একাধিক ফেসবুক আইডি খোলার নিয়ম
একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে যাদের জানার আগ্রহ রয়েছে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই আর্টিকেলে আমি একাধিক ফেসবুক আইডি খোলার নিয়ম সম্পর্কে আপনাদের জানাবো।
আজকের এই আর্টিকেল পড়লে শুধু একাধিক ফেসবুক আইডি খোলার নিয়ম সম্পর্কে জানতে পারবেন এমনটা নয়। ফেসবুক কি? ফেসবুকের সুবিধা অসুবিধা, ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম সম্পর্কে জানবেন।
ফেসবুক কি?
ফেসবুক হল আন্তর্জাতিক সামাজিক যোগাযোগের একটি মাধ্যম। যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। ফেসবুকের সদস্য হতে গেলে কোন অর্থ দিতে হয় না। ফেসবুক মূলত মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান।ফেসবুক ব্যবহারকারীরা প্রথমদিকে এটি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারলে ও কালের পরিক্রমায় ফেসবুকের ব্যবহারের পরিধি অনেক গুণ বেড়ে গেছে।
বর্তমানে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের প্রসার, প্রচার ও পরিচালনা ইত্যাদি হয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তার কারণে ফেসবুক কর্তৃপক্ষ প্রতিনিয়ত এটি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী আপডেট নিয়ে আসছে।
এটি ব্যবহারের মধ্য দিয়ে তাদের বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ, ব্যক্তিগত বিভিন্ন তথ্য আদান-প্রদান, দেশ-বিদেশের খবরা-খবর জানতে পারছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ।
একাধিক ফেসবুক আইডি খোলার নিয়ম।
ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ফেসবুক কর্তৃপক্ষ তাদের ব্যবহারকারী অর্থাৎ ইউজারদের বিভিন্ন সুযোগ-সুবিধার বৃদ্ধির জন্য সব সময় ফেসবুকে আপডেট করছে। এরই ধারাবাহিকতায় একজন ইউজার চাইলেই একটি একাউন্ট থেকে একের অধিক অর্থাৎ সর্বোচ্চ ১০ টি একাউন্ট পরিচালনা করতে পারবেন।
এইজন্য একজন ফেসবুক ব্যবহারকারীকে বারবার একটি একাউন্ট থেকে অন্য একাউন্টে লগইন ও লগ আউট করে যেতে হবে না। ব্যবহারকারীকে একই সঙ্গে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিতে ফেসবুক নতুন এই অপশনটি চালু করেছে। এখন থেকে ফেসবুক কে প্রবেশের পর নিজের নামে ডান পাশে নতুন একটি চিহ্ন দেখা যাবে এই চিহ্নটি হল অ্যাকাউন্ট সুইচার বাটন।
এখান থেকে একসঙ্গে সর্বনিম্ন ২ টি থেকে সর্বোচ্চ ১০ টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। এখন আসুন একাধিক ফেসবুক আইডি কিভাবে খুলবেন এই সম্পর্কে দেখে নেয়া যাক-
প্রথমে আপনার ফেসবুকে হোমপেজে গিয়ে উপরের দিকে ডানপাশে থ্রি. চিহ্ন পাওয়া যাবে এখানে ক্লিক করে আপনার নামের পাশে একটি অ্যারো চিহ্ন দেখা যাবে এই অ্র্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এরপর Create New Profile এই অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে একটি প্রোফাইল নেম দিতে হবে।
তারপর Continue বাটনে ক্লিক করতে হবে এরপর Create Profile অপশন ক্লিক করতে হবে এরপর আপনার সামনে যতবার Next অপশন আসবে ততবার Next এ ক্লিক করবেন এরপর Not Now এ ক্লিক করবেন তারপর Done অপশনে ক্লিক করবেন। এভাবেই আপনার প্রয়োজনে আপনি সর্বোচ্চ ১০ টি প্রোফাইল তৈরি করতে পারবেন।
কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়।
কিভাবে ফেসবুক একাউন্ট খুলতে হয় আজকে সেই বিষয়ে আলোচনা করব আসুন প্রথমে আমরা জেনে নেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে।
- ইন্টারনেট সংযোগ;
- মোবাইল বা কম্পিউটার;
- মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাকাউন্ট; ( আপনি চাইলে মোবাইল নাম্বার অথবা ইমেইল একাউন্ট দিয়ে ফেসবুকে একাউন্ট খুলতে পারবেন)
- ফেসবুক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবহারকারীর বয়স অন্তত ১৩ বছর হতে হবে;
আপনি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে ফেসবুক একাউন্ট খুলতে চাচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে সেই বিষয়টি জেনে নিন-
- প্রথমে আপনাকে একটি ফেসবুক অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে;
- এরপর Create New Account এ অপশনে ক্লিক করতে হবে;
- এরপর Next চাপুন;
- এরপর আপনার নামের প্রথম অংশ First Name বক্সে ও শেষ অংশ Last Name বক্সে লিখুন;
- এরপর Next চাপুন;
- এরপর জন্ম তারিখ সিলেট করুন;
- এরপর Next চাপুন;
- Gender সিলেক্ট করুন (আপনি যদি একজন নারী হন সেক্ষেত্রে ফিমেল এবং আপনি যদি একজন পুরুষ হন সে ক্ষেত্রে মেল অপশনটি সিলেক্ট করুন);
- এরপর Next চাপুন;
- এখন আপনার সামনে দুইটি অপশন আসবে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খোলা জন্য মোবাইল নাম্বার অপশনে নাম্বার দিতে হবে;
- এরপর Next চাপুন;
- অন্যদিকে আপনি যদি চান ইমেইল নাম্বার দিয়ে ফেসবুক একাউন্ট খুলবেন তাহলে Sin up with email address এই অপশন এ ক্লিক করুন;
- তারপর আপনার email address দিন;
- এরপর Next চাপুন;
ফেসবুক অ্যাকাউন্ট এর জন্য একটি পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে হ্যাকিং হওয়ার ঝুঁকি কম থাকে। আপনি যে পাসওয়ার্ড দিবেন তা অবশ্যই কমপক্ষে ছয় সংখ্যার হতে হবে। পাসওয়ার্ড দেয়ার সময় ছোট হাতের বড় হাতের অক্ষর, চিহ্ন, সংখ্যা মিলিয়ে দিন। আপনি যে পাসওয়ার্ড দিবেন তা অবশ্যই মনে রাখবেন;
- এরপর Next চাপুন;
- আপনার সামনে একটি অপশন আসবে Save your Login Info আপনি যদি এখানে সেভ অপশনে ক্লিক করেন তাহলে পরবর্তীতে যখন আপনি আপনার ফেসবুকে নতুন করে লগইন করবেন তখন বারবার পাসওয়ার্ড দিতে হবে না;
- Not now অপশনে ক্লিক করেন তাহলে যতবার আপনি লগআউট করে আবার লগইন করবেন ততবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে;
- Agree to Facebook's terms and policies আপনি যদি ফেসবুকের দেওয়া নীতিমালা ও শর্তাবলির সাথে একমত হন তাহলে আই এগ্রি I agree অপশনে ক্লিক করুন;
- এরপর আপনার দেওয়া ইমেইল অথবা মোবাইল নাম্বারে এসএমএস বা মেইল আসবে মেইল বা মেসেজে পাওয়া কোডটি ফেসবুক কে দিন ;
- এরপর Next চাপুন;
- এরপর Add a profile picture অপশন থেকে Add picture ক্লিক করলে আপনাকে Choose from Gallery এ অপশনে নিয়ে যাবে এখানে ছবি এড করে Done অপশনে ক্লিক করতে হবে;
- তারপর Turn on অপশনে ক্লিক করতে হবে;
- এরপর আপনার ফেসবুক থেকেই আপনার আশপাশের কিছু মানুষকে ফ্রেন্ড হিসাবে অ্যাড করতে বলবে প্রদর্শিত কাউকে যদি আপনি ফ্রেন্ড হিসাবে অ্যাড করতে না চান তাহলে Skip বাটন চাপুন;
প্রিয় পাঠক উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে আপনি চাইলে নিজেই নিজে নিজে আপনার জন্য বা অন্য কারো জন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট সহজেই খুলতে পারেন।
ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম।
সামাজিক যোগাযোগের উন্নতম মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে ফেসবুকের অ্যাকাউন্ট বা প্রোফাইল ডিএক্টিভেশন এবং পার্মানেন্টলি ডিলিট করার ব্যবস্থা রেখেছে এখন এই বিষয়ই দুটি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলব আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং প্রোফাইল কিভাবে ডিএক্টিভেশন এবং ডিলিট করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব-
ডি এক্টিভেশনঃ
ডি অ্যাক্টিভেশন এই শব্দটি শুনে আপনি সহজেই বুঝতে পারছেন এর অর্থ কি deactivation এর অর্থ হলো আপনার ফেসবুক একাউন্ট অথবা প্রোফাইল সাময়িক সময়ের জন্য তার কর্মকান্ড থেকে বিরত রাখা নির্দিষ্ট সময় পর আপনার ইচ্ছা অনুযায়ী আবার সেই facebook অ্যাকাউন্ট অথবা প্রোফাইলটি আপনি চাইলেই এক্টিভেশন করতে পারবেন।
পার্মানেন্টলি ডিলিটঃ
পার্মানেন্টলি ডিলিট এর বাংলা অর্থ হচ্ছে স্থায়ীভাবে বাতিল করা আপনার অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল আপনি চাইলে স্থায়ীভাবে বাতিল করতে বা ডিলিট করতে পারবেন এই সুযোগ ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দিয়েছেআপনি যদি ফেসবুক একাউন্ট অথবা প্রোফাইল ডিলেট করেন তবে ডিলিট করার ৩০ দিনের মধ্যে আপনি চাইলেই একাউন্ট ফিরে পাবেন।
অ্যাকাউন্ট ডিলিট করার ৩০ দিন অতিবাহিত হলে আপনি আর কোনভাবেই সেই অ্যাকাউন্ট ফিরে আনতে পারবেন না। তবে আপনি চাইলেই ডিলিট করা একাউন্টের সকল তথ্য ৯০ দিনের মধ্যে ফিরে পাবেন এই সুযোগ ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দিয়েছে। ৯০ দিন অতিক্রান্ত হলে কোনভাবেই আর আপনার একাউন্টের তথ্য ফিরে আনতে পারবেন না।
প্রিয় পাঠক, আপনাদের হয়তোবা অনেকেরই ফেসবুক একাউন্ট রয়েছে সেই সাথে একটি একাউন্টের অধীনে অনেকগুলো প্রোফাইল তৈরি করে ফেলেছেন। শুধুমাত্র Android ও ios গ্রাহকরা কিভাবে ফেসবুক একাউন্ট অথবা প্রোফাইল ডিলিট করবেন তা নিচে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো-
- Facebook app open করুন;
- ডান পাশের সর্বশেষ বাটনে ক্লিক করুন;
- Settings অপশনে ক্লিক করুন;
- এরপর মেটা অ্যাকাউন্ট সেন্টার গিয়ে See more in Accounts Center অপশন এ ক্লিক করুন ;
- এরপর আপনার সামনে আরেকটি অপশন আসবে Meta Accounts Center এখানে Personal details ক্লিক করুন;
- এরপর আপনার সামনে Account ownership and control এই অপশন আসবে এখানে ক্লিক করুন;
- তারপর Deactivation or deletion অপশনে ক্লিক করুন;
- এরপর আপনার সামনে আপনার ফেসবুক একাউন্ট একটি তালিকা আসবে এই তালিকা থেকে আপনি যে একাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন;
- এরপর আপনার সামনে দুইটি অপশন আসবে,
* Deactivate additional Facebook profile
* Delete additional Facebook profile
- আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে, Deactivate additional Facebook profile এই অপশনটি সিলেট করুন আর যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট অথবা প্রোফাইল ডিলিট করতে চান তাহলে Delete additional Facebook profile অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করুন;
- এরপর আপনি কি কারণে আপনার ফেসবুক প্রোফাইলটি স্থায়ীভাবে ডিলিট করতে চাচ্ছেন সেই অপশনটি বেছে নিন;
- তারপর Continue অপশনে ক্লিক করুন;
- এরপর আবার Continue অপশনে ক্লিক করুন;
- সর্বশেষ আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ডটি দিন;
- তারপর Continue অপশনে ক্লিক করুন;
এভাবেই আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট থেকে যে কোন প্রোফাইল সহজেই ডিলেট এবং ডি অ্যাক্টিভেশন করতে পারবেন আশা করি ফেসবুক একাউন্ট অথবা প্রোফাইল কিভাবে ডিএক্টিভ এবং ডিলিট করবেন সেই বিষয়টি বুঝতে পেরেছেন।
ফেসবুক ব্যবহারের সুবিধা ও অসুবিধা।
বর্তমান সময়ে যে সকল সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সেগুলোর মধ্যে ফেসবুকের অবস্থান সবার উপরে। বর্তমান সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের মাঝে ফেসবুকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে । ফেসবুক ব্যবহার করতে গিয়ে এর ব্যবহারকারীগণ ফেসবুকের কিছু কিছু সুবিধা ও অসুবিধা লক্ষ্য করছে চলুন এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করি।
ফেসবুক ব্যবহারের সুবিধাঃ
- ফেসবুক ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজে দূরের এবং কাছের মানুষের সাথে দ্রুত সময়ে যোগাযোগ করতে পারছি।
- বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর আমরা অনায়াসে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছি।
- বর্তমানে ফেসবুক একটি ব্যবসা পরিচালনার মাধ্যমে হিসাবেও দাঁড়িয়ে গেছে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র ফেসবুকে বিভন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে।
- ফেসবুক ব্যবহারের ফলে আমাদের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটছে প্রত্যন্ত অঞ্চলের ব্যবহারকারীরা ফেসবুকের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভা গুলোকে সবার সামনে তুলে ধরার একটি সুযোগ পাচ্ছে মূলত ফেসবুকের মাধ্যমে।
- ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার প্রচারণার ফলে মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি হচ্ছে যা সমাজকে বিকশিত করতে সহায়তা করে।
ফেসবুক ব্যবহারের অসুবিধাঃ
- প্রত্যেক জিনিসের বা বিষয়ের ব্যবহারের ক্ষেত্রে যেমন কিছু সুবিধা রয়েছে তেমন অসুবিধা রয়েছে। আসুন এবার ফেসবুক ব্যবহারের অসুবিধা সমূহ কি কি জেনে নিন-
- ফেসবুক ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হলো এর মাত্রাতিক্ত ব্যবহার এর ফলে আমাদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিচ্ছে।
- অতিরিক্ত ফেসবুক ব্যবহারের ফলে দীর্ঘক্ষণ আমরা মোবাইল ল্যাপটপ বিভিন্ন ডিভাইসে সময় কাটাচ্ছি এর ফলে আমরা পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং দূরত্ব সৃষ্টি হচ্ছে। যেমন আগে মানুষ অবসর সময়ে পরিবারের সঙ্গে বন্ধু-বান্ধবের সাথে গল্প করে সময় কাটাতো এখন সেই সময়টা ফেসবুকে কাটাচ্ছে এতে করে পারিবারিক বন্ধন এবং সামাজিক বন্ধন বিচ্ছিন্ন হচ্ছে।
- ফেসবুক চালাতে গিয়ে মোবাইল ল্যাপটপে বেশি সময় দিতে হচ্ছে এর ফলে আমাদের চোখের সমস্যা দেখা দিচ্ছে যা ফেসবুক ব্যবহারের একটি মারাত্মক অসুবিধা।
- ফেসবুক ব্যবহারের সবচেয়ে বড় অপব্যবহার হল আমাদের তরুণ সমাজ বিশেষ করে ছাত্র সমাজ তাদের মূল্যবান সময় ফেসবুকে কাটিয়ে দেন। এই সময়টা যদি তারা পড়াশোনায় মনোযোগ দিত তাহলে তাদের মেধা বিকশিত হতো।
- ফেসবুক ব্যবহারের মাধ্যমে আমাদের সমাজে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। যেমন ফেসবুকে অপরাধীরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। সমাজে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির একটি অন্যতম কারণ ফেসবুক এ ছাড়া যুব সমাজের নৈতিক অবক্ষয়ের উন্নতম কারণ ফেসবুক।
- একজন ফেসবুক ব্যবহারকারী চাইলেই এটির মাধ্যমে সমাজে বিভিন্ন ধরনের ভুল তথ্য খবর প্রচারের মাধ্যমে সমাজ রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে পারে।
লেখকের মন্তব্যঃ
একাধিক ফেসবুক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানার আগ্রহ যাদের রয়েছে তারা অলরেডি আজকের এই পোস্টটি পড়ে বিষয়টি জানতে পারলেন। একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম পরিবর্তন হলে তা পরবর্তীতে সংশোধনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url