওয়ারেন্টি ইনফরমেশন নিম্নরূপ-

রেসিডেন্সিয়াল ব্যবহার
রিপ্লেসমেন্ট গ্যারান্টি ১ বছর, কম্প্রেসার ১২ বছর, ডোর ৩ বছর, স্পেয়ার পার্ট ৪ বছর, সেল সার্ভিস ৫ বছর।

বাণিজ্যিক ব্যবহার
কম্প্রেসার ৪ বছর, ডোর ১ বছর, স্পেয়ার পার্ট ২ বছর, সেল সার্ভিস ২ বছর।

সকল প্রকার ওয়ারেন্টির ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন-
  • কোন দুর্ঘটনা, বৈদ্যুতিক ত্রুটি, প্রাকৃতিক কারণ, অবহেলা জনিত কারণে ফ্রিজ এর কোন ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • ওয়ালটন কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোন ব্যক্তির দ্বারা ফ্রিজের কোন পরিবর্তন জর্নিত ফ্রিজের কোন ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • প্রত্যেকটি ফ্রিজের একটি সিরিয়াল নাম্বার রয়েছে এটি সরিয়ে ফেলা হলে বা নষ্ট করলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়
  • ওয়ালটন ফ্রিজ কর্তৃপক্ষ তাদের পণ্যের ওয়ারেন্টি কোন প্রকার নোটিশ ছাড়াই পরিবর্তন পরিবর্ধন এবং বাতিল করার ক্ষমতা রাখে।

ফ্রিজ কেনার আগে যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।

ফ্রিজের কম্প্রেসার ভালো মানের কিনা তা সবার আগে জানতে হবে। কেননা কম্প্রেসার হলো ফ্রিজের মূল ইঞ্জিন। কম্প্রেসার এর উপর নির্ভর করে ফ্রিজ কতদিন টিকবে ও সার্ভিস দেবে। ফ্রিজের কম্প্রেসার এর উপর নির্ভর করে ফ্রিজের বিদ্যুৎ আশ্রয়, কত দিন টিকবে ইত্যাদি।
ফ্রিজ কেনার আগে যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।
ফ্রিজ কেনার আগে দেখে নিন ফ্রিজটি বিদ্যুৎ সাশ্রয় কিনা, এখন প্রশ্ন হল কোন ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয় তা বুঝার উপায় কি সাধারণত যে ফ্রিজের গায়ে একটি নির্দিষ্ট স্থানে স্টার চিহ্ন যুক্ত থাকে সেগুলো বিদ্যুৎ সাশ্রয়ী।

ফ্রিজের শোরুম থেকে ফ্রিজ কেনার আগে দেখে নিন সেটি ফ্রস্ট নাকি ননফ্রস্ট। যেসব ফ্রিজের অভ্যন্তরে বা খাবারের গায়ে বরফ জমে সেগুলো ফ্রস্ট আর যেসব ফ্রিজের বরফ জমে না সেগুলো ননফ্রস্ট। ফ্রস্ট ফ্রিজের তুলনায় ননফ্রস্ট ফ্রিজের বিদ্যুৎ খরচ বেশি। 
বিদ্যুৎ চলে গেলে ননফ্রস্ট ফ্রিজে রাখা খাবার গুলো দুই থেকে তিন ঘন্টার বেশি সতেজ থাকে না। অন্যদিকে ফ্রস্ট ফ্রিজে বিদ্যুৎ চলে গেলেও দীর্ঘক্ষণ খাবার ভালো থাকে। এবার আপনি সিদ্ধান্ত নিন ফ্রিজ কিনবেন।

ন্যানো হেলথ কেয়ার যুক্ত ফ্রিজের খাবার গুণগত মান ভালো থাকে এবং সবজি ও খাবার সতেজ রাখে। তাই আপনি ফ্রিজ কেনার আগে দেখে নিন এটি ন্যানো হেলথ কেয়ার যুক্ত কিনা।

ফ্রিজ কেনার আগে দেখে নিন আপনার ফ্রিজে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে। ফ্রিজে ৩ ধরনের গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। যেমন-R12, R143a, R600a. এর মধ্যে R600a হচ্ছে সবচেয়ে ভালো গ্যাস এবং পরিবেশ বান্ধব। বর্তমানে বাজারে যেসব ফ্রিজ পাওয়া যায় বেশিরভাগ ফ্রিজে R600a গ্যাস ব্যবহার করা হচ্ছে তাই ফ্রিজ কালার আগে বিষয়টি নিশ্চিত হয়ে নিন।

কনডেন্সর ফ্রিজের ভেতরের পিছনের দিকে থাকে এটি আপনি দেখতে পাবেন না। আপনার কেনা ফ্রিজের কনডেন্সর যদি কপারের হয় তাহলে নিঃসন্দেহে ক্রয় করতে পারেন। কপার কনডেন্সর যুক্ত ফ্রিজ অনেক বিদ্যুৎ সাশ্রয়ী, সহজে মরিচা পড়ে না, ফ্রিজের ভেতর তাড়াতাড়ি ঠান্ডা হয়।

ফ্রিজ কেনার আগে আপনি যে বিষয়েটি মাথায় রাখতে হবে তা হলো ফ্রিজ তুলনামূলক ছোট ক্রয় করা কেননা বড় ফ্রিজের তুলনায় ছোট ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয়ী হয়। তবে পরিবারের সদস্য সংখ্যা বিবেচনায় আপনি বড় ফ্রিজ কিনতে পারেন।
ইনভাটার প্রযুক্তি সম্পূর্ণ ফ্রিজ কিনতে হবে কেননা ইনভাটার প্রযুক্তি কাজ হল দীর্ঘ সময় বাসার বাহিরে গেলে অ্যানার্জি সেভিং মোড চালু করে রাখা যায়। ফ্রিজ কেনার সময় এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে।

সর্বোপরি ফ্রিজ কেনার আগে ফ্রিজে গ্যারান্টি, ওয়ারেন্টি ও অন্যান্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানুন যাতে ফ্রিজ কেনার পর গ্যারান্টি, ওয়ারেন্টি এসব বিষয় নিয়ে কোন ধরনের ঝামেলার মধ্যে পড়তে না হয়। বর্তমানে অনেক কোম্পানি কিস্তিতে ফ্রিজ বিক্রয় করে আপনি যদি কিস্তিতে ফ্রিজ ক্রয় করেন তাহলে কিস্তির বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত জানুন।

শেষ কথাঃ

উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা রেখে আপনি যদি ফ্রিজ ক্রয় করেন তাহলে ফ্রিজ কিনে আপনি ঠকবেন না এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে। মনে রাখবেন একটি ভাল মানের ফ্রিজ যদি আপনি না কিনতে পারেন তাহলে এটি আপনার জন্য বিরম্বনা ও অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই ফ্রিজ কেনার পূর্বে অবশ্যই বিস্তারিত জেনে বুঝে তারপর ক্রয় করবেন। 

আশা করি আজকের এই আলোচনাটি আপনার কাছে ভালো লেগেছে। আজকের এই পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত বন্ধুদের কাছে এই পোস্টটি শেয়ার করুন এতে করে তারাও উপকৃত হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url