কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়
আমরা সবাই কাজের ফাঁকে একটু অবসর পেলেই ফেসবুক ব্যবহার করে থাকি ফেসবুক ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি আজকের এই পোস্টে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব।এই পোস্টটি পড়ে আরো জানতে পাারবেন ফেসবুক পেজে পোস্ট করার নিয়ম এবং কিভাবে ফেসবুক পেজ ভেরিফাই করবেন এই সম্পর্কে।
কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়।
আমরা প্রতিদিন ফেসবুকের মাধ্যমে আমাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন দূরের ও কাছের মানুষের সাথে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করি। এর পাশাপাশি নিজের ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট আপলোড করে থাকি। ফেসবুকের একটি বাণিজ্যিক দিক রয়েছে যেমন ফেসবুকে বিভিন্ন ফ্যান পেজ তৈরি করা, ভিডিও বানানো, ফেসবুক গেম ডেভলপ করা, অনলাইন ব্যবসার মতো অনেক পদ্ধতি মাধ্যমে ফেসবুক হয়ে উঠতে পারে আপনার আমার আয়ের উৎস।
কেউ চাইলেই নিজে একটি ফেসবুক পেজ তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে অথবা নিজের যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠান facebook পেজের মাধ্যমে পরিচালনা করা যায়। আমরা হয়তো অনেকেই শুনেছি যে গুগলের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট টাকা দিয়ে কিনে ব্যবসা-বাণিজ্যের প্রমোট করা হয় কিন্তু এদিক থেকে ফেসবুক অনেকটা এগিয়ে রয়েছে।
ফেসবুকে সম্পন্ন ফ্রি ভাবে শুধুমাত্র একটি বিজনেস পেজ খুলে আপনি চাইলেই বিভিন্ন ব্যবসা দাঁড় করাতে পারবেন।কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এই বিষয়টি জানার আগে আপনাদের অবশ্যই জানতে হবে ফেসবুক পেজ কি ফেসবুক পেজ খুলতে কি কি লাগে এবং ফেসবুক পেজ কেন খোলা হয় তাহলে আর দেরি না করে এই তিনটি বিষয় সম্পর্কে আগে জেনে নেয়া যাক-
ফেসবুক পেজ কি?
ফেসবুক পেজ খুলতে গেলে আপনার অবশ্যই নিজের পরিচালিত একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে। ফেসবুক পেজ হল ফেসবুক এর এমন একটি ফিচার যার মাধ্যমে একজন বিখ্যাত ব্যক্তি, শিল্পী, ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন পণ্যের ব্র্যান্ড, বিভিন্ন সংস্থা এবং অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অনুসারী ও গ্রাহকদের যোগাযোগ করতে পারে।
যখন কোন একজন ফেসবুক পেজে লাইক অথবা ফলো করেন তখন তারা ঐ পেজের আপডেট তাদের নিজেদের নিউজফিডে দেখতে পায়। একজন ব্যবসায়ী একটি ফেসবুক পেজের মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করে আবার একজন সেলিব্রেটি তার নিজের নামে একটি ফেসবুক পেজ খুলে তার ভক্তদের সাথে যোগাযোগ রক্ষা করে নিজের বিভিন্ন একজন সেলিব্রেটি একটি ফেসবুক পেজের মাধ্যমে তার ভক্তদের সামনে তুলে ধরে।
ফেসবুক পেজ খোলার কারণ কি?
আপনারা হয়তো ফেসবুক পেজ কি এই আলোচনা থেকে অনুমান করতে পারছেন একজন ব্যবসায়ী একজন সেলিব্রেটি কেন ফেসবুক পেজ খোলে। একটি ফেসবুক পেজ পরিচালিত হয় একটি ফেসবুক আইডির মাধ্যমে তাহলে দেখা যাচ্ছে আপনি যদি একটি ফেসবুক পেজ খুলতে চান তাহলে সবার আগে আপনার ফেসবুকে একটি আইডি থাকতে হবে যাকে আমরা অনেকে ফেসবুক প্রোফাইল বলে থাকি।
ফেসবুক প্রোফাইলের মাধ্যমেও আমরা আমাদের বিভিন্ন কর্মকান্ড আমাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারি কিন্তু ফেসবুক প্রোফাইলের একটি সীমাবদ্ধতা রয়েছে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনি ফেসবুক প্রোফাইল পরিচালনা করতে পারবেন অন্যদিকে একটি ফেসবুক পেজ এর মাধ্যমে আপনি আনলিমিটেড আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং একজন সেলিব্রেটি চাইলে তার একটিভিটিস ফেসবুক পেজের মাধ্যমে তার ভক্তদের সাথে শেয়ার করতে পারে।
বর্তমানে ছোট-বড় যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই ফেসবুক পেজ অত্যন্ত দরকারি ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই ঘরে বসে ব্যবসা করে থাকে ব্যবসা করছে এছাড়া অনেক ইউটিউবার ব্লগার তাদের চ্যানেলকে জনপ্রিয় করে তোলার জন্য ফেসবুকে পেজ খুলছে। কুকুরের আলোচনা থেকে উপরের আলোচনা থেকে আপনারা সহজেই বুঝতে পারলেন কেন ফেসবুকে পেজ খুলবেন এই সম্পর্কে।
মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়ম।
আলোচনার শুরুতেই আমি আপনাদের বলেছি একটি ফেসবুক পেজ খুলতে গেলে অবশ্যই আপনার একটি ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি কারো ফেসবুক একাউন্ট না থাকে তাহলে তিনি ফেসবুক পেজ খুলতে পারবেন না। তাই শুরুতেই তাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল খুলতে হবে।
নিচের দেখানো স্টেপ গুলো ফলো করে আপনি খুব সহজেই একটি ফেসবুক পেজ খুলতে পারবেন। তো চলুন প্রিয় পাঠক, আমরা একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলি।
স্টেপ- ১ শুরুতে আপনার ফেসবুক আইডি লগইন করুন।
স্টেপ- ২ আপনার মোবাইলের সর্বশেষ ডান পাশের বাটনে ক্লিক করুন।
স্টেপ-৫ এখানে ক্রিয়েট ইউর পেজ Create your page একটি অপশন আসবে এই অপশনের গেট স্টার্ট Get start এ এখানে ক্লিক করুন।
স্টেপ- ৬ হোয়াট দ্যা নেম অফ ইওর পেজ What is the name of your page এই অপশনে আপনার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী পেজের একটি সুন্দর নাম নির্ধারণ করতে হবে। এরপর নেক্সট Next এ ক্লিক করুন।
ক্রিয়েট অপশন এ ক্লিক করার পর আপনার একটি সুন্দর ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে। আশা করি এই স্টেপ গুলো ফলো করে আপনি খুব সহজেই একটি ফেসবুক বিজনেস পেজ সহজেই তৈরি করতে পেরেছেন।
ল্যাপটপ বা ডেক্সটপ থেকে ফেসবুক পেজ খোলার নিয়ম।
আপনি হয়তো খুব সহজেই মোবাইল থেকে একটি ফেসবুক পেজ খুলে ফেলেছেন কিন্তু ল্যাপটপ ও ডেক্সটপ থেকে কিভাবে ফেসবুক পেজ খোলা যায় এই বিষয়টি নিয়ে আপনি চিন্তিত। মোবাইল থেকে একটি বিজনেস ফেসবুক পেজ খোলার চেয়ে ল্যাপটপে ও ডেক্সটপে একটি ফেসবুক পেজ খোলা খুবই সহজ। এখন আসুন কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপে একটি ফেসবুক পেজ খুলবেন সেটি জেনে নিন স্ক্রিনসট সহ-
স্টেপ- ১ শুরুতে আপনার ফেসবুক আইডি লগইন করুন।
স্টেপ- ২ আপনার ফেসবুক প্রোফাইলের বাম পাশে অনেকগুলো অপশন পাবেন এখানে পেজ Page অপশনে ট্যাব করুন।
স্টেপ- ৩ Create new page অপশনে ক্লিক করুন।
স্টেপ-৪ এখানে Page name, Category, Bio এই তিনটি অপশন সুন্দরভাবে পূরণ করে ক্রিয়েট পেজ Create page অপশনে ক্লিক করলে একটি ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে।
ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস।
আপনি যেহেতু ব্যবসা পরিচালনার জন্য একটি ফেসবুক পেজ তৈরি করবেন সেই জন্য আপনি যে ফেসবুক পেজটি তৈরি করেছেন সেই ফেসবুক পেজের কিছু সেটিংস রয়েছে যেগুলো সম্পর্কে জানা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের সুবিধার্থে ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ কিছু সেটিং নিয়ে আলোচনা করব-
প্রোফাইল এবং কভার পিকচারঃ
এরপর আপনাকে যা করতে হবে তা হলো আপনার ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল পিকচার এবং একটি কভার পিকচার সেট করতে হবে আপনারা অনেকেই আছেন যারা গ্রাফিক ডিজাইন করতে পারেন তারা খুব সহজেই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফেসবুক পেজের জন্য লোগো ও কভার ফটো তৈরি করে নিতে পারেন।
কিন্তু যারা গ্রাফিক্স ডিজাইন করতে পারেন না তারা কিভাবে প্রোফাইলের লোগো এবং কভার পিকচার তৈরি করবেন এবার তাদের সম্পর্কে বলব। যারা গ্রাফিক্স ডিজাইন করতে পারেন না তারা চাইলেই ক্যানভা ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে সুন্দর সুন্দর কভার ফটো এবং প্রোফাইল ফটো তৈরি করে নিতে পারবেন।
এই সম্পর্কে জানার জন্য আপনি চাইলেই ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন সেগুলো দেখে নিবেন। তাহলে আপনার জন্য কাজ করা সহজ হবে। কভার পিকচারের সাইজ 820 * 312px প্রোফাইল পিকচারের সাইজ 170 * 170px
ইউজার নেম ইউজার নেমঃ
আপনার একটি ফেসবুক পেজ তৈরি হয়ে গেলে আপনার ফেসবুক পেজে কভার ফটো এবং প্রোফাইল ফটো দেওয়ার পর আপনাকে যা করতে হবে তা হল আপনার পেজের ইউজার নেম তৈরি করে নিতে হবে। আপনার ফেসবুক পেজের নামের নিচে Create username এ এগিয়ে তৈরি করে নিন একটি ইউনিক URL নাম এই ইউজার নেম টি আপনার পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ইউজার নেম দিয়ে সার্চ দিলেই সরাসরি আপনার পেজে গ্রাহকদের নিয়ে আসবে।
কল টু অ্যাকশন বাটনঃ
আপনার পেজের বাম পাশে গিয়ে কল টু একশান বাটন Call to Action বাটন সেট করে নিন। এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন-Call Now, Contact Us, Send Message, Sing Up, Shop Now, আপনি এগুলোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন আপনার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী।
ঠিকানা এবং মোবাইল নাম্বারঃ
আপনার ফেসবুক পেজের About সেকশনের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন সেখানে ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখার অপশন রয়েছে। আপনি কোথায় থেকে ব্যবসা পরিচালনা করছেন সেই ঠিকানা অবশ্যই লিখতে হবে। এছাড়া আপনার কাস্টমারদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আপনার একটি মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এটা আপনার ব্যবসাকে প্রমোট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েবসাইট এবং ইমেইল এড্রেসঃ
আপনার ফেসবুক পেজকে প্রফেশনালিজম করে গড়ে তুলতে চাইলে আপনাকে অবশ্য একটি ইমেইল এড্রেস এবং আপনার ব্যবসা কেন্দ্রিক ওয়েবসাইট লিংক পেজে যুক্ত করে দিতে হবে। যাতে কাস্টমাররা আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার বিক্রিত পণ্য বা সেবা সম্পর্কে আরো বেশি ধারণা পেতে পারে।
ডেসক্রিপশনঃ
ফেসবুক পেজের ডেসক্রিপশন মূলত পেজটি সম্পর্কে কাস্টমারদের ধারণা দিয়ে থাকে। ফেসবুক পেজ এসিওর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেজের সঙ্গে ডিসক্রিপশন যুক্ত করা। তাই আপনি যদি চান আপনার পেজটি ফেসবুকে ভালো রান করুক তাহলে সঠিক কিওয়ার্ড রিসার্চ করে অবশ্যই ডেসক্রিপশন লিখবেন।
অন্যান্য সোশ্যাল মিডিয়া যুক্ত করাঃ
আপনি যদি আপনার ব্যবসার কাজে ফেসবুক পেজ খোলেন তাহলে অবশ্যই আপনার পেজটি হতে হবে অত্যন্ত প্রফেশনাল। যাতে আপনার কাস্টমাররা আপনার ব্যবসা সম্পর্কে ভালো ধারণা রাখতে পারে। আর এই জন্য আপনার পেজে আপনার ব্যবসার সঙ্গে রিলেটেড অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, whatsapps, ইউটিউব এগুলো যুক্ত করতে হবে।
ফেসবুক পেজে পোস্ট করার নিয়ম।
ফেসবুক পেজে পোস্ট করার দুটি নিয়ম রয়েছে আমি আপনাদের পর্যায়ক্রমে এই দুটি বিষয়ে নিয়ে আলোচনা করব।
Meta Business Suite এর মাধ্যমেঃ
Meta Business Suite এর মাধ্যমে ফেসবুক পেজে পোস্ট করার প্রক্রিয়াটি সবচেয়ে প্রফেশনাল। ফেসবুক পেজের মাধ্যমে যারা অনলাইনে ব্যবসা করেন তারা বেশির ভাগই এই Meta Business Suite মাধ্যমে বিভিন্ন পণ্যের ছবি ও ভিডিও পোস্ট করেন। Meta Business Suite মাধ্যমে কিভাবে ফেসবুক পেজে পোস্ট করা হয় বা করতে হয় এই বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো।
প্রথমে আপনার ফেসবুক পেজটি ওপেন করতে হবে, এরপর আপনার ফেসবুক পেজের বাম পাশে Meta Business Suite নামে একটি অপশন পাবেন এই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস আসবে এখানে Create Post অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে আবারো একটি নতুন ইন্টারফেস আসবে।
এখানে,
- Media- অপশন ব্যবহার করে আপনি ফটো, ভিডিও এবং টেমপ্লেট পোস্ট করতে পারবেন। এর মাধ্যমে আপনি সর্বোচ্চ ১০ টি পিকচার পোস্ট করতে পারবেন।
- Post details-এ অপশনটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পণ্যের সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন যেমন পণ্যের দাম কত পণ্যের গুনাগুন ইত্যাদি সম্পর্কে। এছাড়া আপনি এর মাধ্যমে বিভিন্ন স্টিকার জুড়ে দিতে পারবেন, বিভিন্ন বিষয়ে লিংক করতে পারবেন, মেসেজ দিতে পারবেন, লোকেশন সেট করতে পারবেন।
- Scheduling options-এই অপশনটি একটি বিশেষ সুবিধা রয়েছে আপনি ইচ্ছেমতো সময়ে পোস্ট করতে পারবেন যেমন আপনি একটি প্রোডাক্টের পিকচার আপলোড করে সেই প্রোডাক্টের ডিটেইলস লিখে সিডিউল করে রাখতে পারবেন এবং টাইম কমান্ড করে দিলে নির্দিষ্ট সময়ে অটোমেটিক্যালি সেই পোস্টটি facebook পেজে আপলোড হবে।
ফেসবুক পেজের হোমপেজ থেকে পোস্টঃ
ফেসবুক পেজের হোমপেজ থেকে পোস্ট করা খুব একটা প্রফেশনাল নয় তারপরেও শুরুর দিকে আপনি চাইলেই এখান থেকেও facebook পেজে ফটো ভিডিও পোস্ট করতে পারবেন তাহলে চলুন কিভাবে ফেসবুক পেজের হোম পেজ থেকে পোস্ট করা যায় স্টেপ বাই স্টেপ জেনে নিই
প্রথমে আপনার আইডিতে লগইন করে আপনার পেজে যাবেন পেজে ঢুকলে আপনি ক্রিয়েট পোস্ট দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনার আর্টিকেল এবং ছবি পোস্ট করতে পারবেন।
ফেসবুক পেজের মার্কেটিং করার নিয়ম।
আপনি যখন আপনার ব্যবসা প্রচার অর্থাৎ আপনার পণ্যের প্রচার বা সেবার প্রচার এর কাজ যখন ফেসবুকের মাধ্যমে করবেন তখন সেটাকে বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন। বাংলাদেশে ফেসবুক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই জন্য অনেক শিক্ষিত তরুণ তরুণী বর্তমানে বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে ফেসবুকে সেসব পণ্যের প্রোমোশন বা মার্কেটিং করছে ফেসবুক মার্কেটিং দুই ভাবে করা যায় একটি হচ্ছে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং এবং পেড মার্কেটিং আপনাদের সুবিধার্থে নিচে এই দুই পদ্ধতি সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব।
অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিংঃ
অর্গানিক মার্কেটিং হচ্ছে এক ধরনের ফ্রি মার্কেটিং ব্যবস্থা। এই জন্য আপনাকে ফেসবুক কর্তৃপক্ষকে আপনার পণ্যের বা সেবার প্রচার-প্রচারণার জন্য কোন প্রকারের টাকা দিতে হয় না। অর্গানিক মার্কেটিং আপনি যেভাবে করতে পারেন তা হলো ফেসবুক গ্রুপ, পেজ, বিভিন্ন পেজে কমেন্ট তারপর শেয়ারের মাধ্যমে।
প্রথম অবস্থায় ব্যবসা পরিচালনা করতে গেলে আপনাকে অর্গানিক পদ্ধতিতে শুরু করতে হবে পরবর্তীতে যখন আপনার ব্যবসা-বাণিজ্যের প্রসারতা লাভ করবে তখন আপনি ফেসবুকের পেইড মার্কেটিং পদ্ধতি অবলম্বন করতে পারেন। ফেসবুকে অর্গানিক মার্কেটিং পদ্ধতির মাধ্যমে আপনার ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
পেইড মার্কেটিং বা পেইড প্রমোশনঃ
আপনি যখন আপনার পেজের প্রমোশন করানোর জন্য ফেসবুককে টাকা দিবেন তখন তাকে পেইড প্রমোশন বা মার্কেটিং বলে। পেইড মার্কেটিং করাতে গেলে আপনাকে অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। এজন্য আপনার ফেসবুকে একটা এড ম্যানেজার থাকতে হবে এবং ব্যাংকের ডুয়েল কারেন্সি সাপোর্ট করে এরকম একটি অ্যাকাউন্ট থাকতে হবে যার মাধ্যমে ফেসবুক আপনার কাছ থেকে টাকা নেবে।
ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে পেইড মার্কেটিং বা প্রমোশন। এর মাধ্যমে আপনার ব্যবসা প্রচার দ্রুতগতিতে বৃদ্ধি পাবে এবং অতি অল্প সময়ে বেশি অডিয়েন্সের কাছে আপনার পণ্য পৌঁছাতে সক্ষম হবে।
কিভাবে ফেসবুক পেজ ভেরিফাই করবেন।
ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করা ডিজিটাল দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ ভেরিফাই করা থাকলে পেজের সিকিউরিটি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। আপনার অ্যাকাউন্টের অথবা ফেসবুক পেজের ভেরিফাই করার জন্য আপনার নিম্নলিখিত কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। যেমন-
- জাতীয় পরিচয় পত্র,
- পাসপোর্ট,
- ইউটিলিটি বিলের কপি,
- ট্রেড লাইসেন্স,
- ড্রাইভিং লাইসেন্স,
- টিন সার্টিফিকেট
এর যে কোন একটি। তবে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয় পত্র তথ্য দিতে পারলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ দ্রুত ভেরিফাই করার সিদ্ধান্ত নিয়ে থাকে। ভেরিফাইড পেজগুলো মানুষ ফের আস্তা অর্জন করে তাহলে চলুন দেখে নিন কিভাবে আপনার ফেসবুক পেজ ভেরিফাই করবেন।
আপনার ফেসবুক পেজে গিয়ে থ্রি ডট অপশন এ ক্লিক করে স্ক্রলিং করে নিচের দিকে আসলে সেখানে Help & Support অপশন পাবেন এই অপশনে ক্লিক করলে Help Center আসবে এখানে ক্লিক করবেন। Help Center এর সার্চ অপসনে Verification লিখে সার্চ করলে অনেক ধরনের প্রশ্ন আসবে সেখান থেকে Request a verified badge on Facebook এই অপসনে ক্লিক করবেন।
স্ক্রলিং করে নিচের দিকে আসলে সেখানে fill in this form এই অপসনে ক্লিক করলে একটি ফরম বের হবে। ফরমটি সঠিক ভাবে পূরন করে Send করতে হবে।আপনার ফেসবুক পেজটি যদি ভেরিফাইডের উপযুক্ত হয়ে থাকে তাহলে ২৪ ঘন্টার মধ্যে ফেসবুক কতৃপক্ষ আপনার পেজ ভেরিফাইড করে দিবে।
লেখকের মন্তব্যঃ
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা জানতে পেরেছেন কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। এছাড়া আমি ফেসবুকের বেশ কয়েকটি ফিচার ও সেটিংস নিয়ে আলোচনা করেছি যা আপনাদের উপকারে আসবে।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url