ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো
ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো এই বিষয়টি আপনার জানা অত্যন্ত জরুরি। কেননা সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক আমাদের নিত্য।তাই ফেসবুক আইডি নিরাপদ রাখা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন এই বিষয়টি যদি জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।তো চলুন কথা না বাড়িয়ে ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক-
ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো।
Facebook জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম আমরা এই মাধ্যমে ব্যক্তিগত অনেক তথ্য শেয়ার করে থাকি। তাই ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা সকলেই করে থাকি। তবে যতই সাবধানতা অবলম্বন করা হোক না কেন যে কোন সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে আপনি কিভাবে বুঝবেন তা জানতে ফেসবুক কর্তৃপক্ষ এক ধরনের বিশেষ সুবিধা চালু রেখেছে। আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা নিম্নাত্মক পদক্ষেপ এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন।
অজানা একাউন্ট থেকে ফেসবুক লগইনঃ
আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর বা অন্য কোন একাউন্ট থেকে যদি আপনার ফেসবুক লগইন করা হয় তার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে ফেসবুক রাখে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর লগইন তথ্য দেখে সহজেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট কোথায় থেকে ব্যবহার করা হচ্ছে।
এই বিষয়টি বোঝার জন্য আপনাকে আপনার ফেসবুক একাউন্টের লগইন হিস্ট্রি দেখতে হবে। ফেসবুক একাউন্টে লগ ইন হিস্ট্রি দেখতে আপনাকে যা করতে হবে-
আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন>Facebook ড্যাশবোর্ডের ডানপাশের থ্রি ডটে ক্লিক করুন> এরপর সেটিংসে ক্লিক করুন>সিকিউরিটি এন্ড লগইন এ ক্লিক করুন। Where You Logged In সেকশনটি দিকে নজর রাখুন। সেখানে কোন ডিভাইস থেকে কোন সময় কোন স্থান থেকে কোন ব্রাউজার ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা হয়েছে তার একটি তালিকা দেখতে পাবেন।
এই তালিকায় কোন স্থান থেকে কোন অজ্ঞাত একাউন্ট থেকে লগইন করা হয়েছে তার তথ্য দেখলেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। এর মানে অপরিচিত কোন ডিভাইস থেকে আপনার ফেসবুকে লগইন করা হয়েছে কিনা তা আপনি সহজেই বুঝতে পারবেন। এখানে আপনি আপনার ফেসবুকে লগইনের সকল History আপনি দেখতে পাবেন।
একটু সময় নিয়ে দেখলে সহজে বুঝতে পারবেন অনেক পুরনো একাউন্ট থেকে লগইন করা থাকলে, সাম্প্রতিক সময়ে লগইন করা থাকলে সবকিছুই বুঝতে পারবেন। এই ডিভাইসের তালিকায় থাকা প্রতিটি ডিভাইসে ক্লিক করলে আপনি সেগুলো থেকে লগ আউট করার অপশন পাবেন। তালিকা দেখে দেখে অপরিচিত ডিভাইস থেকে সাথে সাথে লগ আউট করে ফেলুন।
এছাড়া একেবারে সকল ডিভাইস যদি আপনি লগ আউট করতে চান তাহলে Log Out Of All Sessions এই অপশন এ ক্লিক করতে পারেন।
ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবার পর হ্যাকাররা যদি দ্রুত আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে তাহলে আপনি আর আপনার ফেসবুক একাউন্টে সঠিক পাসওয়ার্ড দিয়েও ঢুকতে পারবেন না।
হ্যাকাররা আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার পর সেটার ইমেইল এড্রেস ফোন নাম্বার পরিবর্তন করে ফেলে তাই আপনি আপনার ফেসবুক একাউন্টের সেটিংস থেকে এই তথ্যগুলো যাচাই করে নিন যদি দেখেন আপনার দেওয়া তথ্য গুলো আর আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে বুঝবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে।
অপরিচিত ফেসবুক ফ্রেন্ড
আপনার ফেসবুক অ্যাকাউন্টের হোম পেজে আপনি যেগুলো পোস্ট করেছেন এগুলো বাদে আপনি পোস্ট করেন নাই এমন পোস্ট যদি দেখতে পান অথবা আপনার ফেসবুকে একাউন্টের ফ্রেন্ড লিস্টে অপরিচিত অন্য কাউকে ফ্রেন্ড লিস্টে একটিভ হতে দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছেন।
অনেক সময় আমরা অন্য কারো মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ এ ফেসবুকে লগইন করে ব্যবহারের পর পুনরায় লগ আউট না করে চলে আসি। তথ্যপ্রযুক্তির এই যুগে এই ধরনের ভুল অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। এছাড়া অনেক সময় পাসওয়ার্ড ছাড়া ডিভাইস চুরি হয়ে গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আপনি চাইলেই বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা এই সম্পর্কে জানতে পারবেন। Have I Been Pwned ওয়েবসাইট ব্যবহার করে আপনি ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার তথ্য জানতে পারবেন এই জন্য আপনাকে যা করতে হবে তাহলো-
Have I Been Pwned এই ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর আপনার ফেসবুক একাউন্টে ফোন নাম্বার অথবা ইমেইল এড্রেস প্রদান করুন pwned? বাটনে ক্লিক করুন। এরপর আপনার facebook একাউন্টের কোন তথ্য ফাঁস হয়েছে কিনা তা জানতে পারবেন তা জানতে পারবেন।
ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়।
এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে গেলে করণীয় কি সেই সম্পর্কে।
দ্রুত পাসওয়ার্ড চেঞ্জঃ
আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার সাথে সাথে বিষয়টি যদি আপনি জানতে পারেন অতি দ্রুত আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ( Facebook Password Change) করে ফেলুন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে যা করতে হবে-
আপনার ফেসবুকের সেটিংস (Setting) অপশনে গিয়ে ক্লিক করুন>এরপর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি (Password & Security) অপশন এ ক্লিক করুন>চেঞ্জ পাসওয়ার্ড (Change Password) অপশন এ ক্লিক করুন।
এরপর আপনার সামনে পাসওয়ার্ড চেঞ্জ এর একটি ইন্টারফেস আসবে কারেন্ট পাসওয়ার্ড(Current Password) নিউ পাসওয়ার্ড(New Password) রি টাইপ নিউ পাসওয়ার্ড(Re-Type New Password) অপশন পূরণ করুন এরপর চেঞ্জ পাসওয়ার্ডে(Change Password) ক্লিক করুন।
আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে আপনার একাউন্টের লগইন ডিটেলস(Log In Details) এর মধ্যে যতগুলো ডিভাইস অথবা লোকেশন ব্যবহার করে আপনার ফেসবুকে লগইন করা হয়েছে সেগুলো লগ আউট অফ অল সেকশন( Log Out Of All Sessions) অপশনে গিয়ে ক্লিক করুন এতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো ডিভাইস লগইন রয়েছে সেই প্রত্যেক ডিভাইস থেকে লগ আউট করে দেয়া হবে।
পাসওয়ার্ড চেঞ্জ করলে করনীয়ঃ
হ্যাকার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় তাহলে আপনার করণীয় কি এই সম্পর্কে জানতে নিজের অপশনটি মনোযোগ সহকারে পড়ুন-
গুগলে গিয়ে ফেসবুক ভিজিট করুন;
Forgot Your Password? ক্লিক করুন;
এবার আপনার ফোন নাম্বার বা ইমেইল এড্রেস দিয়ে আপনার একাউন্টটি খুঁজে বের করুন;
আপনার অ্যাকাউন্ট স্ক্রিনে প্রদর্শিত হলে রিসেট ইউর পাসওয়ার্ড (Reset Your Password) এই অপশনে ক্লিক করুন এরপর ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করে নিন।
ফেসবুক কর্তৃপক্ষকে জানানোঃ
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। এক্ষেত্রে আপনাকে facebook.com/hacked এই ওয়েবসাইটে প্রবেশ করে My Account is compromised বাটনে ক্লিক করে সকল তথ্য সঠিক মত প্রদান করে আপনাকে ফেসবুক একাউন্ট হ্যাক সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে হবে।
কোন ওয়েবসাইট বা ওয়েভ অ্যাপ এর মাধ্যমে হ্যাকঃ
আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কোন ব্যক্তি হ্যাক না করে কোন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে হ্যাক করা হয়ে থাকে তাহলে আপনার একাউন্টে এক্সেস থাকা সকল অ্যাপের তালিকা দেখতে প্রথমে সেটিংসে (Settings) প্রবেশ করুন এরপর অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে ( Apps and Websites) ক্লিক করুন সম্পূর্ণ তালিকা দেখতে সি মোর (See More) অপশনে ক্লিক করুন।
কোন সন্দেহজনক অ্যাপ এই তালিকায় দেখে থাকলে অ্যাপের পাশে থাকা চেক বক্সে মার্ক করুন এবং উপরে থাকা রিমুভ (Remove) বাটনে ক্লিক করে অ্যাপটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিন।
ফেসবুক হ্যাক হওয়ার কারণ।
ফিশিং পদ্ধতিঃ
বেশিরভাগ ফেসবুক অ্যাকাউন্ট ফিশিং পদ্ধতির মাধ্যমে হ্যাক করা হয়। ফিশিং পদ্ধতির মাধ্যমে হ্যাকাররা প্রথমে আপনার ফেসবুকের অনুরূপ একটি নকল ওয়েব পোর্টাল তৈরি করে। তারপর আপনাকে সেই ওয়েব পোর্টালে লগইন করতে বলে ইমেইল পাঠায়।
আপনি যখনই ঐ ইমেইলের লিংকে ক্লিক করবেন আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড প্রবেশ করিয়ে তখন আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য অসাধু হ্যাকারদের কাছে চলে যাবে। ফিশিং পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে।
অন্য কোন ডিভাইসে পাসওয়ার্ড সেভ করাঃ
আমরা সাধারণত নিজের ল্যাপটপ বা মোবাইল থেকেই ফেসবুক পরিচালনা করি কিন্তু অনেক সময় অন্য কারো ডিভাইস থেকে গেস্ট ইউজার হিসাবে ফেসবুক কে লগইন করার প্রয়োজনীয়তা পড়ে।
আপনি যখন অন্য কারো ডিভাইসে ফেসবুক লগইন করবেন তখন সেখানে পাসওয়ার্ড সেভ বা সংরক্ষণ করার অনুমতি চায় আপনি খুব দ্রুত লগইন করার জন্য সাধারণত সেবাটি গ্রহণ করে থাকেন কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনি নিজের একাউন্টে নিরাপত্তা জনিত সংকট দেখা দেয়ার ব্যবস্থা করে দিচ্ছেন।
কি লগিংঃ
কি লগইন হলো একটি বিপদজনক ভাইরাস। এটা ইলেকট্রনিক ডিভাইসের ফোল্ডার এর ভিতরে লুকিয়ে থাকে একজন প্রযুক্তি বিশেষজ্ঞ অনেক তা সনাক্ত করতে পারে না। আপনার অজান্তে যদি এই কি লগার আপনার কম্পিউটার, মোবাইল ও ট্যাবলেটে ইনস্টল হয়ে যায় তবে আপনি আপনার ডিভাইসে যা টাইপ করবেন না কেন সেগুলো অটোমেটিক্যালি রেকর্ড করে নেবে আর পরবর্তীতে সমস্ত তথ্য পাঠিয়ে দেয়া হয় হ্যাকারদের কাছে।
লোভনীয় অফারঃ
আমরা অনেকেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার জন্য উৎগ্রীব হয়ে থাকি। হ্যাকাররা অনেক সময় আপনাকে বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্যবহারের অফার দিয়ে থাকে এজন্য তারা এক ধরনের কোড ব্যবহার করে আপনি যখনই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার জন্য ওই সকল কোডে ক্লিক করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় ব্যক্তিগত তথ্য হ্যাকাররা হ্যাকারদের কাছে চলে যাবে যা খুবই বিপদজনক।
দুর্বল পাসওয়ার্ডঃ
আপনার সোস্যাল যোগাযোগের মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে দুর্বল পাসওয়ার্ড। আমরা অনেক সময় ফেসবুকে পাসওয়ার্ড হিসেবে মোবাইল নাম্বার, জন্ম তারিখ, নিজের নাম এই ধরনের কমন বিষয়গুলো ব্যবহার করে থাকি যা মোটেও ঠিক নয় এটি আপনার ফেসবুক একাউন্ট হ্যাক করার সহজতম রাস্তা।
ফেইক বন্ধুত্বঃ
হ্যাকাররা অনেক সময় আপনাকে টার্গেট করে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এর মাধ্যমে তারা প্রাথমিকভাবে আপনার তথ্যগুলো তারা সংগ্রহ করে রাখবে এক পর্যায়ে এসে হ্যাকাররা আপনাকে ইনবক্সে লিংক পাঠাবে আপনি যখনই না বুঝে লিংকে ক্লিক করবেন তখনই আপনার গোপন পাসওয়ার্ড এবং ইমেইল হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে।
ফেসবুক অ্যাপ ডাউনলোডঃ
ফেসবুকে নানান ধরনের অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা অনেক সময় বিভিন্ন সাইট থেকে ফেসবুকের অ্যাপ ডাউনলোড দিয়ে থাকি যা মোটেও ঠিক নয়। ফেসবুক অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে একমাত্র নিরাপদ মাধ্যম হচ্ছে গুগল প্লে স্টোর এর বাহিরে অন্য কোন মাধ্যম থেকে ফেসবুকে ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।
ফেসবুক আইডি হ্যাক হলে জিডি করার নিয়ম।
মনে করেন আপনি রাত্রের বেলা ফেসবুক ব্যবহার করে ঘুমিয়ে পড়েছেন সকালে উঠে আর আপনি আপনার ফেসবুকে ঢুকতে পারছেন না বা আপনি জানতে পারলেন আপনার facebook অ্যাকাউন্টটি হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। তখন আপনি সময়ক্ষেপণ না করে নিকটস্থ থানায় গিয়ে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এই মর্মে একটি সাধারণ ডায়েরি করবেন।
এতে করে আপনার ফেসবুক একাউন্ট থেকে কোন ধরনের অপরাধমূলক কাজ সংঘটিত হলে আপনাকে আইনি সহায়তা দেবে। আপনার নিকটস্থ থানায় জিডি করার পর আপনি চাইলে ঢাকা মহানগর পুলিশের অধীনে থাকা সাইবার ক্রাইম ইউনিটের নাম্বারে (০১৭৬৯৬৯১৫২২) সরাসরি ফোনে কথা বলতে পারেন।
শুধু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক নয় অনলাইনে যেকোনো ধরনের অপরাধ ও প্রতারণার শিকার হলে এই ইউনিটকে আপনি সরাসরি জানাতে পারবেন। এছাড়া সাইবার ক্রাইম ইউনিটের ওয়েবসাইট ও ফেসবুক পেজ(https://www.facebook.com/ciccidbdpolice) আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি সরাসরি সাইবার ক্রাইম ইউনিটের দপ্তরে গেলে।
সেখানে আপনার সমস্যা শুনে দায়িত্ব কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা করবেন, তা না হলে নির্ধারিত ফর্মে আপনাকে বিস্তারিত অভিযোগ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করবেন। কিভাবে থানায় জিডি করবেন জিডি করতে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে এখন আপনাকে জানাবো।
- নিজ হাতে লেখা অথবা কম্পিউটারে কম্পোজ করা জিডির আবেদন ফরম ২ কপি।
- আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।
- একটি নতুন ইমেইল একাউন্ট যা আগে কোন ব্রাউজারে বা ডিভাইসে ব্যবহার করা হয়নি।
ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার উপায়।
বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফেসবুক। ফেসবুক ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুজে পাওয়া খুব মুশকিল। বিভিন্ন কারণে ফেসবুক হ্যাক হয়ে থাকে। ফেসবুক হ্যাক হয়ে গেলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি।
ফেসবুক হ্যাক হওয়ার পর হ্যাকাররা আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করে যে সকল অপরাধ মূলক কাজ করবে এর দায় দায়িত্ব আপনার উপরই বর্তাবে আইন গত ভাবে। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন এই বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব-
শক্তিশালী পাসওয়ার্ড এর ব্যবহারঃ
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী করতে হবে। ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড হিসাবে আপনার মোবাইল নাম্বার, নিজের নাম ও জন্মতারিখ এগুলো ব্যবহার না করাই উত্তম উত্তম। পাসওয়ার্ড এমন হবে যাতে হ্যাকাররা খুব সহজে আন্দাজ করতে না পারে।
পাসওয়ার্ডটি হবে কমপক্ষে ৮ অক্ষরের। যত বড় পাসওয়ার্ড হবে ততই ভালো। পাসওয়ার্ড এ আপনি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বিশেষ চিহ্ন ও সংখ্যা ব্যবহার করতে পারেন এতে করে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে।
ফেসবুক পাসওয়ার্ড অন্য কোথাও ব্যবহার না করাঃ
আপনি ফেসবুকে যে ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবেন এই পাসওয়ার্ড অন্য কোন মাধ্যমে আর ব্যবহার না করাই ভালো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে আসবে।
পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাঃ
প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে তা মনে রাখা সময় কষ্টকর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপস ব্যবহার করতে পারেন যেখানে আপনি খুব সহজেই আপনার পাসওয়ার্ড গুলো নিরাপদে থাকবে প্রয়োজনে সেখান থেকে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন।
একই পাসওয়ার্ড দীর্ঘ দিন না ব্যবহার করাঃ
কোন ওয়েবসাইট বা অ্যাপসে একই পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো একই পাসওয়ার্ড দীর্ঘ দিন ব্যবহারের ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাধারণত প্রতি এক বছর পর পর পাসওয়ার্ড চেঞ্জ করা ভালো।
রিমেম্বার পাসওয়ার্ড ফিচারটি ব্যবহার না করাঃ
বিশেষ প্রয়োজনে আপনি যখন অন্য কারো ডিভাইস দিয়ে আপনার facebook অ্যাকাউন্ট লগইন করবেন এই সময় আপনাকে একটি মেসেজ প্রদর্শন করে এটিতে রিমেম্বার পাসওয়ার্ড (Remember Password) অপনে ক্লিক না করে নেভার রিমেম্বার পাসওয়ার্ড ফর দিস সাইড(Never Remember Password For This Site) কিংবা নট নাও ( Not Now) অপশনটি বেছে নেওয়ার নিরাপদ।
আপনি যখনই এ রিমেম্বার পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ওই নির্দিষ্ট ডিভাইসে থেকে যাবে এর মাধ্যমে আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঠিক লিংক ব্যবহার করাঃ
ফেসবুক লিঙ্কে ঢোকার সময় অনেকে ভুলবশত facebook.com লিখতে গিয়ে faec.com ,facebook.co, facebook1.com ইত্যাদি লেখে। ইন্টারনেট ফিশাররা মুল লিঙ্ক এদিক সেদিক করে ট্রাপ লিংক তৈরি করে। তাই লিংকে প্রবেশ করার সময় সতর্কতার সাথে সঠিক লিংক ব্যবহার করুন।
Login এলার্ট চালু রাখাঃ
লগ ইন অ্যালার্ট চালু রাখার বিশেষত হলো অন্য কোন ব্রাউজার বা ডিভাইস থেকে আপনার ফেসবুক একাউন্টে লগইন করা হয় তাহলে সঙ্গে সঙ্গে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে যে আপনার ফেসবুকে কেউ ঢুকেছে। লগ ইন এলার্ট চালু করার নিয়ম-(Setting>Security and Login>Get Alerts About Unrecognized Logins) এই ডিরেকশনে গিয়ে লগইন অ্যালার্ট চালু করার সেটিংস পাবেন। এরপর (Save Changes) সেভ চেঞ্জ এ ক্লিক করে লগইন এলার্ট চালু করুন।
লগইন কোড ভেরিফিকেশনঃ
লগিন কোড ভেরিফিকেশন একটি অধিক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এটি সেটিংস করা থাকলে কোন অপরিচিত বাজার থেকে লগইন করলে একটি কোড নাম্বার এর মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করতে হবে আপনার পরিচয় নিশ্চিত করার পর নির্দিষ্ট কোড নাম্বারটি দিয়ে আপনি আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করতে পারবেন।
লেখক এর মন্তব্যঃ
Facebook ব্যবহারের ক্ষেত্রেও কিছু অপকারিতা আমাদের সামনে ধরা পড়ছে। ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ সংঘটিত হচ্ছে। এটি মূলত হয়ে থাকে ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে তাই আজকে আপনাদের সামনে ফেসবুক হ্যাকিং এর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা ফেসবুক হ্যাকিং হলে কি হয় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং হলে করণীয় কি এইসব বিষয়ে সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। আসুন আমরা সবাই মিলে ফেসবুকে সঠিক ব্যবহার নিশ্চিত করি।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url