ফেসবুকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার উপায়

আপনি বহুদিন হলো ফেসবুক ব্যবহার করছেন কিন্তু কাঙ্খিত ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন না, এই সমস্যার সমাধান কিভাবে করবেন তা জানতে আজকের এই পোস্টটি গুরুত্ব সহকারে পড়ুন। আজকে আমি এই পোস্টের মাধ্যমে সম্পন্ন বৈধ উপায়ে কিভাবে ফেসবুকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
ফেসবুকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার উপায়
আমার দেখানো নির্দেশিকা গুলো যথাযথভাবে পালন করলে আশা করি আগামী এক মাসের মধ্যে প্রায় দুই থেকে তিন হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে যাবেন।

ফেসবুকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার উপায়।

আমরা সবাই চাই আমাদের ফেসবুক কোন পোস্ট শেয়ার করলে সেই পোস্টে অনেকগুলো শেয়ার, লাইক, কমেন্ট আসুক কিন্তু আপনার আইডিতে যদি ফ্রেন্ড কম থাকে তাহলে আপনি কাঙ্খিত লাইক, কমেন্ট, শেয়ার পাবেন না। তাই আপনার ফেসবুক আইডিতে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার উপায় কি কি এই বিষয়টি নিচে তুলে ধরলাম।

ফেসবুকে নিয়মিত অ্যাকটিভ থাকুনঃ

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট বৃদ্ধি পাওয়ার একটি উন্নতম উপায় হচ্ছে ফেসবুকের নিয়মিত অ্যাকটিভ থাকা। আপনি নিয়মিত ফেসবুকে অ্যাকটিভ থাকলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার একাউন্টের প্রতি সুদৃষ্টি রাখে। তবে একটি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে ফেসবুকে কোনভাবেই আসক্তি হওয়া যাবে না। 

কাজকর্ম খাওয়া দাওয়া পড়াশোনা করার পর অবশিষ্ট সময়ে ফেসবুক নিয়মিত ব্যবহার করবেন। তবে আপনি যদি ফেসবুককে আপনার অর্থ আয়ের উৎস হিসাবে গ্রহণ করেন তাহলে সেই আলোচনা ভিন্ন।

নিয়মিত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানঃ

আপনার ফেসবুকে ফ্রেন্ড বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত ১০ থেকে ২০ জন বা এর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তার পূর্বে তার আইডি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। কেননা ফেসবুকে এমন অনেক আইডি রয়েছে যেগুলো ইনাক্টিভ, ইন অ্যাকটিভ আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার ফ্রেন্ড বৃদ্ধি পাবে না। 

আপনি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সে যদি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ আপনার নতুন ফেসবুক ফ্রেন্ডের যেগুলো ফ্রেন্ড রয়েছে সেগুলো আপনার ফেসবুক একাউন্টে ফ্রেন্ড সাজেশন লিস্টে শো করবে আপনি সেখান থেকে আবার নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এভাবেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সহজেই ফ্রেন্ড বৃদ্ধি করা যায়।

ফ্রেন্ড রিকোয়েস্ট দ্রুত একসেপ্ট করুনঃ

ফেসবুকের কোন ইউজার যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আপনার প্রথম কাজ হবে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে সেই একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানা। এরপর আপনি যদি মনে করেন যে অ্যাকাউন্টটি আপনার ফ্রেন্ড লিস্টে একসেপ্ট করার মত তাহলে দ্রুত একসেপ্ট করে নিন। 

আপনি যদি কোন ফ্রেন্ড রিকোয়েস্ট দ্রুত একসেপ্ট না করেন তাহলে ফেসবুক ধরে নেয় আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাকটিভ। কিছু অসাধু মানুষ ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে অনেক সময় আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারে এই ধরনের অসাধু ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা থেকে বিরত থাকতে হবে।

ফেসবুক গ্রুপের যুক্ত হনঃ

আপনার ফেসবুক আইডিতে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো বড় বড় যেগুলো ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া। গ্রুপগুলোতে যুক্ত হওয়ার পর গ্রুপের বিভিন্ন পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এতে করে গ্রুপে আপনার এক ধরনের পরিচিতি বৃদ্ধি পাবে। 

গ্রুপগুলোতে নিয়মিত যুক্ত থাকার সাথে সাথে আপনাকে যা করতে হবে তাহলে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট করতে হবে। এতে করে আপনার আইডি গ্রুপ অন্যান্য সদস্যের সামনে বেশি করে শো করবে হলে গ্রুপের ফলে গ্রুপের অন্যান্য সদস্যরা আপনাকে বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে।

আকর্ষণীয় ও মজার পোস্ট করুনঃ

আপনার ফেসবুকে আকর্ষণীয় ও মজার পোস্ট করুন। শুধু পোস্ট করলে হবে না পোস্টের সঙ্গে সুন্দর সুন্দর ছবি যুক্ত করুন। আপনি সর্বোচ্চ পাঁচটি ছবি যোগ করতে পারবেন। পোষ্টের সঙ্গে ছবি যোগ করলে সেই পোস্টের প্রতি অন্যান্য ফ্রেন্ডদের আকর্ষণ বৃদ্ধি পাবে তাই আমি বলব আপনি যখন ফেসবুকে কোন কিছু লিখে পোস্ট করবেন তার সঙ্গে অবশ্যই প্রাসঙ্গিক পিকচার যুক্ত করুন।

বেশি ফ্রেন্ড আছে এমন ফ্রেন্ডের পোস্ট বা প্রোফাইল ছবিতে কমেন্ট করুনঃ

আপনার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যাদের অনেক বেশি ফ্রেন্ড রয়েছে আপনি তাদের প্রোফাইলে বা অন্যান্য পোস্টে বেশি বেশি কমেন্ট করবেন। লাইক দিলে আপনার আইডি তেমন চোখে পড়বে না কিন্তু আপনি যদি ওই পোস্টে কমেন্ট করেন তাহলে আপনার আইডি তাদের চোখে পড়বে। 

এবার তারা সেখান থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এতে করে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফেসবুকে আপনার যত বেশি ফ্রেন্ড হবে তত বেশি আপনার আইডি গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে।

সংবাদপত্রের ফ্যান পেজে কমেন্ট করুনঃ

দেশ-বিদেশের বড় বড় সংবাদপত্র গুলো যখন গুরুত্বপূর্ণ কোন সংবাদ প্রচার করে তখন সেখানে লক্ষ লক্ষ লোক মন্তব্য করে। আপনিও এমন কোন সংবাদপত্রের পোস্টগুলোতে কমেন্ট করতে পারেন এতে করে আপনার আইডি দেশ ও দেশের বিপুলসংখ্যক মানুষের মধ্যে প্রদর্শিত হবে যার মধ্যে অনেকেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। 

বিভিন্ন বড় বড় পেজ বা গ্রুপে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি চাইলে ফটো কমেন্ট করতে পারেন এতে আপনার কমেন্টের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আপনি বিভিন্ন মজার মজার কমেন্ট করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট থেকে মজার ও আকর্ষণীয় কমেন্টগুলো ডাউনলোড করে আপনি ফেসবুকে কমেন্ট সেকশনে যুক্ত করতে পারেন।

মিউচুয়াল ফ্রেন্ড নেই এমন আইডিগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানঃ

আপনার ফেসবুক ফ্রেন্ড এর মধ্যে কিছু ফ্রেন্ড মিউচুয়াল ফ্রেন্ড হিসাবে মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে। আপনার মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড গুলো আপনার ফ্রেন্ড সাজেশন লিস্টে এমনিতেই দেখাবে এর জন্য আলাদা কোন কিছু করার দরকার নেই। 

তবে আপনার সাথে যাদের মিউচুয়াল ফ্রেন্ড ফ্রেন্ড নেই তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি বেশি পাঠান এর ফলে তারা যখন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবে তখন তাদের ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডগুলো আপনার ফ্রেন্ড সাজেশন লিস্টে চলে আসবে। এভাবে আপনি সম্পূর্ণ বৈধ উপায়ে আপনার ফেসবুক আইডির ফ্রেন্ড বাড়াতে পারবেন।

আপনার প্রোফাইল সুন্দর করে সাজানঃ

আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট বৃদ্ধির একটি প্রধান মাধ্যম হচ্ছে আপনার প্রোফাইল সুন্দর করে সাজাতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলে সুন্দর একটি কভার ফটো এবং যেসব প্রয়োজনীয় তথ্যাদি দেয়া প্রয়োজন তা বিস্তারিত ভাবে দিন। ফেসবুক প্রোফাইলের ছবি ও কভার ফটো আকর্ষণীয় করে তোলার জন্য আপনি ফটোশপ ও ক্যানভা অ্যাপসের সাহায্য নিতে পারেন। 

এই দুটি অ্যাপস থেকে আপনি সুন্দর সুন্দর কভার ফটো এবং প্রোফাইল ফটো ডিজাইন করে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি প্রোফাইল পিকচারে কোন লোগো সেট করতে চান তাহলে আপনি ফটোশপ এবং ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজে। আপনার ফেসবুকের প্রোফাইল ছবি ও কভার ছবির আকর্ষণীয়তার উপর নির্ভর করবে আপনার ব্যক্তিত্ব, দক্ষতা ইত্যাদি।

নিজের নাম ও ছবি ব্যবহার করুনঃ

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুকে নিজের নাম ও নিজের ছবি ব্যবহার করতে চান না এটা ঠিক নয়। বিশেষ করে মেয়েরা তাদের ফেসবুক প্রোফাইলে নিজেদের নাম ও ছবি ব্যবহার করতে অনীহা প্রকাশ করে এর পিছনে তাদের একটি বিশেষ যুক্তিও রয়েছে। তবে বর্তমানে মেয়েরা চাইলেই ফেসবুকে তাদের নিজের নাম ও ছবি ব্যবহার করতে পারবেন। 

ফেসবুকের এমন একটি অপশন রয়েছে যেটা লক করে রাখলে ফেসবুক প্রোফাইল থেকে কারো ছবি ডাউনলোড করা সম্ভব নয়। এটা খুবই সিকিউরিটি প্রদান করে। ফেসবুক প্রোফাইলে নিজের নাম ও ছবি ব্যবহার করলে ফেসবুক প্রোফাইল এর গ্রহণযোগ্যতা অন্যান্যদের কাছে বৃদ্ধি পায়। 

আপনি যদি ফেসবুক প্রোফাইলে আপনার পিকচার, নাম না দিয়ে অন্য কোন উল্টাপাল্টা নাম ও পিকচার দিয়ে থাকে তাহলে অনেকেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে আন্তরিক হবে না। যার ফলে আপনার একাউন্টের ফেসবুকের ফ্রেন্ড বৃদ্ধি পাবে না। ফেসবুকের ফ্রেন্ড বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক প্রোফাইলে নিজের নাম ও একটি সুন্দর ছবি ব্যবহার করতে হবে।

নিয়মিত পোস্ট করুনঃ

আপনার ফেসবুক আইডি তে নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত পোস্ট করলে ফেসবুকে বেশি বেশি রিচ বাড়বে আর বেশি বেশি রিচ বাড়ার অর্থ হলো বেশি বেশি মানুষের কাছে আপনার পোস্টটি পৌঁছানো। নিয়মিত ফেসবুকে পোস্ট করলে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে। 

যেসব বিষয়ে মানুষের মধ্যে যেসব বিষয়ে মানুষের মধ্যে দেখার শোনার ও জানার আগ্রহ রয়েছে সেসব বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুকে আপলোড করুন। যেকোনো ধরনের ভিডিও ফেসবুকে দ্রুত রিচ বৃদ্ধি পায়।

নির্দিষ্ট সময়ে পোস্ট করুনঃ

আপনার ফেসবুকে কোন সময় পোস্ট করলে বেশি ভিউ বাড়বে এটা সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। একটি গবেষণায় দেখা গেছে যে সন্ধ্যে সাতটা থেকে রাত দশটার মধ্যে ফেসবুকে পোস্ট করলে সেই পোস্টের ভিউ বেশি হয় তাই নিয়মিত এই সময়টিতে আপনি পোস্ট করবেন।

অকেশনভিত্তিক পোস্টঃ

আপনার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট বৃদ্ধির জন্য আপনি বিভিন্ন অকেশন ভিত্তিক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করতে পারেন। যেমন বিভিন্ন দিবস, অনুষ্ঠান, ঘটনা ইত্যাদিকে কেন্দ্র করে পোস্ট লিখে ফেসবুকে পোস্ট করতে পারেন। এতে করে আপনার পোস্টটি বেশি সংখ্যক মানুষের মধ্যে রিচ হবে বা পৌঁছাবে এবং তাদের কাছ থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন।

পোস্টে হ্যাস ট্যাগ এর ব্যবহারঃ

আপনি যখন কোন বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করবেন তখন হ্যাস ট্যাগ এর ব্যবহার করুন। পোস্টে হ্যাস ট্যাগ ব্যবহার করলে অন্যের সমজাতীয় পোস্টগুলোর সাথে আপনার পোস্টটি ও সবাই দেখতে পাবে। আপনার পোস্টটি বেশি মানুষের সামনে প্রদর্শিত হবে ফলে আপনার বন্ধু ও অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে।

অন্যান্য উপায়ঃ

আপনার ফেসবুক প্রোফাইলের সেটিংস অপশনে এবাউট সেকশনে গিয়ে পার্সোনাল ইনফরমেশনে মধ্যে আপনার স্কুল, কলেজ এবং কর্মস্থল এ বিষয়গুলো যুক্ত করুন। আপনার আইডিতে স্কুল, কলেজ ও কর্মস্থল যুক্ত করা থাকলে অন্য যারা একই স্কুল, কলেজ ও কর্মস্থলে তাদের আইডি যুক্ত করেছেন সেই সব ফেসবুক ইউজারদের আপনার সাজেস্টেড ফ্রেন্ড লিস্টে দেখতে পাবেন। এতে করে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বৃদ্ধি পাবে।

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না কেন?

এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি ফেসবুক এর অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না হঠাৎ করে এরকম সমস্যা দেখা গেলে দেখা গেল যা অত্যন্ত চিন্তার কারণ। ঠিক কি কারণে আপনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না সেটি সঠিক করে বলা মুশকিল। 

আপনি যখনই কাউকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছেন তখনই আপনার সামনে can not send request এর একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। যদি আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পারি তাহলে আমাদের ফেসবুকের ফ্রেন্ড বাড়বে না আর ফ্রেন্ড না বাড়লে আমাদের পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার কমে যাবে। তাই সবার আগে আমাদের জানতে হবে কেন ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না।

স্পামিং করাঃ

কেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত স্পামিং করা। ফেসবুকে স্পামিং বলতে ফেসবুক ব্যবহারের অস্বাভাবিক আচার-আচরণকে বুঝায়। অনেক সময় আপনি অল্প সময়ে খুব বেশি সংখ্যক ইউজারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক মনে করে ব্যবহারকারী স্পামিং করছে। 

অস্বাভাবিক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো একদিনে যদি আপনি অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে ফেসবুকে এটাকে স্পামিং ধরবে। ফেসবুকের কাছে এটা এক ধরনের অপরাধ। যদি আপনি এক দিনে ১০০ বার ১৫০ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে নিশ্চয়ই এটি একটি অস্বাভাবিক প্রক্রিয়া। 

এটা স্পামিং হবে। আপনি যদি একদিনে অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে ফেসবুক আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান ব্লক করে দিতে পারে। তাই অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেয়ে ফেসবুকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে আনা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করাই উত্তম।

টেকনিক্যাল ত্রুটিঃ

ফেসবুকের টেকনিক্যাল ত্রুটির কারণে অনেক সময় আমরা ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিনা।

১০০০ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোঃ

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না এর একটি অন্যতম কারণ হতে পারে আপনি যদি অলরেডি ১০০০ জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান এবং তারা যদি তা একসেপ্ট না করে। তাহলে আপনি আর ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। 

এখন প্রশ্ন আসে আপনি কি আর কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না? অবশ্যই পারবেন এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন যেসব ইউজার আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেনি অর্থাৎ হ্যাং করে রেখে দিয়েছে তাদের রিকোয়েস্ট ক্যানসেল করে নতুন নতুন ইউজারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

লেখকের মন্তব্যঃ

আজকের এই আলোচনায় আপনারা ফেসবুকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার উপায় এবং ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না কেন এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে পারলেন। এই ধরনের আরো পোস্ট পড়তে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url