ডায়াবেটিস রোগীর জন্য কাঁচা সজনে পাতা উপকারিতা
আমাদের দেশের গ্রীষ্মকালীন একটি সবজি সজিনা ডাটা বা সজনে ডাঁটা। সজনের ডাটা পাতা পাতা ও ফুলে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ। এই পোস্ট পড়ার পর আপনি জানতে পারবেন ডায়াবেটিস রোগীর জন্য কাঁচা সজনে পাতা খাওয়ার উপকারিতা এবং সজনে পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে।এই পোস্টটি পড়ার মাধ্যমে ডায়াবেটিস রোগীর জন্য কাঁচা সজনে পাতা খাওয়ার উপকারিতা এবং সজনে পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে জানার পাশাপাশি আপনি আরো জানতে পারবেন সজনে পাতা বেশি খেলে কি কি ক্ষতি হতে পারে বা অপকারিতা সম্পর্কে।
ডায়াবেটিস রোগীর জন্য কাঁচা সজনে পাতা খাওয়ার উপকারিতা।
আমাদের মধ্যে অনেকেই আছেন সজিনার ডাটা এবং সজিনার পাতা খুব একটা পছন্দ করি না। আপনি এর পুষ্টিগুণ জানলে অবাক হবেন। শুধুমাত্র সজিনা পাতা এবং ডাটা উপকারী নয় এর ফুলেরও রয়েছে ব্যাপক ঔষধি গুণ। নানা ধরনের অসুখ-বিসুখের হাত থেকে বাঁচাতে সজনে ডাঁটা, পাতা ও ফুলের জুড়ি মেলা ভার।
যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় তাদের জন্য সজনে পাতা ও সজনে ডাটা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ সরবরাহ করে।গবেষকদের মতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিটামিন এবং খনিজ রয়েছে সজনের ডাটায়। এর পাতায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম। এছাড়া রয়েছে ক্যালসিয়াম প্রোটিন আয়রন ও আমিনো এসিড এসব উপাদান গুলো যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
কিছু খাবার ও পানীয় রয়েছে যা আমাদের শরীরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এগুলোর মধ্যে সজনের ডাটা এবং সজনে পাতা রস রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রতিদিনের খাদ্য তালিকায় সজনে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একটি দল তারা বলছেন, ডাইবেটিস রোগ প্রতিরোধে ব্যাপক কার্যকর ডাটা ও পাতার রস পাশাপাশি ব্যাকটেরিয়া ভাইরাল ও ছত্রাক সংক্রমণ জয়েন্টের বিভিন্ন ধরনের ব্যথা পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ এই সবজিটি দারুন কাজ করে।
রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে সজনে ডাটা। সজনে ডাটাই থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজ রক্তে গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করে। সজনে পাতায় থাকা প্রোটিন রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় তাই ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী এই সজনে ডাটা ও পাতা।সজনে ডাটায় আন্টিব্যাকটেরিয়াল রয়েছে যা কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রাইটিস ও আলসারেটিভ কোলাইটিসের ন্যায় পাচনজনিত সমস্যার সমাধান করে।
সজনের ডাটা, পাতা ও ফুল ক্যান্সারের বিরুদ্ধেও ভালো কাজ করে। পাশাপাশি হজম শক্তি বাড়ায়, শ্বাসকষ্ট দূর করে, হৃদযন্ত্র ভালো রাখে, শরীরের বিভিন্ন জায়গার ব্যথা থেকে মুক্তি দেয়। চুল ও ত্বকের উপকার করে।
সজনে পাতা খাওয়ার নিয়ম।
সজনে পাতার জুসঃ
আপনার বাড়িতে থাকা সজনে গাছ থেকে কিছু পাতা নামিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে এটাকে ব্লেন্ডার করে আপনি জুস বানিয়ে খেতে পারেন। সজনে পাতার জুসের টেস্ট বাড়াতে আপনি এর সঙ্গে বিভিন্ন মসলা যোগ করতে পারেন। যেমন- আদা, জিরা ও একটু বিট লবণ ইত্যাদি। সঙ্গে পানি মিস করতে ভুলবেন না। আপনি চাইলে এর সঙ্গে কিছু মধু মিশিয়ে খেতে পারেন।
সজনে পাতার ভর্তাঃ
সজনে পাতার জুস বানিয়ে খাওয়ার পাশাপাশি আপনি চাইলে সজনে পাতার ভর্তাও খেতে পারেন। দুই ভাবে সজনে পাতার ভর্তা বানাতে পারবেন। প্রথমত, কাঁচা সজনে পাতার ভর্তা, সেজন্য কাঁচা পাতা ভালো করে বেটে নিয়ে এটাকে টেস্ট করার জন্য যা যা লাগে যেমন রসুন, আদা, মরিচ ও পেয়াজ তা দিতে হবে। দ্বিতীয়ত, সেদ্ধ করে ভর্তা, সজনে পাতা সিদ্ধ করে নিয়ে তারপর এর সঙ্গে বিভিন্ন মসলা দিয়ে বেটে আপনি ভর্তা বানাতে পারবেন। তবে সেদ্ধ করে ভর্তা বানিয়ে খাওয়ার চেয়ে কাঁচা পাতার ভর্তা খাওয়ার উপকারিতা সবচেয়ে বেশি।
শুকনো পাতার গুঁড়োঃ
এই পোষ্টের শুরুতেই আমি উল্লেখ করেছি যে সজিনা হল গ্রীষ্মকালীন একটি সবজি। গ্রীষ্মকালে এই সবজি বেশি পাওয়া যায় তাই এই সময়ে সজনে পাতা সংগ্রহ সেদ্ধ করে নিন তারপর রোদে শুকিয়ে এটাকে ব্লেন্ডার করে রেখে দিন। ছয় মাস পর্যন্ত আমরা এটাকে সংরক্ষণ করতে পারব এতে পুষ্টিগুণের কোন ঘাটতি হবে না। আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে এক চা চামচ করে শুকনো সজনে পাতার গুঁড়ো জুস বানিয়ে সহজেই খেতে পারবেন।
সজনে পাতার অপকারিতা।
প্রিয় পাঠক, উপরের আলোচনা থেকে আমরা এতক্ষণ সজনে পাতার বহু উপকারিতার কথা জানতে পারলাম। এখন আমরা সজনে পাতার কিছু অপকারিতা বা ক্ষতিকর দিক নিয়ে কথা বলব। চলুন এই সম্পর্কে কিছু আলোচনা করি। আপনারা পূর্বেই জেনেছেন যে সজনে পাতা ব্যাপক উপকারী একটি ঔষধি গুণসম্পন্ন সবজি এর কিছু ক্ষতিকর দিক রয়েছে।
- যেমন সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন ও এমাইনো এসিড রয়েছে যা বেশি খেলে হজম প্রক্রিয়ায় সমস্যা দেখা দিতে পারে, পেটে এসিডিটি হতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ হচ্ছে আপনার শরীরের ওজন এর উপর ভিত্তি করে সজনে পাতা খেতে হবে।
- আপনার শরীরের ওজন প্রতি এক গ্রাম যেমন আপনার ওজন যদি ৭০ কেজি হয় তাহলে আপনাকে ৭০ গ্রাম সজনে পাতা খেতে হবে বা আপনি খেতে পারবেন এর বেশি খেলে শরীরের বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেবে।
- সজনে পাতা শরীরের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, তাই না জেনে বেশি পরিমাণের খেলে এটি সুগার লেভেল অতিরিক্ত মাত্রায় কমিয়ে দিতে পারে যা ডাইবেটিস রোগীদের বিপাকে ফেলতে পারে।
- যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অতিরিক্ত সজনে পাতা খেলে লো প্রেসারের সমস্যা দেখা দেবে।
- গর্ভবতী মহিলাদের সজনে পাতা না খাওয়াই উত্তম কারণ গর্ভাবস্থায় সজনে পাতা খেলে মিসক্যারেজ দেখা দেয়। এছাড়া বদহজম, ডায়রিয়া ও হতে পারে। তাই আমি বলব আপনারা নিয়ম মেনে সজনে পাতা খাবেন।
সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম।
সজনে পাতার গুড়া পুষ্টিগুনে ভরপুর। সজনে ডাঁটা বা সজনের পাতা একটি ভেষজ উদ্ভিদ হিসেবে পরিচিত। সজনে পাতার গুঁড়ো অন্য সকল সবজি থেকে পুষ্টি উপাদান অনেক বেশি থাকে তাই আমরা একে মাল্টি ভিটামিন বলে থাকি। এখন আমি আপনাদের সামনে সজনে পাতার গুড়ো খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো-
- সজনে পাতার গুড়া খাওয়ার জনপ্রিয় পদ্ধতি হচ্ছে চায়ের সাথে মিশিয়ে। সজনে পাতার গুঁড়ো চায়ের সঙ্গে গলে সব পুষ্টি পানির সঙ্গে মিশে যায় আপনি যখন এই পানীয় গ্রহণ করেন তখন এর পুষ্টিগুণ আপনার দেহের আরো বেশি কাজে লাগে।
- সজনে পাতার গুড়ো মধু বা চিনির সঙ্গে মিশিয়ে পুষ্টিকর শরবত তৈরি করা যায়। নিয়ম করে এই শরবত খেলে আমাদের শরীরের ওজন ঠিক থাকে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
- খাবার রান্না করার সময় সজনে পাতার গুড়ো মসলা হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এতে করে আপনার খাবারের পুষ্টির মাত্রা বেড়ে যাবে এবং সুস্বাদু হবে।
- হোটেল ও রেস্টুরেন্ট থেকে কিনে আমরা সুপ খাই । বাড়িতে সুপ বানিয়ে এর সঙ্গে সজনে পাতার গুঁড়ো মিশ্রণ করে আমরা খেতে পারি এতে সুপের পুষ্টিগুণ বৃদ্ধি পায়।
সজনে পাতার পুষ্টিগুন।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে;
- হরমোনের ভারসাম্য বজায় রাখে। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে;
- শরীরের ব্যথা দূর করে;
- বদহজম, পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা, বুক জ্বালাপোড়া ইত্যাদি সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখে;
- হাড় ও দাঁত মজবুত রাখে,
- বয়সের ছাপ দ্রুত ছড়িয়ে পড়তে বাধা দেয়,
- সজনে পাতায় ভিটামিনি এ এর পরিমাণ বেশি থাকে যা চোখ ভালো রাখতে সাহায্য করে,
- মানুষের ত্বকের সংক্রমণ, মূত্রনালী সংক্রমণ ,এবং হজমের সমস্যার বিরুদ্ধে এটি সব সময় লড়াই করে;
লেখক এর মন্তব্যঃ
সজনে ডাটা পাতা ও ফুল পুষ্টিগুণে ভরপুর তাই আমরা অনেকেই এই উদ্ভিদকে মিরাক্কেল ভেষজ উদ্ভিদ বলে থাকি। এক সজনে পাতার মধ্যেই অন্যান্য সবজির পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে। আপনারা চাইলেই দরকারি এই ভেষজ উদ্ভিদ আপনার বাড়ির আশেপাশে লাগিয়ে সেখান থেকে আপনার পুষ্টি চাহিদা সম্পন্ন এই সজনে ডাটা পাতাও ফুল এর চাহিদা পূরণ করতে পারেন। আসুন আমরা সবাই মিলে এই ভেষজ উদ্ভিদের গাছ লাগাই এবং এর চাহিদা পূরণ করি।
সাগর অনলাইন সিও নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url